কালিঝোরা (কালিম্পং), 3 ফেব্রুয়ারি : সেবক-রংপো নির্মীয়মাণ রেলপথের কাজে বাধা ৷ এই প্রকল্পের কাজের জন্য রাখা মেশিনকে রাতের অন্ধকারে পোড়াল দুষ্কৃতীরা ৷ ফলে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেওয়া হল ৷
সেবকের কাছে কালিঝোরাতে পাহাড় কেটে রেলপথের জন্য টানেল তৈরির কাজে ওই মেশিন ব্যবহৃত হয় ৷ টানেল তৈরির কাজে নিযুক্ত নির্মাণ সংস্থার তরফে সেবক পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ওই সংস্থার জেনেরাল ম্যানেজার সচিন সিন্ডে জানান, শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতী ওই মেশিনে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনায় পুরো পুড়ে যায় মেশিনটি ৷ ফলে প্রকল্পের কাজে ওই এলাকায় মেশিন রাখতে ও কর্মীদের নিরাপত্তাহীনতা অনুভব করছেন তাঁরা ৷ প্রকল্পের কাজেও ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে ৷
সেবক থেকে রংপো পর্যন্ত 45 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ এর জন্য পাহাড় কেটে 14টি টানেল ও অন্তত 17টি রেল সেতু নির্মাণ হওয়ার কথা ৷ প্রকল্পের কাজের জন্য আনা মেশিন রাতের অন্ধকারে কারা এভাবে পুড়িয়ে দিল, তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ওই সংস্থার তরফে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷