ETV Bharat / state

Landslide in Kalimpong: শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস - শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস

কালিম্পঙে ধসের পর ফের শিলিগুড়ি থেকে সিকিমগামী সড়কে একাধিক জায়গায় নামল ধস (Landslide in Kalimpong)। নিত্যযাত্রী ও পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আবেদন করেছে সিকিম প্রশাসন ।

Landslide in several roads from Siliguri to Sikkim
Landslide in Kalimpong
author img

By

Published : Jun 9, 2022, 1:07 PM IST

কালিম্পং, 9 জুন : বৃষ্টি শুরু হতেই ফের ধসের কবলে পাহাড়ের একাধিক এলাকা ৷ বুধবার কালিম্পঙের রিশির পেডংগামী রাস্তায় ধস নেমেছিল ৷ এরপর বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস নামে (Landslide in several roads from Siliguri to Sikkim)। যার জেরে ব্যাহত হয় যান চলাচল । নিত্যযাত্রী ও পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আবেদন করেছে সিকিম প্রশাসন ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিম্পং থেকে সিকিমগামী রাস্তার দুটি জায়গা ধসের কবলে পড়েছে । পূর্ব সিকিমের পাকিয়ঙে ধসের কারণে মাচং, লারাখা, বড়পাথিং, লিংকে, রোলেপ, রঙ্গোলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ওই রাস্তাটি যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় স্থানীয় বাসিন্দারা সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ।

Landslide in several roads from Siliguri to Sikkim
নিত্যযাত্রী ও পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আবেদন করেছে সিকিম প্রশাসন

আরও পড়ুন : Sukna War Museum : ভারতীয় সেনার অজানা ইতিহাস বলবে এই মিউজিয়াম

Landslide in several roads from Siliguri to Sikkim
শিলিগুড়ি থেকে সিকিমগামী সড়কে একাধিক জায়গায় ধস

অন্যদিকে, একই ভাবে পাচে গাচুং এলাকায় ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা । এ দিকে পেডঙে ধসের কারণে সড়ক সাময়িক বন্ধ থাকলেও, কালিম্পং জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশন দ্রুত সেই রাস্তা মেরামত করে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে ।

বৃষ্টি শুরু হতেই পাহাড়ে একাধিক জায়গায় ধস

কালিম্পং, 9 জুন : বৃষ্টি শুরু হতেই ফের ধসের কবলে পাহাড়ের একাধিক এলাকা ৷ বুধবার কালিম্পঙের রিশির পেডংগামী রাস্তায় ধস নেমেছিল ৷ এরপর বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস নামে (Landslide in several roads from Siliguri to Sikkim)। যার জেরে ব্যাহত হয় যান চলাচল । নিত্যযাত্রী ও পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আবেদন করেছে সিকিম প্রশাসন ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিম্পং থেকে সিকিমগামী রাস্তার দুটি জায়গা ধসের কবলে পড়েছে । পূর্ব সিকিমের পাকিয়ঙে ধসের কারণে মাচং, লারাখা, বড়পাথিং, লিংকে, রোলেপ, রঙ্গোলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ওই রাস্তাটি যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় স্থানীয় বাসিন্দারা সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ।

Landslide in several roads from Siliguri to Sikkim
নিত্যযাত্রী ও পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আবেদন করেছে সিকিম প্রশাসন

আরও পড়ুন : Sukna War Museum : ভারতীয় সেনার অজানা ইতিহাস বলবে এই মিউজিয়াম

Landslide in several roads from Siliguri to Sikkim
শিলিগুড়ি থেকে সিকিমগামী সড়কে একাধিক জায়গায় ধস

অন্যদিকে, একই ভাবে পাচে গাচুং এলাকায় ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা । এ দিকে পেডঙে ধসের কারণে সড়ক সাময়িক বন্ধ থাকলেও, কালিম্পং জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশন দ্রুত সেই রাস্তা মেরামত করে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে ।

বৃষ্টি শুরু হতেই পাহাড়ে একাধিক জায়গায় ধস

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.