ETV Bharat / state

কালিম্পঙে জাতীয় সড়কে ধসের জেরে দুর্ঘটনা, মৃত 1 - শিলিগুড়ি

10 নম্বর জাতীয় সড়কে ধস নেমে বন্ধ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থা ৷ অন্যদিকে ওই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নিচের খাদে পড়ে যায় ৷ যে ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

Landslide at NH 10 in Kalimpong while a Car Driver Dead in that accident
কালিম্পঙে 10নং জাতীয় সড়কে ধসের জেরে দুর্ঘটনা, মৃত 1
author img

By

Published : Aug 2, 2021, 2:07 PM IST

কালিম্পং, 2 অগস্ট : লাগাতার বৃষ্টিতে কালিম্পঙের শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ধস ৷ ধসে চাপা পড়ে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ সোমবার সকাল থেকে রাস্তার পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন ৷ তবে, বড় বড় বোল্ডার পড়ে থাকায় পরিষেবা স্বাভাবিক হয়ে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কালিম্পঙের শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ধস নামার সময় সেখান দিয়ে একটি গাড়ি তারখোলার দিক থেকে সামসের’র দিকে যাচ্ছিল ৷ ধসের জেরে বোল্ডারের ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আটশো মিটার নিচে খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে ৷ মৃত চালকের নাম রমন প্রধান ৷ তিনি সামসের’র বাসিন্দা ৷ ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁকে কালিম্পং জেলা হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ৷

কালিম্পঙে 10নং জাতীয় সড়কে ধসের জেরে দুর্ঘটনা, মৃত 1

আরও পড়ুন : Landslide in Kalimpong: কালিম্পংয়ে একাধিক ধস, চাপা পড়ে রেল প্রকল্পের শ্রমিকের মৃত্যু

এই ঘটনার জেরে 10 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ৷ তবে, পরবর্তী সময়ে পুলিশ সেখানে গিয়ে আটকে পড়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেয় ৷ কারণ সেখানে ধস সরানোর অপেক্ষায় থাকলে অন্য কোনও দিক থেকে ধস নেমে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে ৷

কালিম্পং, 2 অগস্ট : লাগাতার বৃষ্টিতে কালিম্পঙের শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ধস ৷ ধসে চাপা পড়ে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ সোমবার সকাল থেকে রাস্তার পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন ৷ তবে, বড় বড় বোল্ডার পড়ে থাকায় পরিষেবা স্বাভাবিক হয়ে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, কালিম্পঙের শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে ধস নামার সময় সেখান দিয়ে একটি গাড়ি তারখোলার দিক থেকে সামসের’র দিকে যাচ্ছিল ৷ ধসের জেরে বোল্ডারের ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আটশো মিটার নিচে খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে ৷ মৃত চালকের নাম রমন প্রধান ৷ তিনি সামসের’র বাসিন্দা ৷ ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁকে কালিম্পং জেলা হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ৷

কালিম্পঙে 10নং জাতীয় সড়কে ধসের জেরে দুর্ঘটনা, মৃত 1

আরও পড়ুন : Landslide in Kalimpong: কালিম্পংয়ে একাধিক ধস, চাপা পড়ে রেল প্রকল্পের শ্রমিকের মৃত্যু

এই ঘটনার জেরে 10 নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ৷ তবে, পরবর্তী সময়ে পুলিশ সেখানে গিয়ে আটকে পড়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেয় ৷ কারণ সেখানে ধস সরানোর অপেক্ষায় থাকলে অন্য কোনও দিক থেকে ধস নেমে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.