কালিম্পং, 17 মে : করোনা আবহে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে জেরবার রাজ্যবাসী । তাই করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল কালিম্পং পৌরসভা । করোনায় সংক্রমিত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে কালিম্পং পৌরসভার এই উদ্যোগ । একইসঙ্গে বিনামূল্যে শববাহী গাড়ির ব্যবস্থা করা হয়েছে পৌরসভার তরফে । মঙ্গলবার থেকে এই পরিষেবা শুরু হবে বলে জানান কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান ।
মাঝেমধ্যেই অভিযোগ ওঠে করোনা আক্রান্তদের হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাড়ি পৌঁছাতে মোটা টাকা আদায় করছে একদল অ্যাম্বুলেন্স চালক । সম্প্রতি এক করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যেতে রোগীর পরিবারকে গয়না বন্ধক পর্যন্ত দিতে হয়েছিল । যদিও পরে সরকার পদক্ষেপ করলে সেই টাকা ফেরত দিতে বাধ্য হয় অ্যাম্বুলেন্স চালক । রাজ্য সরকারের তরফে অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও সেই ভাড়ার তালিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখাচ্ছে একদল অসাধু অ্যাম্বুলেন্স চালকরা । যার ফলে মানুষ চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিজনদের । সেজন্যই এবার অ্যাম্বুলেন্স পাওয়ার সমস্যা মেটাতে উদ্যোগ গ্রহণ করল কালিম্পং পৌরসভা । এখন থেকে কালিম্পং পৌরসভা এলাকার মধ্যে কেউ করোনায় সংক্রমিত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করবে ।
এদিন ওই দুটি গাড়ির পরিষেবার কথা ঘোষণা করলেন কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান । তিনি বলেন, "করোনা আক্রান্তদের হাসপাতাল নিয়ে যেতে অনেক ক্ষেত্রে কালিম্পংবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে । কারণ সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না । কালিম্পং জেলা হাসপাতালের দুটি মাত্র অ্যাম্বুলেন্স থাকায় কালিম্পং মহকুমার বিভিন্ন প্রত্যন্ত এলাকায়গুলিতেও ওই অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হয় । এতে শহর এলাকাতে অ্যাম্বুলেন্সের একটা সমস্যা থেকে যায় । সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"