কালিম্পং, 31 মে : উত্তরবঙ্গে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল কালিম্পংয়ে ৷ মারা গিয়েছিলেন সেখানকার এক মহিলা । আর আজ সেই জেলাই রাজ্যে করোনা টিকাকরণে অন্যান্য জেলাকে পিছনে ফেলে দিয়েছে । স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, টিকাকরণের ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং জেলা । কালিম্পং জেলার এই সাফল্যে সম্পূর্ণ কৃতিত্ব জেলার স্বাস্থ্যকর্মীদের দিলেন জেলাশাসক আর বিমলা ।
চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছে । এছাড়াও বিভিন্ন ব্লকে নয়টি স্থায়ী ক্যাম্প করা হয়েছে । জেলায় টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল প্রতিদিন 100 শতাংশ । তবে দিন কয়েক আগেই তা চারগুন পেরিয়ে গিয়েছে । রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ওই জেলাতে প্রথমে চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মী, পুলিশদের মতো ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকা দেওয়া হয় । তারপর এক এক করে ব্যাংক, শিক্ষক, পরিবহণ, দমকল কর্মীদের দেওয়া শুরু হয় । এখন হকার-সহ খুচরো ব্যবসায়ীদের টিকা দেওয়ার কাজ চলছে ।
একইভাবে 45 বছরের ঊর্ধ্বে সাধারণ মানুষের জন্য টিকাকরণ চলছে । জেলায় 45 বছরের ঊর্ধ্বে সাধারণ মানুষেরও 50 শতাংশ মানুষকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়ে গিয়েছে । রবিবার কালিম্পং জেলাতে 1 হাজার 999 জনকে করোনার টিকা দেওয়া হয় ।
আরও পড়ুন : টিকাকরণ নীতি, কোউইন অ্যাপ নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে কেন্দ্র
জেলাশাসক আর বিমলা বলেন, "আমাদের জেলা অনেকটাই ছোট । কিন্তু আমাদের স্বাস্থ্য কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন । তাই এই সাফল্যে পৌঁছানো সম্ভব হয়েছে । আমরা চা বাগানগুলোতে স্পেশাল ক্যাম্প করে তাদের টিকা দিয়েছি । তার কারণ তাঁরা অনেকেই টিকা কোথায় নেবে কীভাবে, তা বুঝতে পারছিল না । আমাদের কাছে এখনও টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে । তাই আশা করি আমরা দ্রুত জেলার বাকিদেরও টিকা দিয়ে দিতে পারব ।"