ETV Bharat / state

Governor in Kalimpong: রুটমার্চ চলাকালীন জওয়ানদের সঙ্গে দেখা রাজ্যপালের, জানলেন এলাকার হালহকিকত

নির্বাচনের জন্য রুটমার্চ চলছিল জওয়ানদের ৷ সেখান দিয়ে যাচ্ছিলেন রাজ্যপাল ৷ গাড়ি থামিয়ে দেখা করলেন ইন্দো-টিবেটান পুলিশ ফোর্সের সঙ্গে ৷ নিলেন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ ৷

author img

By

Published : Jun 29, 2023, 10:25 PM IST

ETV Bharat
কালিম্পংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কালিম্পং, 29 জুন: পঞ্চায়েত নির্বাচনের রুটমার্চ চলাকালীন কালিম্পং সফরে গিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে রুটমার্চে মোতায়েন করা ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের সঙ্গে দেখা করেন । এলাকার হালহকিকত জেনে নেওয়ার পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধি করেন ।

রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম কালিম্পং সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস । চারদিনের উত্তরবঙ্গ সফরের মাঝে বৃহস্পতিবার কালিম্পংয়ে যান তিনি । সেখানে ডেলোতে রাত্রিবাস করবেন । কালিম্পং পৌঁছতেই ডেলোতে তাঁকে 'গার্ড অফ অনার' দিয়ে স্বাগত জানানো হয় । এরপর তিনি আট মাইলে 'বাল সুরক্ষা অভিযান' নামে একটি শিশুদের স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোমে যান । সেখানে প্রায় ঘণ্টাখানেক শিশুদের সঙ্গে সময় কাটান তিনি ।

সেখান থেকে বেরিয়ে ডেলোতে ফেরত যাওয়ার সময় মূল রাস্তায় আট মাইলের কাছে রুট মার্চ করছিল আইটিবিপি-র জওয়ানরা । তাদের দেখা মাত্রই কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পরেন তিনি । জওয়ানদের সঙ্গে কথা বলেন ও পঞ্চায়েত এলাকার পরিস্থিতি সম্পর্কে খবর নেন । এলাকার আইনশৃঙ্খলা কেমন রয়েছে, সেনাবাহিনীর জওয়ানদের পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ কী সেসবও খবর নেন রাজ্যপাল । সেনাদের হাতে উপহারও তুলে দেন । এরপর সেখান থেকে ডেলোতে ফেরত চলে যান ।

কালিম্পং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 22 বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে । পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী । কিন্তু গোটা রাজ্যের মধ্যে সব থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কালিম্পং জেলায় । সেখানে মাত্র চার কোম্পানি আইটিবিপি-র জওয়ানদের মোতায়েন করা হয়েছে ।

ইতিমধ্যেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কালিম্পং জেলায় পৌঁছেছে । তারা মঙ্গলবার থেকে শুরু করেছে রুটমার্চ । পাহাড়বাসীদের মনোবল বৃদ্ধি করতে পাহাড়ি চড়াই উতরাই রাস্তা ধরে গ্রামে গ্রামে পৌঁছতে শুরু করেছে জওয়ানরা । কথা বলছেন পাহাড়বাসীদের সঙ্গে । সামনের সপ্তাহে জেলায় আরও তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: রাজ্যে সন্ত্রাসের আবহে সম্পূর্ণ উলটো চিত্র কালিম্পংয়ে, কোনও স্পর্শকাতর বুথ নেই; জানাল প্রশাসন

কালিম্পং, 29 জুন: পঞ্চায়েত নির্বাচনের রুটমার্চ চলাকালীন কালিম্পং সফরে গিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে রুটমার্চে মোতায়েন করা ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের সঙ্গে দেখা করেন । এলাকার হালহকিকত জেনে নেওয়ার পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধি করেন ।

রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম কালিম্পং সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস । চারদিনের উত্তরবঙ্গ সফরের মাঝে বৃহস্পতিবার কালিম্পংয়ে যান তিনি । সেখানে ডেলোতে রাত্রিবাস করবেন । কালিম্পং পৌঁছতেই ডেলোতে তাঁকে 'গার্ড অফ অনার' দিয়ে স্বাগত জানানো হয় । এরপর তিনি আট মাইলে 'বাল সুরক্ষা অভিযান' নামে একটি শিশুদের স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোমে যান । সেখানে প্রায় ঘণ্টাখানেক শিশুদের সঙ্গে সময় কাটান তিনি ।

সেখান থেকে বেরিয়ে ডেলোতে ফেরত যাওয়ার সময় মূল রাস্তায় আট মাইলের কাছে রুট মার্চ করছিল আইটিবিপি-র জওয়ানরা । তাদের দেখা মাত্রই কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পরেন তিনি । জওয়ানদের সঙ্গে কথা বলেন ও পঞ্চায়েত এলাকার পরিস্থিতি সম্পর্কে খবর নেন । এলাকার আইনশৃঙ্খলা কেমন রয়েছে, সেনাবাহিনীর জওয়ানদের পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ কী সেসবও খবর নেন রাজ্যপাল । সেনাদের হাতে উপহারও তুলে দেন । এরপর সেখান থেকে ডেলোতে ফেরত চলে যান ।

কালিম্পং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 22 বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে । পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী । কিন্তু গোটা রাজ্যের মধ্যে সব থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কালিম্পং জেলায় । সেখানে মাত্র চার কোম্পানি আইটিবিপি-র জওয়ানদের মোতায়েন করা হয়েছে ।

ইতিমধ্যেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কালিম্পং জেলায় পৌঁছেছে । তারা মঙ্গলবার থেকে শুরু করেছে রুটমার্চ । পাহাড়বাসীদের মনোবল বৃদ্ধি করতে পাহাড়ি চড়াই উতরাই রাস্তা ধরে গ্রামে গ্রামে পৌঁছতে শুরু করেছে জওয়ানরা । কথা বলছেন পাহাড়বাসীদের সঙ্গে । সামনের সপ্তাহে জেলায় আরও তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: রাজ্যে সন্ত্রাসের আবহে সম্পূর্ণ উলটো চিত্র কালিম্পংয়ে, কোনও স্পর্শকাতর বুথ নেই; জানাল প্রশাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.