কালিম্পং, 22 ডিসেম্বর: দম্পতিকে খুনের ঘটনায় আসামীকে ফাঁসির সাজা দিল কালিম্পংয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত । মামলা চলার 9 বছর পর এই রায়দান ৷ 62 বছর বয়সি হঙ্গজীত রাইকে এই সাজা দেওয়া হয়েছে । ফাঁসির পাশাপাশি 20 হাজার টাকা জরিমানাও ঘোষণা করেছে আদালত । পাশাপাশি মৃত দম্পতির পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2014 সালে 19 জুন ভোর চারটে নাগাদ কালিম্পং 2 নম্বর ব্লকের গীতাবলিংয়ের লোয়ার বিয়োগের বাসিন্দা ডোমিনিক ভুটিয়া ও তার স্ত্রী ক্রিস্টিনা ভুটিয়া খুন হন ৷ ওই দম্পতির সাত বছরের মেয়ের উপর পাশবিক অত্যাচার করার ফলে সেও গুরুতরভাবে আহত হয় । এই ঘটনায় অভিযোগ ওঠে প্রতিবেশী হঙ্গজীত রাই ও তার ছেলে পূরণ রাইয়ের বিরুদ্ধে । খুনের কিনারা করতে দার্জিলিং জেলা পুলিশের সাব ইনস্পেক্টর শরণ সার্কি তদন্তে নামেন ।
এখানে উল্লেখ্য, 2014 সালে কালিম্পং দার্জিলিং জেলার অধীনে ছিল । ওই ঘটনার পর তদন্তকারী অফিসার অভিযুক্তদের গ্রেফতার করলে সেই খুনের মামলা দার্জিলিং জেলা আদালতে শুরু হয় । কিন্তু 2014 সালের 24 অক্টোবর অভিযুক্ত পূরণ রাইকে দার্জিলিং জেলা হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় । কিন্তু বিচারাধীন থাকাকালীন হাসপাতালেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পূরণ ।
এরপর কালিম্পং আলাদা জেলা হলে মামলা দার্জিলিং আদালত থেকে স্থানান্তরিত হয়ে কালিম্পং আদালতে যায় । 9 বছর ধরে ওই মামলার শুনানির পর শুক্রবার বিচারক ভারতীয় দণ্ডবিধির 302, 307 ও 326 ধারায় হঙ্গজীত রাইকে দোষীকে সাব্যস্ত করে । এরপর হঙ্গজীত রাইয়ের বিরুদ্ধে ফাঁসি, 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 20 হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করা হয় । এই বিষয়ে সরকারি আইনজীবী প্রেম প্রধান বলেন, "ন'বছর ধরে মামলাটি চলছিল । পরে জেলা আলাদা হওয়ায় শুনানিতে একটু বেশি সময় লেগে যায় । তবে এদিন বিচারক দোষীকে ফাঁসির সাজা দিয়েছেন ।"
আরও পড়ুন :
1 নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
2 মা ও মেয়ের খুনে আসামী 'সাধু'র ফাঁসির সাজা শোনালেন বিচারক
3 পাঁচ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, 2 অভিযুক্তের ফাঁসি