ETV Bharat / state

22 জানুয়ারি দার্জিলিঙে CAA বিরোধী মিছিলে হাঁটবেন মমতা : বিনয়

NRC, CAA-র বিরুদ্ধে 22 জানুয়ারি দার্জিলিং পাহাড়ে মোর্চা ও তৃণমূল কংগ্রেসের যৌথ পদযাত্রা হবে । কর্মসূচিতে হাজির থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন বিনয় তামাং ৷

binay tamang hold rally in protest of caa
বিনয় তামাং
author img

By

Published : Jan 12, 2020, 9:21 PM IST

কালিম্পং, 12 জানুয়ারি : দার্জিলিং ও কার্সিয়ঙের পর এবার NRC, CAA-র প্রতিবাদে কালিম্পঙে পদযাত্রা বিনয় তামাঙের । রবিবার সকালে কালিম্পঙের পেডং গ্রাউন্ড থেকে আলগারা হয়ে কালিম্পং শহরের ডমবরচক পর্যন্ত 21 কিমি পর্যন্ত পদযাত্রা করেন তিনি । পদযাত্রা থেকে দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

NRC, CAA-র প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের বিক্ষোভ-প্রতিবাদ মিছিল অনেকদিন ধরেই চলছে পাহাড়ে । আজ কালিম্পঙে বিনয় তামাঙ জানান, NRC, CAA-র বিরুদ্ধে 22 জানুয়ারি দার্জিলিং পাহাড়ে মোর্চা ও তৃণমূল কংগ্রেসের যৌথ পদযাত্রা হবে । কর্মসূচিতে হাজির থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী । সেই উপলক্ষ্যে প্রতিবছর পাহাড়ে থাকেন মুখ্যমন্ত্রী । এবারও আসবেন । নেতাজির জন্মজয়ন্তী পালন করবেন । তার একদিন আগে 22 জানুয়ারি NRC, CAA বিরোধী পদযাত্রায় অংশ নেবেন তিনি ।

কালিম্পং, 12 জানুয়ারি : দার্জিলিং ও কার্সিয়ঙের পর এবার NRC, CAA-র প্রতিবাদে কালিম্পঙে পদযাত্রা বিনয় তামাঙের । রবিবার সকালে কালিম্পঙের পেডং গ্রাউন্ড থেকে আলগারা হয়ে কালিম্পং শহরের ডমবরচক পর্যন্ত 21 কিমি পর্যন্ত পদযাত্রা করেন তিনি । পদযাত্রা থেকে দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় ।

NRC, CAA-র প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের বিক্ষোভ-প্রতিবাদ মিছিল অনেকদিন ধরেই চলছে পাহাড়ে । আজ কালিম্পঙে বিনয় তামাঙ জানান, NRC, CAA-র বিরুদ্ধে 22 জানুয়ারি দার্জিলিং পাহাড়ে মোর্চা ও তৃণমূল কংগ্রেসের যৌথ পদযাত্রা হবে । কর্মসূচিতে হাজির থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী । সেই উপলক্ষ্যে প্রতিবছর পাহাড়ে থাকেন মুখ্যমন্ত্রী । এবারও আসবেন । নেতাজির জন্মজয়ন্তী পালন করবেন । তার একদিন আগে 22 জানুয়ারি NRC, CAA বিরোধী পদযাত্রায় অংশ নেবেন তিনি ।

Intro:এবার কালিম্পঙে এনআরসি-সিএএ বিরোধী পদযাত্রায় বিনয় তামাঙ, রাজু বিস্তার বিরুদ্ধে স্লোগান


কালিম্পং 12 জানুয়ারি : দার্জিলিং ও কার্সিয়াংয়ের পর এবার এনআরসি-সিএএ-এর প্রতিবাদে কালিম্পংয়ে পদযাত্রায় বিনয় তামাঙ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালিম্পংয়ের পেডঙ গ্রাউন্ড থেকে আলগারা হয়ে কালিম্পং শহরের ডমবর চক পর্যন্ত 21 কিমি পর্যন্ত পদযাত্রা হয় । এই পদযাত্রায় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় । ' ' রাজু বিস্তা হায় হায়, রাজু বিস্তা মুর্দাবাদ' ' বলে আওআজ তোলেন বিক্ষোভে অংশগ্রহণকারিরা ।
Body:এনআরসি-সিএএ-এর প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের বিক্ষোভ -প্রতিবাদ মিছিল অনেকদিন ধরেই চলছে পাহাড়ে । কালিম্পঙে বিনয় তামাঙ এদিন জানান, এনআরসি-সিএএ বিরুদ্ধে 22 জানুয়ারি দার্জিলিং পাহাড়ে মোর্চা ও তৃণমূল কংগ্রেসের যৌথ পদযাত্রা হবে । এনআরসি-সিএএ বিরোধী ওই কর্মসূচিতে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।Conclusion:
বিনয় তামাঙ বলেন, 23 জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী। ওই উপলক্ষ্যে প্রতিবছর পাহাড়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এবারও আসবেন । নেতাজীর জন্মজয়ন্তী পালন করবেন । তার একদিন আগে 22 জানুয়ারি এনআরসি-সিএএ বিরোধী পদযাত্রায় অংশ নেবেন তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.