কালিম্পং, 8 এপ্রিল : লোকসভা ভোটের আগে গোর্খা জনমুক্তি মোর্চা নেতার উপর হামলা কালিম্পঙে। মোর্চা নেতার নাম স্যামুয়েল গুরুং। গতসন্ধ্যায় কালিম্পঙের মল্লি রোডে ঘটনাটি ঘটে। নির্মীয়মাণ তিনতলা বাড়ির কাজ দেখছিলেন তিনি। ওই সময় তিন-চার জন দুষ্কৃতী তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। মাথায় চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়।
স্যামুয়েল GTA-র 45 নম্বর সমষ্টির প্রাক্তন সভাসদ। গুরুঙের আমলের মোর্চার শীর্ষস্থানীয় নেতা হিসাবে পরিচিত তিনি। সম্প্রতি কালিম্পং হাসপাতাল আবাসনে থাকেন। মল্লি রোডে তাঁর তিনতলা বাড়ির নির্মাণ কাজ চলছে। গতকাল সেই বাড়ির কাজ দেখাশোনা করছিলেন তিনি। ওই সময় হঠাৎ তাঁর উপর এই হামলার ঘটনা ঘটে।