ETV Bharat / state

কালিম্পঙে গোর্খা জনমুক্তি মোর্চা নেতার উপর হামলা

ভোটের আগে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা স্যামুয়েল গুরুঙের উপর হামলা হয় কালিম্পঙে।

author img

By

Published : Apr 8, 2019, 2:13 PM IST

স্যামুয়েল গুরুং

কালিম্পং, 8 এপ্রিল : লোকসভা ভোটের আগে গোর্খা জনমুক্তি মোর্চা নেতার উপর হামলা কালিম্পঙে। মোর্চা নেতার নাম স্যামুয়েল গুরুং। গতসন্ধ্যায় কালিম্পঙের মল্লি রোডে ঘটনাটি ঘটে। নির্মীয়মাণ তিনতলা বাড়ির কাজ দেখছিলেন তিনি। ওই সময় তিন-চার জন দুষ্কৃতী তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। মাথায় চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়।

স্যামুয়েল GTA-র 45 নম্বর সমষ্টির প্রাক্তন সভাসদ। গুরুঙের আমলের মোর্চার শীর্ষস্থানীয় নেতা হিসাবে পরিচিত তিনি। সম্প্রতি কালিম্পং হাসপাতাল আবাসনে থাকেন। মল্লি রোডে তাঁর তিনতলা বাড়ির নির্মাণ কাজ চলছে। গতকাল সেই বাড়ির কাজ দেখাশোনা করছিলেন তিনি। ওই সময় হঠাৎ তাঁর উপর এই হামলার ঘটনা ঘটে।

কালিম্পং, 8 এপ্রিল : লোকসভা ভোটের আগে গোর্খা জনমুক্তি মোর্চা নেতার উপর হামলা কালিম্পঙে। মোর্চা নেতার নাম স্যামুয়েল গুরুং। গতসন্ধ্যায় কালিম্পঙের মল্লি রোডে ঘটনাটি ঘটে। নির্মীয়মাণ তিনতলা বাড়ির কাজ দেখছিলেন তিনি। ওই সময় তিন-চার জন দুষ্কৃতী তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। মাথায় চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়।

স্যামুয়েল GTA-র 45 নম্বর সমষ্টির প্রাক্তন সভাসদ। গুরুঙের আমলের মোর্চার শীর্ষস্থানীয় নেতা হিসাবে পরিচিত তিনি। সম্প্রতি কালিম্পং হাসপাতাল আবাসনে থাকেন। মল্লি রোডে তাঁর তিনতলা বাড়ির নির্মাণ কাজ চলছে। গতকাল সেই বাড়ির কাজ দেখাশোনা করছিলেন তিনি। ওই সময় হঠাৎ তাঁর উপর এই হামলার ঘটনা ঘটে।

Wb_Darj_08Apr_19_Samuel_Gurung_Sanjib_7205425 ------------- ভোটের মুখে কালিম্পঙয়ে বিমলপন্থি নেতার উপর হামলা চাঞ্চল্য, তদন্তে পুলিশ কালিম্পং, ৮ এপ্রিল : ভোটের মুখে মোর্চার বিমলপন্থী নেতার উপর হামলা কালিম্পংয়ে । রবিবার সন্ধ্যায় কালিম্পংয়ের মল্লি রোডের ঘটনা । সেখানে নির্মিয়মান তিনতলা বাড়ির কাজ দেখছিলেন তিনি । ওই সময় তিন -চার জন তাঁর উপর লাঠিসোটা নিয়ে হামলা করে । এরফলে মাথায় চোট পান তিনি । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয় । এঘটনার জেরে কালিম্পংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । কালিম্পং থানার আই সি শুভাশিষ চাকী বলেন, কে বা কারা এঘটনায় যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে । স্যামুয়েল গুরুঙয়ের বাড়ি আলগারাতে । তিনি জিটিএর ৪৫ নম্বর সমষ্টির প্রাক্তন সভাসদ । গুরুঙয়ের আমলের মোর্চার শীর্ষস্থানীয় নেতা হিসাবে পরিচিত তিনি । সম্প্রতি তিনি কালিম্পং হাসপাতাল আবাসনে থাকেন । মল্লিলাইনে তাঁর তিনতলা বাড়ির নির্মাণ কাজ চলছে । রবিবার সেই বাড়ির কাজ দেখাশোনা করছিলেন তিনি । ওই সময় তাঁর উপর হামলার ঘটনা ঘটে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.