কালিম্পং, 6 জুলাই : লকডাউনে দুবাইয়ে আটকে পড়েছিলেন 213 জন ভারতীয় । 3 জুলাই বিশেষ আন্তর্জাতিক বিমানে শারজা থেকে বাগডোগরা ফেরেন তাঁরা । ওই 213 জনের মধ্যে 20 জন কালিম্পঙের। বর্তমানে তাঁদের ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে রাখা হয়েছে । কোয়ারানটিনে সবরকম ব্যবস্থায় খুশি বিদেশ ফেরত ওই 20 জন ৷
তাঁদের মধ্যে একজন প্রীতম প্রধান ৷ তিনি জানান, কর্মসূত্রে দুবাইয়ে ছিলেন। লকডাউনের জেরে আটকে পড়েছিলেন । রাজ্যে ফিরতে পেরে তাঁরা খুশি । এজন্য GTA চেয়ারম্যান অনিত থাপা, কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান, কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা । বাগডোগরা বিমানবন্দরে নামা থেকে শুরু করে পাহাড়ে ফেরা এবং কোয়ারানটিনে থাকার সুব্যবস্থায় মুগ্ধ তাঁরা।
কালিম্পং পৌরসভার চেয়ারম্যান বলেন, "কালিম্পংঙের দুবাই ফেরত যে 20 জনকে কোয়ারানটিনে রাখা হয়েছে, সেখানে যাতে তাঁদের কোনও অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। এক্ষেত্রে GTA, জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে কাজ করছে।" নির্দিষ্ট সময়ে কোয়ারানটি সেন্টার সাফ সাফাইয়ের কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ৷