ETV Bharat / state

Women Winners Team : মহিলাদের নিরাপত্তায় ঝাড়গ্রামেও মহিলা পুলিশের উইনার্স টিম - kolkata police

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নারী সুরক্ষায় জোর দিতে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম ৷ ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা (Women Winners Team)।

Women Winners Team News
ঝাড়গ্রামে মহিলা পুলিশের উইনার্স টিম
author img

By

Published : Jun 23, 2022, 12:31 PM IST

ঝাড়গ্রাম, 23 জুন : মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারীর সুরক্ষায় জোর দিয়ে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম (Women Winners Team)। মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি বাড়ানোর জন্য ৷ পাশাপাশি উইনার্স টিম তৈরি করার নির্দেশও এসেছিল তাঁর তরফে । সেইমতো ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ।

উইনার্স টিমে 10টি স্কুটিতে 12 জনের একটি দল রয়েছে ৷ যারা বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি করবে । বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র । বছরের প্রায় সবসময়ই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড়-জঙ্গলের টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে । ফলে উইনার্স টিম নারী সুরক্ষার পাশাপাশি পর্যটকদেরও সুরক্ষা দেবে বলে জানা গিয়েছে । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রতিটি জেলাতে যেরকম শুরু হয়েছে উইনার্স অল উইমেন স্কোয়াড । এর মূল লক্ষ্য হচ্ছে নারী সুরক্ষা এবং এন্টি ইভটিজিং জন্য পেট্রলিং করা ।’’

ঝাড়গ্রামেও মহিলা পুলিশের উইনার্স টিম

আরও পড়ুন : 'এত সুন্দর ঝাড়গ্রাম', পর্যটনের উন্নতিতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর

2017 সালে কলকাতায় প্রথম চালু হয় । এর সাফল্য দেখে প্রতিটি বড় শহরে পুলিশ কমিশনারেট চালু করা হয়েছে । পশ্চিমবঙ্গে এটাই প্রথম যেখানে একটি গ্রাম্য এলাকায় উইনার্স টিম চালু হচ্ছে । বেলপাহাড়ির মতো জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সারা বছরই ট্যুরিস্ট আসে । আগামিদিনে এদের মার্শাল আর্ট ট্রেনিং দিয়ে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে ।

ঝাড়গ্রাম, 23 জুন : মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারীর সুরক্ষায় জোর দিয়ে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম (Women Winners Team)। মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি বাড়ানোর জন্য ৷ পাশাপাশি উইনার্স টিম তৈরি করার নির্দেশও এসেছিল তাঁর তরফে । সেইমতো ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ।

উইনার্স টিমে 10টি স্কুটিতে 12 জনের একটি দল রয়েছে ৷ যারা বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি করবে । বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র । বছরের প্রায় সবসময়ই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড়-জঙ্গলের টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে । ফলে উইনার্স টিম নারী সুরক্ষার পাশাপাশি পর্যটকদেরও সুরক্ষা দেবে বলে জানা গিয়েছে । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রতিটি জেলাতে যেরকম শুরু হয়েছে উইনার্স অল উইমেন স্কোয়াড । এর মূল লক্ষ্য হচ্ছে নারী সুরক্ষা এবং এন্টি ইভটিজিং জন্য পেট্রলিং করা ।’’

ঝাড়গ্রামেও মহিলা পুলিশের উইনার্স টিম

আরও পড়ুন : 'এত সুন্দর ঝাড়গ্রাম', পর্যটনের উন্নতিতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর

2017 সালে কলকাতায় প্রথম চালু হয় । এর সাফল্য দেখে প্রতিটি বড় শহরে পুলিশ কমিশনারেট চালু করা হয়েছে । পশ্চিমবঙ্গে এটাই প্রথম যেখানে একটি গ্রাম্য এলাকায় উইনার্স টিম চালু হচ্ছে । বেলপাহাড়ির মতো জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সারা বছরই ট্যুরিস্ট আসে । আগামিদিনে এদের মার্শাল আর্ট ট্রেনিং দিয়ে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.