ETV Bharat / state

আগামীকাল ঝাড়গ্রামে তৃণমূল সুপ্রিমোর পৃথক দুটি সভা - দেবনাথ হাঁসদা

আগামীকাল ঝাড়গ্রামে প্রার্থীদের নিয়ে পৃথক দুটি সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বেলিয়াবাড়ার বাহানরুলার মাঠে ও লালগড়ের সবুজ সংঘ মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী । বেলিয়াবেড়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুরের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু । লালগড়ের সভায় উপস্থিত থাকবেন ঝাড়গ্রামের প্রার্থী বিরবাহা হাঁসদা ও বিনপুরের প্রার্থী দেবনাথ হাঁসদা ।

election campaign of mamata banerjee in jhargram tomorrow
আগামীকাল ঝাড়গ্রামে তৃণমূল সুপ্রিমোর পৃথক দুটি সভা
author img

By

Published : Mar 17, 2021, 9:23 PM IST

ঝাড়গ্রাম, 16 মার্চ : নির্বাচনী প্রচারে বুধবার ঝাড়গ্রামে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বেলিয়াবাড়ার বাহানরুলা মাঠে ও লালগড়ের সবুজ সংঘ মাঠে দুটি সভা করবেন তিনি । সঙ্গে থাকবেন নিকটবর্তী কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা ৷ তাই ওই দুই সভার প্রস্তুতি প্রায় শেষের মুখে ৷

তৃণমূল সূত্রে খবর, বেলিয়াবেড়ায় সভা করবেন দুপুর 12টা নাগাদ ৷ দলনেত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুরের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু । এরপর দুপুর দেড়টার সময় লালগড়ে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা হাঁসদা ও বিনপুরের প্রার্থী দেবনাথ হাঁসদা ।

সভামঞ্চে বড় করে প্রার্থীর ছবি ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে 'বাংলা নিজের মেয়েকেই চাই' লেখা হোডিং লাগানো হয়েছে । হুইলচেয়ারে মুখ্যমন্ত্রীর মঞ্চে ওঠার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে । সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থানকে । দুপুরে সভা হওয়ার কারণে দর্শকদের জন্য কাপড়ের ছাওনি দিয়ে তৈরি করা হয়েছে সেট । বেলিয়াবেড়ায় ও লালগড়ে সভা মঞ্চের সামনেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড ।

15 তারিখ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই সভা হওয়ার কথা ছিল । কিন্তু তা বাতিল হয়ে যায় । এদিন ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস মাঠে সভা করেন অমিত শাহ । হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির জন্য ঝাড়গ্রামের সভায় উপস্থিত থাকতে পারেননি অমিত শাহ । ঝাড়গ্রামের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি । এ বিষয়ে তৃণমূল কটাক্ষ করে বলেছিল সভায় লোক না হওয়ার কারণে অমিত শাহ ঝাড়গ্রামের সভায় আসেননি ।

আরও পড়ুন : কলকাতায় বসে চক্রান্ত করছেন, মেজিয়ার সভায় শাহকে একহাত মমতার

লালগড়ের মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন জে পি নাড্ডা । অভিযোগ নাড্ডার সভায় মাঠ ভরেনি সেদিন । মুখ্যমন্ত্রীর সভায় মাঠ ভরানো প্রসঙ্গে তৃণমূলের লালগড় ব্লক সভাপতি শ্যামল মাহাত বলেন , " মুখ্যমন্ত্রী এখানে সভা করতে আসছেন । প্রস্তুতি প্রায় শেষের মুখে । ঝাড়গ্রাম ও বিনপুরের প্রার্থীর সমর্থনে এই সভা । সভায় মানুষের ঢল উপচে পড়বে ৷"

ঝাড়গ্রাম, 16 মার্চ : নির্বাচনী প্রচারে বুধবার ঝাড়গ্রামে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বেলিয়াবাড়ার বাহানরুলা মাঠে ও লালগড়ের সবুজ সংঘ মাঠে দুটি সভা করবেন তিনি । সঙ্গে থাকবেন নিকটবর্তী কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা ৷ তাই ওই দুই সভার প্রস্তুতি প্রায় শেষের মুখে ৷

তৃণমূল সূত্রে খবর, বেলিয়াবেড়ায় সভা করবেন দুপুর 12টা নাগাদ ৷ দলনেত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুরের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু । এরপর দুপুর দেড়টার সময় লালগড়ে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা হাঁসদা ও বিনপুরের প্রার্থী দেবনাথ হাঁসদা ।

সভামঞ্চে বড় করে প্রার্থীর ছবি ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে 'বাংলা নিজের মেয়েকেই চাই' লেখা হোডিং লাগানো হয়েছে । হুইলচেয়ারে মুখ্যমন্ত্রীর মঞ্চে ওঠার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে । সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থানকে । দুপুরে সভা হওয়ার কারণে দর্শকদের জন্য কাপড়ের ছাওনি দিয়ে তৈরি করা হয়েছে সেট । বেলিয়াবেড়ায় ও লালগড়ে সভা মঞ্চের সামনেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড ।

15 তারিখ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই সভা হওয়ার কথা ছিল । কিন্তু তা বাতিল হয়ে যায় । এদিন ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস মাঠে সভা করেন অমিত শাহ । হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির জন্য ঝাড়গ্রামের সভায় উপস্থিত থাকতে পারেননি অমিত শাহ । ঝাড়গ্রামের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি । এ বিষয়ে তৃণমূল কটাক্ষ করে বলেছিল সভায় লোক না হওয়ার কারণে অমিত শাহ ঝাড়গ্রামের সভায় আসেননি ।

আরও পড়ুন : কলকাতায় বসে চক্রান্ত করছেন, মেজিয়ার সভায় শাহকে একহাত মমতার

লালগড়ের মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন জে পি নাড্ডা । অভিযোগ নাড্ডার সভায় মাঠ ভরেনি সেদিন । মুখ্যমন্ত্রীর সভায় মাঠ ভরানো প্রসঙ্গে তৃণমূলের লালগড় ব্লক সভাপতি শ্যামল মাহাত বলেন , " মুখ্যমন্ত্রী এখানে সভা করতে আসছেন । প্রস্তুতি প্রায় শেষের মুখে । ঝাড়গ্রাম ও বিনপুরের প্রার্থীর সমর্থনে এই সভা । সভায় মানুষের ঢল উপচে পড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.