ETV Bharat / state

কোরোনা উপসর্গ, PPE কিট পরে অসুস্থকে হাসপাতালে পৌঁছালেন তৃণমূল নেতা

নিজের মোটর বাইকে ওই ব্যক্তিকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে দেন সত্যকাম পট্টনায়েক৷

TMC youth leader
তৃণমূল যুব নেতা
author img

By

Published : Aug 13, 2020, 9:53 PM IST

Updated : Aug 13, 2020, 10:15 PM IST

গোপীবল্লভপুর, 13 আগস্ট : অসুস্থ হয়ে বাড়িতে পড়ে ছিলেন এক ব্যক্তি । সেই খবর কানে আসতেই PPE কিট পরে তাঁকে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল যুবর এক নেতা ।

রাজ্যে ক্রমশ বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ সংক্রমণ থেকে বাঁচতে সকলেই স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্বের নিয়ম মানছেন ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় অমানবিক ঘটনা চোখে পড়ছে । চোখের সামনে অসুস্থ ব্যক্তি পড়ে থাকলেও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেউ। অসুস্থের কোরোনা হোক বা না হোক৷ প্রতিবেশী থেকে পরিজন- অচেনা ব্যবহার করছে !

অসুস্থকে হাসপাতালে পৌঁছালেন তৃণমূল নেতা৷

এমন চিত্রই দেখা গিয়েছিল গোপীবল্লভপুরের সিজুয়া গ্রামেও। গ্রামের 4 ব্যক্তি ভিনরাজ্য থেকে ফিরে জ্বরে পড়েন ৷ অসুস্থ অবস্থায় পড়েই ছিলেন । এঁদের মধ্যে 3 জন গতকাল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখান৷ কিন্তু, অমল বারিক নামে এক ব্যক্তির সে ক্ষমতাও ছিল না৷ পাড়া প্রতিবেশীও কোরোনা আতঙ্কে অসুস্থের সাহায্যে এগিয়ে আসেনি। সাহস করে সেই কাজ করলেন তৃণমূল যুবর নেতা৷ গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুবর সভাপতি সত্যকাম পট্টনায়েক আজ PPE কিট পরে নিজের মোটর বাইকে ওই ব্যক্তিকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে দেন । এরপরই ডাক্তার দেখাতে সক্ষম হন ওই ব্যক্তি৷

গোপীবল্লভপুর, 13 আগস্ট : অসুস্থ হয়ে বাড়িতে পড়ে ছিলেন এক ব্যক্তি । সেই খবর কানে আসতেই PPE কিট পরে তাঁকে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল যুবর এক নেতা ।

রাজ্যে ক্রমশ বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ সংক্রমণ থেকে বাঁচতে সকলেই স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্বের নিয়ম মানছেন ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় অমানবিক ঘটনা চোখে পড়ছে । চোখের সামনে অসুস্থ ব্যক্তি পড়ে থাকলেও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেউ। অসুস্থের কোরোনা হোক বা না হোক৷ প্রতিবেশী থেকে পরিজন- অচেনা ব্যবহার করছে !

অসুস্থকে হাসপাতালে পৌঁছালেন তৃণমূল নেতা৷

এমন চিত্রই দেখা গিয়েছিল গোপীবল্লভপুরের সিজুয়া গ্রামেও। গ্রামের 4 ব্যক্তি ভিনরাজ্য থেকে ফিরে জ্বরে পড়েন ৷ অসুস্থ অবস্থায় পড়েই ছিলেন । এঁদের মধ্যে 3 জন গতকাল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখান৷ কিন্তু, অমল বারিক নামে এক ব্যক্তির সে ক্ষমতাও ছিল না৷ পাড়া প্রতিবেশীও কোরোনা আতঙ্কে অসুস্থের সাহায্যে এগিয়ে আসেনি। সাহস করে সেই কাজ করলেন তৃণমূল যুবর নেতা৷ গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুবর সভাপতি সত্যকাম পট্টনায়েক আজ PPE কিট পরে নিজের মোটর বাইকে ওই ব্যক্তিকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে দেন । এরপরই ডাক্তার দেখাতে সক্ষম হন ওই ব্যক্তি৷

Last Updated : Aug 13, 2020, 10:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.