ETV Bharat / state

Two Brothers Drowned: ঝাড়গ্রামে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের - ডুবে মৃত্যু

জলে ঢুবে দুই ভাইয়ের মৃত্যু ৷ সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে গিয়েছে তাঁরা দু'জন (Two Brothers Drowned) ৷ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রামের জকুয়া গ্রামে ৷

Death of two brothers
জলে ডুবে মৃত্যু
author img

By

Published : Feb 4, 2023, 9:56 AM IST

সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

ঝাড়গ্রাম, 4 ফেব্রুয়ারি: সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার দুর্গাহুড়ি ইকো পার্কের একটি পুকুরে । মৃতরা হলেন সুব্রত জানা (20) ও তাঁর ভাই সৌমিত্র জানা (17)। দু'জনের বাড়ি সাঁকরাইল থানার জকুয়া গ্রামে । তাঁদের মধ্যে সুব্রত প্রথম বর্ষের ছাত্র ছিলেন । অপরদিকে সৌমিত্র এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছে । শুক্রবার সন্ধ্যায় মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এই দুর্ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জানা গিয়েছে, শুক্রবার বাড়িতেই ছিল দুই ভাই । সুব্রত বেলদা কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন । সৌমিত্রের এবার কুলটিকরি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল । সুব্রত, সৌমিত্রের পিসতুতো দাদা ভসরার বাসিন্দা দেবাঞ্জন মাইতি দিন কয়েক আগে জকুয়া গ্রামে এসেছিলেন বেড়াতে। শুক্রবার দুপুরে দেবাঞ্জনকে নিয়ে সুব্রত ও সৌমিত্র দুর্গাহুড়ি গিয়েছিলেন । পার্কে ঘুরে দু'ভাই সাঁতার কাটতে নেমেছিলেন জ‌লাশয়ে । সুব্রত সাঁতার কাটতে জানলেও, সৌমিত্র ভালো সাঁতার জানতেন না বলে জানা গিয়েছে (Two brothers drowned in pond ) ।

সূত্রের খবর, জলে নামার পর সৌমিত্র ধীরে ধীরে পুকুরে তলিয়ে যেতে শুরু করে । সেই সময় জলাশয়ের সামনে দাঁড়িয়েছিলেন সুব্রত । সৌমিত্রকে ডুবে যেতে দেখে উদ্ধার করতে জলাশয়ে নেমে পড়েন সুব্রত । ভাইকে বাঁচাতে গিয়ে এরপর দু'জনই ডুবে যান । পিসতুতো ভাই তাঁদের পুকুরে নামতে দেখেন । কিন্তু পরে তাঁদের খোঁজ না মেলায় দেবাঞ্জন পরিবারের লোকজনকে খবর দেন । স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা সাঁকরাইল থানায় ফোন করে বিষয়টি জানায় ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকার্য শুরু করে । প্রথমে পুকুরে জাল ফেলে দুই ভাইয়ের খোঁজ চালানো শুরু হয় । পরে ব্লক বিপর্যয় মোকাবিলার দু'জন ডুবুরি নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে । কিছুক্ষণ বাদে দু’জনের দেহ উদ্ধার হয় । দেহ দুটি দ্রুত ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মৃতদের কাকা চন্দন জানা বলেন, "তাঁরা দুই ভাই ও পিসতুতো দাদা গিয়েছিলেন দুর্গাহুড়ি ইকো পার্কে । দুই ভাই স্নান করতে নেমে তলিয়ে যান । দেবাঞ্জন পরিবারের সদস্যদের বিষয়টি জানায় । পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁদের ।"

আরও পড়ুন: স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল সাত বছরের বালক

সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

ঝাড়গ্রাম, 4 ফেব্রুয়ারি: সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার দুর্গাহুড়ি ইকো পার্কের একটি পুকুরে । মৃতরা হলেন সুব্রত জানা (20) ও তাঁর ভাই সৌমিত্র জানা (17)। দু'জনের বাড়ি সাঁকরাইল থানার জকুয়া গ্রামে । তাঁদের মধ্যে সুব্রত প্রথম বর্ষের ছাত্র ছিলেন । অপরদিকে সৌমিত্র এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছে । শুক্রবার সন্ধ্যায় মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এই দুর্ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

জানা গিয়েছে, শুক্রবার বাড়িতেই ছিল দুই ভাই । সুব্রত বেলদা কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন । সৌমিত্রের এবার কুলটিকরি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল । সুব্রত, সৌমিত্রের পিসতুতো দাদা ভসরার বাসিন্দা দেবাঞ্জন মাইতি দিন কয়েক আগে জকুয়া গ্রামে এসেছিলেন বেড়াতে। শুক্রবার দুপুরে দেবাঞ্জনকে নিয়ে সুব্রত ও সৌমিত্র দুর্গাহুড়ি গিয়েছিলেন । পার্কে ঘুরে দু'ভাই সাঁতার কাটতে নেমেছিলেন জ‌লাশয়ে । সুব্রত সাঁতার কাটতে জানলেও, সৌমিত্র ভালো সাঁতার জানতেন না বলে জানা গিয়েছে (Two brothers drowned in pond ) ।

সূত্রের খবর, জলে নামার পর সৌমিত্র ধীরে ধীরে পুকুরে তলিয়ে যেতে শুরু করে । সেই সময় জলাশয়ের সামনে দাঁড়িয়েছিলেন সুব্রত । সৌমিত্রকে ডুবে যেতে দেখে উদ্ধার করতে জলাশয়ে নেমে পড়েন সুব্রত । ভাইকে বাঁচাতে গিয়ে এরপর দু'জনই ডুবে যান । পিসতুতো ভাই তাঁদের পুকুরে নামতে দেখেন । কিন্তু পরে তাঁদের খোঁজ না মেলায় দেবাঞ্জন পরিবারের লোকজনকে খবর দেন । স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা সাঁকরাইল থানায় ফোন করে বিষয়টি জানায় ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকার্য শুরু করে । প্রথমে পুকুরে জাল ফেলে দুই ভাইয়ের খোঁজ চালানো শুরু হয় । পরে ব্লক বিপর্যয় মোকাবিলার দু'জন ডুবুরি নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে । কিছুক্ষণ বাদে দু’জনের দেহ উদ্ধার হয় । দেহ দুটি দ্রুত ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মৃতদের কাকা চন্দন জানা বলেন, "তাঁরা দুই ভাই ও পিসতুতো দাদা গিয়েছিলেন দুর্গাহুড়ি ইকো পার্কে । দুই ভাই স্নান করতে নেমে তলিয়ে যান । দেবাঞ্জন পরিবারের সদস্যদের বিষয়টি জানায় । পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁদের ।"

আরও পড়ুন: স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল সাত বছরের বালক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.