ETV Bharat / state

নেতাই দিবস পালনের প্রস্তুতি শুভেন্দুহীন তৃণমূলের - নেতাই দিবসের প্রস্ততি

প্রতিবছর নেতাই দিবসে শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । কিন্তু এবার শুভেন্দুবাবু দলবদলে বিজেপিতে । এরই মধ্যে নেতাই দিবস পালনের জন্য প্রস্তুতি কর্মসূচি করল তৃণমূল ।

সৌমেন মহাপাত্র
সৌমেন মহাপাত্র
author img

By

Published : Jan 3, 2021, 8:47 AM IST

নেতাই, 3 জানুয়ারি : নেতাই দিবস পালনের জন্য প্রস্তুতি কর্মসূচি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র । গতকালের প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত, লালগড় ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল মাহাত-সহ নেতাই গ্রামের এবং লালগড় ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব ।

7 জানুয়ারি নেতাই দিবস । প্রতিবছর ওই দিন সকালে নেতাইয়ের শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন । দিনকয়েক আগে বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠকের জন্য ঝাড়গ্রাম এসেছিলেন শুভেন্দু অধিকারী । সেদিন তিনি বলেছিলেন, নেতাই গ্রামের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত । প্রতিবছরের মতো এই বছরেও 7 জানুয়ারি নেতাইয়ের শহিদবেদিতে মাল্যদান করবেন তিনি । সেই জন্য প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিজেপি কর্মীদের ।

এরই মধ্যে নেতাই দিবস পালনের জন্য গতকাল প্রস্তুতি কর্মসূচি করলেন সৌমেন মহাপাত্র । যদিও নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি দ্বারকানাথ পন্ডা পরিষ্কার জানিয়ে ছিলেন, "শুভেন্দু অধিকারী কী রঙ করবেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । শুভেন্দুবাবু নেতাই গ্রামের শুভাকাঙ্ক্ষী । তাই নেতাই গ্রামের মানুষ সর্বদা শুভেন্দুবাবুর পাশেই থাকবে ।"

নেতাই দিবস পালনের জন্য প্রস্তুতি কর্মসূচিতে সৌমেন মহাপাত্র

আরও পড়ুন : তৃণমূল বাড়ি বাড়ি ভোটিং মেশিন দেখানোর লোক পাবে না : শুভেন্দু

এদিকে কুড়মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে 7 জানুয়ারি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় বনধের ডাক দেওয়া হয়েছে । জঙ্গলমহলের এই চার জেলায় ভালোই প্রভাব রয়েছে কুড়মি সমন্বয় মঞ্চের । নেতাই দিবসের দিন কুড়মিদের বনধ জঙ্গলমহলের রাজনীতিতে বিশেষ গুরুত্ব রাখবে বলেই মনে করছেন অনেকে ।

গতকাল নেতাই দিবসের প্রস্তুতি কর্মসূচির বৈঠক শেষে সৌমেন মহাপাত্র নাম না করে শুভেন্দু অধিকারীকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন । বলেন, "দেবতা বর দিলেন। মহিষাসুর তৈরি হল। মহিষাসুর এবার বলছেন আমি দেবতার মাথায় আঘাত করে প্রমাণ করি সত্যিই বরটা সফলতা পায় কিনা । আমরা যে এত নেতা, এত কথা বলছি । আমার পেছন দিক থেকে ঘাসফুলটা সরিয়ে নিন । মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে নিন । তাহলে আমার সভা যাঁরা এতক্ষণ শুনছেন, তাঁরা কেউ থাকবেন না ।"

নেতাই, 3 জানুয়ারি : নেতাই দিবস পালনের জন্য প্রস্তুতি কর্মসূচি করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র । গতকালের প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত, লালগড় ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল মাহাত-সহ নেতাই গ্রামের এবং লালগড় ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব ।

7 জানুয়ারি নেতাই দিবস । প্রতিবছর ওই দিন সকালে নেতাইয়ের শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন । দিনকয়েক আগে বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠকের জন্য ঝাড়গ্রাম এসেছিলেন শুভেন্দু অধিকারী । সেদিন তিনি বলেছিলেন, নেতাই গ্রামের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত । প্রতিবছরের মতো এই বছরেও 7 জানুয়ারি নেতাইয়ের শহিদবেদিতে মাল্যদান করবেন তিনি । সেই জন্য প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিজেপি কর্মীদের ।

এরই মধ্যে নেতাই দিবস পালনের জন্য গতকাল প্রস্তুতি কর্মসূচি করলেন সৌমেন মহাপাত্র । যদিও নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি দ্বারকানাথ পন্ডা পরিষ্কার জানিয়ে ছিলেন, "শুভেন্দু অধিকারী কী রঙ করবেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । শুভেন্দুবাবু নেতাই গ্রামের শুভাকাঙ্ক্ষী । তাই নেতাই গ্রামের মানুষ সর্বদা শুভেন্দুবাবুর পাশেই থাকবে ।"

নেতাই দিবস পালনের জন্য প্রস্তুতি কর্মসূচিতে সৌমেন মহাপাত্র

আরও পড়ুন : তৃণমূল বাড়ি বাড়ি ভোটিং মেশিন দেখানোর লোক পাবে না : শুভেন্দু

এদিকে কুড়মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে 7 জানুয়ারি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় বনধের ডাক দেওয়া হয়েছে । জঙ্গলমহলের এই চার জেলায় ভালোই প্রভাব রয়েছে কুড়মি সমন্বয় মঞ্চের । নেতাই দিবসের দিন কুড়মিদের বনধ জঙ্গলমহলের রাজনীতিতে বিশেষ গুরুত্ব রাখবে বলেই মনে করছেন অনেকে ।

গতকাল নেতাই দিবসের প্রস্তুতি কর্মসূচির বৈঠক শেষে সৌমেন মহাপাত্র নাম না করে শুভেন্দু অধিকারীকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন । বলেন, "দেবতা বর দিলেন। মহিষাসুর তৈরি হল। মহিষাসুর এবার বলছেন আমি দেবতার মাথায় আঘাত করে প্রমাণ করি সত্যিই বরটা সফলতা পায় কিনা । আমরা যে এত নেতা, এত কথা বলছি । আমার পেছন দিক থেকে ঘাসফুলটা সরিয়ে নিন । মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে নিন । তাহলে আমার সভা যাঁরা এতক্ষণ শুনছেন, তাঁরা কেউ থাকবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.