ETV Bharat / state

প্রশাসনকে বুড়ো আঙুল, ঝাড়গ্রাম বাজারে মাস্কহীন মানুষের ভিড় - jhargram vegetable market

সংক্রমণ রুখতে জেলা প্রশাসন জারি করেছে কড়া নির্দেশিকা ৷ কিন্তু কে শোনে কার কথা ৷ প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে মাস্ক না পড়েই ঝাড়গ্রাম বাজারে চলছে কেনা-বেচা ৷

ঝাড়গ্রাম বাজারে
ঝাড়গ্রাম বাজার
author img

By

Published : Jul 18, 2021, 3:15 PM IST

ঝাড়গ্রাম, 18 জুলাই : করোনা সংক্রমণের উপর লাগাম টানতে ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে । বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ মাস্ক খুললেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও নির্দেশিকায় বলা রয়েছে ৷

এরপরেও কোনও হেলদোল নেই ঝাড়গ্রামবাসীর ৷ রবিবার সকালে দেখা গেল শহরের সবজি বাজারে উপচে পড়ছে ভিড় ৷ মাস্ক ছাড়াই দিব্যি বাজারে এসেছেন ক্রেতারা ৷ দোকানদারদের মুখেও মাস্কের লেশমাত্র চোখে পড়ল না ৷ অনেকের কাছে মাস্ক থাকলেও তা হয় গলায় নেমে এসেছে, কারও বা থুতনিতে ৷ অনেকেই অবশ্য এর জন্য পুলিশি নজরদারির অভাবকেই দায়ী করছেন ।

রাজ্যে রাত ন'টা পর্যন্ত দোকান খুলে রাখার নির্দেশিকা জারি হয়েছে । সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম জেলা প্রশাসন সন্ধ্যা ছ'টা পর্যন্ত দোকান খুলে রাখার নির্দেশ দিয়েছে । এছাড়াও সংক্রমিত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে আলাদা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর ।

প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে মাস্ক না পড়েই ঝাড়গ্রাম বাজারে চলছে কেনা-বেচা

আরও পড়ুন : করোনা সংক্রমণ রুখতে দু'দিনের কড়া লকডাউন ঝাড়গ্রামে

জেলাশাসকের নির্দেশে প্রতি সপ্তাহে একদিন বা দু'দিন ঝাড়গ্রাম শহরে থাকছে পূর্ণ লকডাউন । কিন্তু ঝাড়গ্রাম শহরের সবজি বাজারের মাস্কহীন চিত্র বুঝিয়ে দিচ্ছে প্রশাসনের কড়া নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন শহরবাসী ৷ যেন সংক্রমণ রোখার সব দায় একা প্রশাসনের ৷

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 833 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 10 হাজার 323 জন । মৃত্যু হয়েছে 25 জনের । জেলায় সেফ হোম ও করোনা হাসপাতাল মিলিয়ে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 463 জন ।

ঝাড়গ্রাম, 18 জুলাই : করোনা সংক্রমণের উপর লাগাম টানতে ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে । বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ৷ মাস্ক খুললেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও নির্দেশিকায় বলা রয়েছে ৷

এরপরেও কোনও হেলদোল নেই ঝাড়গ্রামবাসীর ৷ রবিবার সকালে দেখা গেল শহরের সবজি বাজারে উপচে পড়ছে ভিড় ৷ মাস্ক ছাড়াই দিব্যি বাজারে এসেছেন ক্রেতারা ৷ দোকানদারদের মুখেও মাস্কের লেশমাত্র চোখে পড়ল না ৷ অনেকের কাছে মাস্ক থাকলেও তা হয় গলায় নেমে এসেছে, কারও বা থুতনিতে ৷ অনেকেই অবশ্য এর জন্য পুলিশি নজরদারির অভাবকেই দায়ী করছেন ।

রাজ্যে রাত ন'টা পর্যন্ত দোকান খুলে রাখার নির্দেশিকা জারি হয়েছে । সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম জেলা প্রশাসন সন্ধ্যা ছ'টা পর্যন্ত দোকান খুলে রাখার নির্দেশ দিয়েছে । এছাড়াও সংক্রমিত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে আলাদা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর ।

প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে মাস্ক না পড়েই ঝাড়গ্রাম বাজারে চলছে কেনা-বেচা

আরও পড়ুন : করোনা সংক্রমণ রুখতে দু'দিনের কড়া লকডাউন ঝাড়গ্রামে

জেলাশাসকের নির্দেশে প্রতি সপ্তাহে একদিন বা দু'দিন ঝাড়গ্রাম শহরে থাকছে পূর্ণ লকডাউন । কিন্তু ঝাড়গ্রাম শহরের সবজি বাজারের মাস্কহীন চিত্র বুঝিয়ে দিচ্ছে প্রশাসনের কড়া নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন শহরবাসী ৷ যেন সংক্রমণ রোখার সব দায় একা প্রশাসনের ৷

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 833 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 10 হাজার 323 জন । মৃত্যু হয়েছে 25 জনের । জেলায় সেফ হোম ও করোনা হাসপাতাল মিলিয়ে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 463 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.