ETV Bharat / state

মাওবাদীরা আত্মসমর্পণ করুক, আর্জি IG-র - crpf jawan

"আমি মাওবাদীদের কাছে আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে শান্তিতে বসবাস করুক।" বললেন রাজ্য পুলিশের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র।

মাওবাদীরা আত্মসমর্পণ করুক, আর্জি IG-র
author img

By

Published : Feb 16, 2019, 6:56 PM IST

শিলদা(ঝাড়গ্রাম), ১৬ ফেব্রুয়ারি : "আমি মাওবাদীদের কাছে আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে শান্তিতে বসবাস করুক।" শিলদার EFR ক্যাম্প হামলার নবম বর্ষে শহিদ স্মরণে আজ একথা বললেন রাজ্য পুলিশের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। শহিদ স্মরণে EFR ক্যাম্পে একটি অনুষ্ঠানে রাজীব মিশ্র ছাড়াও আজ উপস্থিত ছিলেন DIG (মেদিনীপুর রেঞ্জ) ডি পি সিং, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিং-সহ জেলা পুলিশ ও CRPF-এর উচ্চপদস্থ আধিকারিকরা। ২০১০ সালে শিলদার EFR ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। শহিদ হন ২৪জন জওয়ান। তাঁদের স্মৃতিতে অস্থায়ী বেদিতে মাল্যদানের পাশাপাশি ২৪টি গাছে জল দেন রাজীব মিশ্র।

শহিদদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব মিশ্র বলেন, "আজ শিলদার এই পবিত্রভূমিতে একত্রিত হয়েছি EFR জওয়ানদের শ্রদ্ধা জানাতে। আজ থেকে ন'বছর আগে ২০১০ সালে মাওবাদীরা এই শিলদা ক্যাম্পে হামলা চালিয়েছিল। তাতে আমাদের ২৪ জন জওয়ান শহিদ হয়েছিলেন। জওয়ানরাও খতম করেছিল পাঁচ মাওবাদীকে। CID এই কেসে চার্জশিট পেশ করেছে। যে সমস্ত মাওবাদীরা এই কেসে যুক্ত ছিল তারা আত্মসমর্পণও করেছে। সবচেয়ে গৌরবের কথা জঙ্গলমহল ও শিলদার জনগণ হিংসা, রক্তপাত বন্ধ করে পুলিশের সাহায্যে এই পবিত্রভূমিতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ এবং পুনর্বাসনের নতুন নীতি নিয়েছেন। যেজন্য মাওবাদীরা হিংসা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। আমি আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে-শান্তিতে বসবাস করুক।"

undefined

শিলদা(ঝাড়গ্রাম), ১৬ ফেব্রুয়ারি : "আমি মাওবাদীদের কাছে আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে শান্তিতে বসবাস করুক।" শিলদার EFR ক্যাম্প হামলার নবম বর্ষে শহিদ স্মরণে আজ একথা বললেন রাজ্য পুলিশের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। শহিদ স্মরণে EFR ক্যাম্পে একটি অনুষ্ঠানে রাজীব মিশ্র ছাড়াও আজ উপস্থিত ছিলেন DIG (মেদিনীপুর রেঞ্জ) ডি পি সিং, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিং-সহ জেলা পুলিশ ও CRPF-এর উচ্চপদস্থ আধিকারিকরা। ২০১০ সালে শিলদার EFR ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। শহিদ হন ২৪জন জওয়ান। তাঁদের স্মৃতিতে অস্থায়ী বেদিতে মাল্যদানের পাশাপাশি ২৪টি গাছে জল দেন রাজীব মিশ্র।

শহিদদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব মিশ্র বলেন, "আজ শিলদার এই পবিত্রভূমিতে একত্রিত হয়েছি EFR জওয়ানদের শ্রদ্ধা জানাতে। আজ থেকে ন'বছর আগে ২০১০ সালে মাওবাদীরা এই শিলদা ক্যাম্পে হামলা চালিয়েছিল। তাতে আমাদের ২৪ জন জওয়ান শহিদ হয়েছিলেন। জওয়ানরাও খতম করেছিল পাঁচ মাওবাদীকে। CID এই কেসে চার্জশিট পেশ করেছে। যে সমস্ত মাওবাদীরা এই কেসে যুক্ত ছিল তারা আত্মসমর্পণও করেছে। সবচেয়ে গৌরবের কথা জঙ্গলমহল ও শিলদার জনগণ হিংসা, রক্তপাত বন্ধ করে পুলিশের সাহায্যে এই পবিত্রভূমিতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ এবং পুনর্বাসনের নতুন নীতি নিয়েছেন। যেজন্য মাওবাদীরা হিংসা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। আমি আবেদন করছি যারা এখনও আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করে সমাজে সুখে-শান্তিতে বসবাস করুক।"

undefined
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Shenzhen City, Guangdong Province, south China - Feb 12, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Flower store owner Wang Lizhen talking to buyers
2. Advertising plague with owner's contact, discount information
3. Various of Wang looking after pots of succulent plants
4. SOUNDBITE (Chinese) Wang Lizhen, flower store owner (partially overlaid with shot 5):
"A friend asked whether I was worried about theft. In fact, I'm not worried at all because I believe citizens in Shenzhen city have good morals."
++SHOT OVERLAYING SOUNDBITE++
5. Plague reading "Trust is the best virtue"
++SHOT OVERLAYING SOUNDBITE++
6. Various of Wang telling consumers how to look after succulent plants
7. Pots of succulent plants
8. SOUNDBITE (Chinese) Wang Lizhen, flower store owner (partially overlaid with shot 9):
"I prepared a gift for every consumer as a reward for their support. I'm glad to see that as this act represents an individual's good manners and a city's overall morality."
++SHOT OVERLAYING SOUNDBITE++
9. Plague reading "Trust is the best virtue"
++SHOT OVERLAYING SOUNDBITE++
10. Various of Wang looking after succulent plants
11. Various of pots of succulent plants, flowers
An owner left her flower store open without any salesman in it in Shenzhen City of Guangdong Province during the Spring Festival holiday but experienced a good business via mobile payment without any theft.
Wang Lizhen closed her flower shop during the week-long holiday that ended on Feb. 10 and left several hundred pots of flowers outdoors for consumers to select with each having a price tag. Consumers can enjoy a 8.8-percent discount and pay via a money-receiving QR code.
"A friend asked whether I was worried about theft. In fact, I'm not worried at all because I believe citizens in Shenzhen city have good morals," said Wang.
The owner received 33 payments, about 1,400 yuan from Feb 3-9. When she came back from the holiday trip, she found there was no theft. She made 50 types of gifts to reward the buyers. She said if the practice works, she will have two days off at the weekends and give more discounts to consumers.
"I prepared a gift for every consumer as a rewarding for their support. I'm glad to see that as this act represents an individual's good manners and a city's morality," said Wang.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.