ETV Bharat / state

Subhendu Mahato: দৃষ্টিহীন তবু যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, শুভেন্দুর ছটায় আলোকিত জঙ্গলমহল - Blind T20 WC

আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হতে চলা অন্ধদের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি দরিদ্র পরিবারের এই ছেলে (Subhendu Mahato from Jhargram is ready to part at Blind T20 WC) ৷ তাই শুভেন্দুর ছটায় এখন জঙ্গলমহলে আশার আলো ৷

Subhendu Mahato
দৃষ্টিহীন তবু যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, শুভেন্দুর ছটায় আলোকিত জঙ্গলমহল
author img

By

Published : Oct 26, 2022, 11:13 PM IST

ঝাড়গ্রাম, 26 অক্টোবর: ছেলেবেলা থেকেই চোখের সমস্যা ৷ দৃষ্টিশক্তি যেটুকু ছিল, 2005 এক পথ দুর্ঘটনায় পুরোপুরি তা হারিয়ে ফেলেন জঙ্গলমহলের শুভেন্দু মাহাতো ৷ কিন্তু ভাগ্যের পরিহাসকে নিজের দুর্বলতা বা অক্ষমতা ভেবে পিছিয়ে আসার পাত্র নন তিনি ৷ আর সে কারণেই গ্র্যাজুয়েশন সেরে বিএড পঠনরত শুভেন্দু ৷ কিন্তু চমকের শেষ এখানেই নয় ৷ আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হতে চলা অন্ধদের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি দরিদ্র পরিবারের এই ছেলে (Subhendu Mahato from Jhargram is ready to part at Blind T20 WC) ৷ তাই শুভেন্দুর ছটায় এখন জঙ্গলমহলে আশার আলো ৷

তাঁকে ঘিরে জঙ্গলমহলবাসীর যে প্রত্যাশার পারদ চড়েছে, তাতে সিলমোহর দিতে বদ্ধপরিকর শুভেন্দুও ৷ দৃষ্টিহীনতা তাঁর জীবনে কখনও আত্মবিশ্বাসের ঘাটতির কারণ হয়নি ৷ তাই বিরাট-রোহিতদের মতোই জঙ্গলমহলের শুভেন্দু এখন টি-20 বিশ্বকাপ ট্রফিজয়ের নেশায় বুঁদ ৷ দেখতে পান না, তাই কেবল কান খোলা রেখে শব্দ অনুধাবন করেই ব্যাটে চার-ছয়ের বোল তোলেন তিনি ৷

দৃষ্টিহীন তবু যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, শুভেন্দুর ছটায় আলোকিত জঙ্গলমহল

2014 মাধ্যমিক পাশের রাজ্যব্যাপী অন্ধ স্কুলের ছাত্রদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ক্রিকেট টুর্নামেন্টে ভালো খেলে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড অফ বেঙ্গল-এর নজরে আসে শুভেন্দু, তারপর থেকেই বাংলা দলের সদস্য শুভেন্দু । বাংলার হয়ে তিনি অসংখ্য খেলা খেলেছে । সেখান থেকেই জাতীয় দলের দরবার ৷

আরও পড়ুন: Dutch Skipper on Kohli: 'কোহলি যেন পাক ম্যাচের পুনরাবৃত্তি না করেন', আতঙ্কে ডাচ অধিনায়ক

6 ডিসেম্বর নেপালের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্য়াচ ফরিদাবাদে ৷ শুভেন্দুর পরিবারের সঙ্গে সমগ্র বাংলা এখন সাফল্যপ্রার্থী শুভেন্দুর জন্য ৷ শুভেন্দুর মা দিপালী মাহাতো বলেন,"অভাবের মধ্যে শুভেন্দুকে কিছুই দিতে পারেনি। ভালো ব্যাট-বল কিনে দিতে পারিনি। কিন্তু আজ আমার ছেলে দেশের হয়ে খেলছে, ভীষণ গর্ব হচ্ছে। "

ঝাড়গ্রাম, 26 অক্টোবর: ছেলেবেলা থেকেই চোখের সমস্যা ৷ দৃষ্টিশক্তি যেটুকু ছিল, 2005 এক পথ দুর্ঘটনায় পুরোপুরি তা হারিয়ে ফেলেন জঙ্গলমহলের শুভেন্দু মাহাতো ৷ কিন্তু ভাগ্যের পরিহাসকে নিজের দুর্বলতা বা অক্ষমতা ভেবে পিছিয়ে আসার পাত্র নন তিনি ৷ আর সে কারণেই গ্র্যাজুয়েশন সেরে বিএড পঠনরত শুভেন্দু ৷ কিন্তু চমকের শেষ এখানেই নয় ৷ আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হতে চলা অন্ধদের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি দরিদ্র পরিবারের এই ছেলে (Subhendu Mahato from Jhargram is ready to part at Blind T20 WC) ৷ তাই শুভেন্দুর ছটায় এখন জঙ্গলমহলে আশার আলো ৷

তাঁকে ঘিরে জঙ্গলমহলবাসীর যে প্রত্যাশার পারদ চড়েছে, তাতে সিলমোহর দিতে বদ্ধপরিকর শুভেন্দুও ৷ দৃষ্টিহীনতা তাঁর জীবনে কখনও আত্মবিশ্বাসের ঘাটতির কারণ হয়নি ৷ তাই বিরাট-রোহিতদের মতোই জঙ্গলমহলের শুভেন্দু এখন টি-20 বিশ্বকাপ ট্রফিজয়ের নেশায় বুঁদ ৷ দেখতে পান না, তাই কেবল কান খোলা রেখে শব্দ অনুধাবন করেই ব্যাটে চার-ছয়ের বোল তোলেন তিনি ৷

দৃষ্টিহীন তবু যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, শুভেন্দুর ছটায় আলোকিত জঙ্গলমহল

2014 মাধ্যমিক পাশের রাজ্যব্যাপী অন্ধ স্কুলের ছাত্রদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ক্রিকেট টুর্নামেন্টে ভালো খেলে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড অফ বেঙ্গল-এর নজরে আসে শুভেন্দু, তারপর থেকেই বাংলা দলের সদস্য শুভেন্দু । বাংলার হয়ে তিনি অসংখ্য খেলা খেলেছে । সেখান থেকেই জাতীয় দলের দরবার ৷

আরও পড়ুন: Dutch Skipper on Kohli: 'কোহলি যেন পাক ম্যাচের পুনরাবৃত্তি না করেন', আতঙ্কে ডাচ অধিনায়ক

6 ডিসেম্বর নেপালের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্য়াচ ফরিদাবাদে ৷ শুভেন্দুর পরিবারের সঙ্গে সমগ্র বাংলা এখন সাফল্যপ্রার্থী শুভেন্দুর জন্য ৷ শুভেন্দুর মা দিপালী মাহাতো বলেন,"অভাবের মধ্যে শুভেন্দুকে কিছুই দিতে পারেনি। ভালো ব্যাট-বল কিনে দিতে পারিনি। কিন্তু আজ আমার ছেলে দেশের হয়ে খেলছে, ভীষণ গর্ব হচ্ছে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.