ঝাড়গ্রাম, 21 মার্চ: হাতির হানায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ঝাড়গ্রাম ৷ 36 ঘণ্টার মধ্যে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে 3 জনের ৷ এই সমস্যায় নাজেহাল জেলাবাসী ৷ সোমবার রাত্র 8টার সময় কাজ থেকে বাড়ির ফিরছিলেন রাজমিস্ত্রি সুজিত মাহাতো ৷ সেই সময় হাতির হানায় মৃত্যু হয় তাঁর (34) ৷ খড়গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জের চুনপাড়া এলাকায় গুপ্তমণি-কুলটিকরী পিচ রাস্তার উপর ঘটনাটি ঘটে (Death due to Elephant Attack in Jhargram) ।
এই রেশ কাটতে না-কাটতেই রাত 10টার সময় নমিতা মাহাতো (65) নামের এক প্রৌঢ়াকে শুঁড়ে তুলে আছড়ে মারে হাতির দল ৷ ঝাড়গ্রাম বন বিভাগের মানিকপাড়া রেঞ্জের বালিয়া গ্রামে খাবারের সন্ধানে 6টি হাতির একটি দল হানা দেয় ৷ খাবারের খোঁজে একের পর এক মাটির বাড়ি ভাঙতে শুরু করে তারা । নমিতাদেবীর বাড়িতে হাতি হানা দিলে তিনি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন ৷ সেই সময় বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা একটি হাতি তাঁকে ধরে ফেলে এবং আছাড় মারে ৷ ঘটনাস্থলে মারা যান প্রৌঢ়া ৷
এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বালিয়া গ্রামে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা ৷ বালিয়া গ্রামে তাণ্ডব চালানোর পর হাতির দলটি 6 নম্বর জাতীয় সড়কের কাছে বেলতলা বাসস্ট্যান্ডের কাছে আসে ৷ সেখানে বেশ কয়েকটি মুদির দোকানের দরজা ভেঙে ভিতরে থাকা জিনিসপত্র সাবাড় করে দেয় হাতিরা ৷ এ প্রসঙ্গে ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ বলেন, "হাতির হানায় বালিয়া গ্রামে 65 বছরের নমিতা মাহাতো নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আজই ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷" এদিকে, খড়্গপুর বন বিভাগের ডিএফও শিবানান্দ রাম উনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷
খড়গপুর বন বিভাগের নয়াগ্রাম রেঞ্জের পাঁচকাহানিয়া বিটের বড়নেগুই গ্রামে রবিবার সকাল 11 টার সময় গ্রাম সংলগ্ন জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় দয়মন্তী মাহাতো (33) নামের এক গৃহবধূর ৷ গতকাল মৃত বধূর দেহের ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ৷ 36 ঘণ্টার মধ্যে হাতির হানায় 3 জনের মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ঝাড়গ্রাম বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন অর্থাৎ মঙ্গলবার ঝাড়গ্রাম বন বিভাগের এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে মোট 14টি হাতি ঘুরে বেড়াচ্ছে ৷ এছাড়া ঝাড়গ্রাম জেলার মধ্যে খড়গপুর বন বিভাগ এবং মেদিনীপুর বন বিভাগের মধ্যেও বেশ কয়েকটি হাতির দল বিভিন্ন দলে ভাগ হয়ে রয়েছে ।
আরও পড়ুন: হাতির হানায় ত্রস্ত ঝাড়খণ্ডের একাধিক জেলা, 12 দিনে প্রাণ গেল 16 জনের