ETV Bharat / state

Storm in Jhargram: প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, ক্ষতিগ্রস্থ 500 বিঘার জমি

author img

By

Published : Apr 28, 2023, 9:55 AM IST

হঠাৎ ঝড়-বৃষ্টির তাণ্ডবে বেশ কয়েকটি বাড়ির ছাউনি উড়ে গেল ৷ কোথাও কোথাও বাড়ির উপর গাছও ভেঙে পড়েছে ৷ তাতে গুঁড়িয়ে গিয়েছে বাড়ির বেশ কিছুটা অংশ ৷ ঝাড়গ্রাম বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়েছে চাষেরও ৷

Jhargram
ঝাড়গ্রামে ঝড়ে ক্ষতি

ঝাড়গ্রাম, 28 এপ্রিল: ঝড়-বৃষ্টির তাণ্ডবে উড়ে গেল বহু বাড়ির ছাউনি ৷ একটি সূত্রের দাবি, কমপক্ষে 15-16টি বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে । এর সঙ্গে বড় বড় গাছ উলটে পড়েছে ৷ প্রায় 500 বিঘার জমির ফসলে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ছানাপাড়া গ্রামের ৷ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হয় জেলাজুড়ে ।

এর মধ্যে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যায় সরডিহা গ্রামপঞ্চায়েতের গড়মুহানা, লালবাঘ, দুর্গাপুর এবং মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের ছানাপাড়া গ্রামের উপর দিয়ে ৷ এর জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরো এলাকা ৷ বিকেল 4টে নাগাদ বৃষ্টি আরম্ভ হয় ৷ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে ৷

কালবৈশাখী ঝড়ের মতো হাওয়ার দাপটে বহু মাটির বাড়ির অ্যাসবেসটসের চাল বাড়ি থেকে উপড়ে প্রায় 150-200 মিটার দূরে গিয়ে পড়ে ৷ কোথাও আবার বড় গাছ ভেঙে তাতে চাপা পড়ে বাড়ির একাংশ গুঁড়িয়ে গিয়েছে ৷ ধান এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হওয়ার কারণে ।

গ্রামবাসীদের দাবি, প্রায় 500 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে ৷ ছানাপাড়া গ্রামেই থাকেন দীপক মাহাতো, বীরেন মাহাতো, কালিপদ মাহাতো, লক্ষণ সরেন, বিশ্বনাথ হেমব্রম, তাপস রায় ৷ তাঁরা বলেন, "বিকেল 4টের সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ৷ তার কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড়ের মতো ঝোড়ো হাওয়া বইতে শুরু করে ৷ এর সঙ্গে শিলাবৃষ্টি আরম্ভ হয় ৷ বাড়ির চাল তুলে অনেক দূরে ফেলে দিয়েছে ৷ সব বাড়িতেই বৃষ্টির জল ঢুকে গিয়েছে ৷ আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি ৷ প্রশাসনের সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি ৷"

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মহাশিস মাহাতো ৷ সব বিষয় খতিয়ে দেখেন তিনি এবং প্রশাসনের উপরমহলে বিষয়টি জানান ৷ এদিন মহাশিস জানান, প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ের জন্য ছানাপাড়া গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে ৷ 15টিরও বেশি বাড়ির চালা উড়ে গিয়েছে ৷ 500 বিঘারও বেশি জমির ফসল নষ্ট হয়েছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ৷ তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন: বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, একটু কমবে গরমের জ্বালা

ঝাড়গ্রাম, 28 এপ্রিল: ঝড়-বৃষ্টির তাণ্ডবে উড়ে গেল বহু বাড়ির ছাউনি ৷ একটি সূত্রের দাবি, কমপক্ষে 15-16টি বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে । এর সঙ্গে বড় বড় গাছ উলটে পড়েছে ৷ প্রায় 500 বিঘার জমির ফসলে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ছানাপাড়া গ্রামের ৷ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হয় জেলাজুড়ে ।

এর মধ্যে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যায় সরডিহা গ্রামপঞ্চায়েতের গড়মুহানা, লালবাঘ, দুর্গাপুর এবং মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের ছানাপাড়া গ্রামের উপর দিয়ে ৷ এর জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরো এলাকা ৷ বিকেল 4টে নাগাদ বৃষ্টি আরম্ভ হয় ৷ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে ৷

কালবৈশাখী ঝড়ের মতো হাওয়ার দাপটে বহু মাটির বাড়ির অ্যাসবেসটসের চাল বাড়ি থেকে উপড়ে প্রায় 150-200 মিটার দূরে গিয়ে পড়ে ৷ কোথাও আবার বড় গাছ ভেঙে তাতে চাপা পড়ে বাড়ির একাংশ গুঁড়িয়ে গিয়েছে ৷ ধান এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হওয়ার কারণে ।

গ্রামবাসীদের দাবি, প্রায় 500 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে ৷ ছানাপাড়া গ্রামেই থাকেন দীপক মাহাতো, বীরেন মাহাতো, কালিপদ মাহাতো, লক্ষণ সরেন, বিশ্বনাথ হেমব্রম, তাপস রায় ৷ তাঁরা বলেন, "বিকেল 4টের সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ৷ তার কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড়ের মতো ঝোড়ো হাওয়া বইতে শুরু করে ৷ এর সঙ্গে শিলাবৃষ্টি আরম্ভ হয় ৷ বাড়ির চাল তুলে অনেক দূরে ফেলে দিয়েছে ৷ সব বাড়িতেই বৃষ্টির জল ঢুকে গিয়েছে ৷ আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি ৷ প্রশাসনের সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি ৷"

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের উপপ্রধান মহাশিস মাহাতো ৷ সব বিষয় খতিয়ে দেখেন তিনি এবং প্রশাসনের উপরমহলে বিষয়টি জানান ৷ এদিন মহাশিস জানান, প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ের জন্য ছানাপাড়া গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে ৷ 15টিরও বেশি বাড়ির চালা উড়ে গিয়েছে ৷ 500 বিঘারও বেশি জমির ফসল নষ্ট হয়েছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ৷ তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে ৷

আরও পড়ুন: বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, একটু কমবে গরমের জ্বালা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.