ETV Bharat / state

''স্বাধীনতা দিবস কালা দিবস'' মাও পোস্টার বেলপাহাড়িতে

author img

By

Published : Aug 15, 2020, 9:00 PM IST

স্বাধীনতা দিবসের দিন মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার বেলপাহাড়ির পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে । শনিবার বেলপাহাড়ি ব্লকের ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতে ঝাড়গ্রাম পুরুলিয়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর বাঁকশোল, শালতল গ্রাম সহ বিভিন্ন গ্রামে CPI (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় ।

মাও পোস্টার
মাও পোস্টার

ঝাড়গ্রাম, 15 অগাস্ট : 74 তম স্বাধীনতা দিবসের সকালে মাওবাদীদের পোস্টার উদ্ধার ঝাড়গ্রামে । সাদা কাগজের উপর লাল কালিতে 15 অগাস্টকে কালা দিবস হিসেবে পালনের আরজি জানানো হয় সেই পোস্টারে ।

আজ সকালে বেলপাহাড়ি ব্লকের ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতে ঝাড়গ্রাম-পুরুলিয়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে অবস্থিত বাঁকশোল, শালতল-সহ বিভিন্ন গ্রামে CPI (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলপাহাড়ি থানার পুলিশ ৷ তারা পোস্টারগুলি উদ্ধার করে । কে বা কারা পোস্টার লাগিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ৷

উল্লেখ্য, একসময় জঙ্গলমহলের মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মাওবাদীদের রমরমা ছিল।তখন দিনে-দুপুরে মাওবাদীদের আনাগোনা ছিল এই জঙ্গলমহলে ৷ মাওবাদী দমনে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করে ৷ মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও ৷ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের দায়িত্ব দেওয়া হয় দাপুটে IPS অফিসার ভারতী ঘোষকে ।

এরপর থেকে জঙ্গলমহলে দাপট কমতে থাকে মাওবাদীদের ৷ মৃত্যু হয় মাও নেতা কিষেণজির । তারপর থেকেই শান্ত জঙ্গলমহল ৷ কিন্তু, ফের পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ঝাড়গ্রাম, 15 অগাস্ট : 74 তম স্বাধীনতা দিবসের সকালে মাওবাদীদের পোস্টার উদ্ধার ঝাড়গ্রামে । সাদা কাগজের উপর লাল কালিতে 15 অগাস্টকে কালা দিবস হিসেবে পালনের আরজি জানানো হয় সেই পোস্টারে ।

আজ সকালে বেলপাহাড়ি ব্লকের ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতে ঝাড়গ্রাম-পুরুলিয়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে অবস্থিত বাঁকশোল, শালতল-সহ বিভিন্ন গ্রামে CPI (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলপাহাড়ি থানার পুলিশ ৷ তারা পোস্টারগুলি উদ্ধার করে । কে বা কারা পোস্টার লাগিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ৷

উল্লেখ্য, একসময় জঙ্গলমহলের মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মাওবাদীদের রমরমা ছিল।তখন দিনে-দুপুরে মাওবাদীদের আনাগোনা ছিল এই জঙ্গলমহলে ৷ মাওবাদী দমনে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করে ৷ মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও ৷ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের দায়িত্ব দেওয়া হয় দাপুটে IPS অফিসার ভারতী ঘোষকে ।

এরপর থেকে জঙ্গলমহলে দাপট কমতে থাকে মাওবাদীদের ৷ মৃত্যু হয় মাও নেতা কিষেণজির । তারপর থেকেই শান্ত জঙ্গলমহল ৷ কিন্তু, ফের পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.