ETV Bharat / state

Netai Dibas : নেতাইয়ে পথ আটকাল পুলিশ, ভীমপুরে অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান শুভেন্দুর

author img

By

Published : Jan 7, 2022, 5:50 PM IST

Updated : Jan 7, 2022, 9:27 PM IST

পুলিশি বাধার মুখে পড়ে নেতাই যাওয়া বানচাল হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari could not attend Netai Dibas) ৷

Suvendu Adhikari at Netai
ভীমপুরে অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করছেন শুভেন্দু

নেতাই, 7 জানুয়ারি : নেতাই যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে ঝিটকার জঙ্গলে ঢোকার মুখে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ (Suvendu Adhikari restricted by police from entering Netai)। তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা । ভীমপুরে অস্থায়ী শহিদ বেদি তৈরি করে সেখানেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ৷

পুলিশি বাধা পেয়ে শুভেন্দু বলেন, "বিরোধী দলনেতা পাঁচজন নিয়ে যাবেন । যদি বলেন একাই চলুন । সেখানে মালা দেব । 9টি শহিদ পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক । আহত পরিবারগুলি অপেক্ষা করে আছেন । প্রত্যেক বছর শীতের সময় শাল দিই । সামান্য সাহায্য করি ।"

নেতাইয়ে যেতে না পেরে রাজ্য সরকারের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু

এদিন পুলিশ কোভিড পরিস্থিতির জন্য শুভেন্দুকে নেতাইয়ে যেতে বাধা দেয় ৷ তাতে শুভেন্দু অধিকারী পুলিশের উদ্দেশে বলেন, "আপনাদের গায়ে মানুষের রক্ত আছে বলে মনে হয় না ! ছিঃ ছিঃ ! পশ্চিমবঙ্গটা একেবারে পাকিস্তানের থেকেও খারাপ বানিয়ে দিয়েছে । আমি হাইকোর্টে যাব ৷"

Suvendu Adhikari at Netai
ভীমপুরে অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করছেন শুভেন্দু

এদিন পুলিশের বাধা পেয়ে শুভেন্দু ঝিটকার জঙ্গল থেকে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে ভীমপুর ফেরেন । তারপর ভীমপুরে অস্থায়ী শহিদ বেদি তৈরি করে মাল্যদান করেন ।

আরও পড়ুন : Suvendu to attend Netai Dibas : নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু, অনুমতি হাইকোর্টের

নেতাই, 7 জানুয়ারি : নেতাই যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে ঝিটকার জঙ্গলে ঢোকার মুখে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ (Suvendu Adhikari restricted by police from entering Netai)। তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা । ভীমপুরে অস্থায়ী শহিদ বেদি তৈরি করে সেখানেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ৷

পুলিশি বাধা পেয়ে শুভেন্দু বলেন, "বিরোধী দলনেতা পাঁচজন নিয়ে যাবেন । যদি বলেন একাই চলুন । সেখানে মালা দেব । 9টি শহিদ পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক । আহত পরিবারগুলি অপেক্ষা করে আছেন । প্রত্যেক বছর শীতের সময় শাল দিই । সামান্য সাহায্য করি ।"

নেতাইয়ে যেতে না পেরে রাজ্য সরকারের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু

এদিন পুলিশ কোভিড পরিস্থিতির জন্য শুভেন্দুকে নেতাইয়ে যেতে বাধা দেয় ৷ তাতে শুভেন্দু অধিকারী পুলিশের উদ্দেশে বলেন, "আপনাদের গায়ে মানুষের রক্ত আছে বলে মনে হয় না ! ছিঃ ছিঃ ! পশ্চিমবঙ্গটা একেবারে পাকিস্তানের থেকেও খারাপ বানিয়ে দিয়েছে । আমি হাইকোর্টে যাব ৷"

Suvendu Adhikari at Netai
ভীমপুরে অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করছেন শুভেন্দু

এদিন পুলিশের বাধা পেয়ে শুভেন্দু ঝিটকার জঙ্গল থেকে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে ভীমপুর ফেরেন । তারপর ভীমপুরে অস্থায়ী শহিদ বেদি তৈরি করে মাল্যদান করেন ।

আরও পড়ুন : Suvendu to attend Netai Dibas : নেতাইয়ে শহিদ স্মরণে হাজির থাকতে পারবেন শুভেন্দু, অনুমতি হাইকোর্টের

Last Updated : Jan 7, 2022, 9:27 PM IST

For All Latest Updates

TAGGED:

Netai Dibas
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.