ঝাড়গ্রাম, 10 জুন : স্নান সেরে বাড়ি ফিরে আর ভাত খাওয়া হল না ৷ মারুতির ধাক্কায় প্রাণ গেল এক মহিলার ৷ গুরুতর আহত অবস্থায় মহিলার স্বামীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ গতকাল দুপুরে দুর্ঘটনাটি ঘটে বিনপুর থানার আঁধারিয়া এলাকায় ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর ৷ নিহতের নাম ঝুনু দুলে ( 42) ৷ আহতের নাম মঙ্গল দুলে (51) ৷
স্থানীয় সূত্রে খবর , গতকাল দুপুর নাগাদ স্বামী-স্ত্রী দুজনেই স্থানীয় একটি পুকুরে স্নান সেরে ফিরছিলেন ৷ সেই সময় ঝাড়গ্রাম থেকে বিনপুরগামী একটি মারুতি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ৷ ধাক্কা মারে দম্পতিকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ঝুনু দুলের । আশঙ্কাজনক অবস্থায় মঙ্গল দুলেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন ৷
আরও পড়ুন : Nusrat Jahan: লোকসভার ওয়েবসাইটে বিবাহিত নুসরত, আইনও বলছে বিয়ে বৈধ
ধাক্কা মারার পর মারুতির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পাকড়াও করে স্থানীয়রা ৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে ৷ কিন্তু চালক আহত হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে , সুস্থ হওয়ার পর চালককে জেরা করা হবে ৷