ETV Bharat / state

Leopard: ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের খোঁজ মিলল শালবনে - চিতা বাঘ

খোঁজ মিলল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের ৷ আজ সকালে চিড়িয়াখানার ভিতরেই শালবনের জঙ্গলে তাকে ঘাপটি মেরে থাকতে দেখা গিয়েছে ৷ চিতাবাঘটিকে বাগে আনার চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা ৷

Missing Leopard from Jhargram found from Shal Forest in Jangalmahal Zoological Park
ঝাড়গ্রামের পালিয়ে যাওয়া চিতাবাঘের খোঁজ মিলল চিড়িয়াখানার শালবনে
author img

By

Published : Oct 8, 2021, 3:21 PM IST

ঝাড়গ্রাম, 8 অক্টোবর : অবশেষে খোঁজ মিলল ঝাড়গ্রাম চিড়িয়াখানার এনক্লোজার থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের ৷ এনক্লোজার থেকে বেরিয়ে সে চিড়িয়াখানার মধ্যে থাকা শালের ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে ৷ বন দফতরের কর্মীরা চিতা বাঘটিকে কাবু করার চেষ্টা করছেন ৷ তার জন্য চিতাবাঘটির আশপাশে পটকা ফাটানো হচ্ছে ৷ ঝাড়গ্রামের বিধায়ক তথা বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, বাঘটিকে পাওয়া গেছে ৷ চিড়িয়াখানার মধ্যেই সে রয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে চিতাবাঘ হর্ষিনীকে তার এনক্লোজারে দেখা যাচ্ছিল না ৷ এনক্লোজারের মধ্যে খোঁজাখুজি করেও তার হদিস পাওয়া যায়নি ৷ এর পরেই দ্রুত বন দফতরে খবর দেওয়া হয় ৷ জানানো হয়, এনক্লোজার থেকে একটি স্ত্রী চিতাবাঘ উধাও হয়ে গিয়েছে ৷ দ্রুত ঝাড়গ্রাম শহরে সতর্কতা জারি করা হয় ৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চিড়িয়াখানার আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রাতভর বন দফতরের কর্মীরা চিড়িয়াখানার ভিতরে এবং আশপাশের অঞ্চলে খোঁজাখুজি শুরু করে ৷ অবশেষে আজ সকালে চিড়িয়াখানার মধ্যেই শাল বনে চিতাবাঘটিকে দেখা যায় ৷ বনকর্মীরা তাঁকে বাগে আনতে পটকা ফাটাচ্ছে ৷

প্রসঙ্গত, 2011 সালে ঝাড়গ্রাম ডিয়ার পার্কের নাম পরিবর্তন করে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক নাম রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি ওই চিড়িয়াখানার পরিসরও বাড়ানো হয় ৷ তার কয়েকবছর পর উত্তরবঙ্গের খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে দু’টি চিতাবাঘকে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হয় ৷ গত বছর ওই একটি চিতাবাঘ শাবকের জন্ম দেয় ৷ তার পর থেকেই জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে পর্যটকদের ভীড় হতে শুরু করে নতুন শাবক দু’টিকে দেখার জন্য ৷

আরও পড়ুন : Leopard : ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালাল চিতাবাঘ, আতঙ্ক শহরে

তবে, বৃহস্পতিবার করে চিড়িয়াখানা পর্যটকদের জন্য বন্ধ রাখে বন দফতর ৷ গতকালও সেই দিনই ছিল ৷ ফলে পর্যটকদের চিতাবাঘকে উত্যক্ত করার প্রশ্নই ওঠে না ৷ তা হলে কীভাবে চিতাবাঘটি এনক্লোজার থেকে বেরিয়ে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ চিতাবাঘগুলিকে খাবার দেওয়া হত এনক্লোজারের মধ্যেই ৷ সেখানে প্রশিক্ষিত লোকজনই এনক্লোজারের বাইরে থেকে কাটা মাংস ভিতরে ঢুকিয়ে দিত ৷ ফলে খাবারে খোঁজে হিংস্র হয়ে এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ারও প্রশ্ন নেই ৷ এ নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে চাননি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের আধিকারিকরা ৷

আরও পড়ুন : মেনুতে পরিবর্তন, কুকুরের টানে ফ্ল্যাট বাড়িতে চিতাবাঘ

ঝাড়গ্রাম, 8 অক্টোবর : অবশেষে খোঁজ মিলল ঝাড়গ্রাম চিড়িয়াখানার এনক্লোজার থেকে পালিয়ে যাওয়া চিতাবাঘের ৷ এনক্লোজার থেকে বেরিয়ে সে চিড়িয়াখানার মধ্যে থাকা শালের ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে ৷ বন দফতরের কর্মীরা চিতা বাঘটিকে কাবু করার চেষ্টা করছেন ৷ তার জন্য চিতাবাঘটির আশপাশে পটকা ফাটানো হচ্ছে ৷ ঝাড়গ্রামের বিধায়ক তথা বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, বাঘটিকে পাওয়া গেছে ৷ চিড়িয়াখানার মধ্যেই সে রয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে চিতাবাঘ হর্ষিনীকে তার এনক্লোজারে দেখা যাচ্ছিল না ৷ এনক্লোজারের মধ্যে খোঁজাখুজি করেও তার হদিস পাওয়া যায়নি ৷ এর পরেই দ্রুত বন দফতরে খবর দেওয়া হয় ৷ জানানো হয়, এনক্লোজার থেকে একটি স্ত্রী চিতাবাঘ উধাও হয়ে গিয়েছে ৷ দ্রুত ঝাড়গ্রাম শহরে সতর্কতা জারি করা হয় ৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চিড়িয়াখানার আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রাতভর বন দফতরের কর্মীরা চিড়িয়াখানার ভিতরে এবং আশপাশের অঞ্চলে খোঁজাখুজি শুরু করে ৷ অবশেষে আজ সকালে চিড়িয়াখানার মধ্যেই শাল বনে চিতাবাঘটিকে দেখা যায় ৷ বনকর্মীরা তাঁকে বাগে আনতে পটকা ফাটাচ্ছে ৷

প্রসঙ্গত, 2011 সালে ঝাড়গ্রাম ডিয়ার পার্কের নাম পরিবর্তন করে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক নাম রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি ওই চিড়িয়াখানার পরিসরও বাড়ানো হয় ৷ তার কয়েকবছর পর উত্তরবঙ্গের খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে দু’টি চিতাবাঘকে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হয় ৷ গত বছর ওই একটি চিতাবাঘ শাবকের জন্ম দেয় ৷ তার পর থেকেই জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে পর্যটকদের ভীড় হতে শুরু করে নতুন শাবক দু’টিকে দেখার জন্য ৷

আরও পড়ুন : Leopard : ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পালাল চিতাবাঘ, আতঙ্ক শহরে

তবে, বৃহস্পতিবার করে চিড়িয়াখানা পর্যটকদের জন্য বন্ধ রাখে বন দফতর ৷ গতকালও সেই দিনই ছিল ৷ ফলে পর্যটকদের চিতাবাঘকে উত্যক্ত করার প্রশ্নই ওঠে না ৷ তা হলে কীভাবে চিতাবাঘটি এনক্লোজার থেকে বেরিয়ে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ চিতাবাঘগুলিকে খাবার দেওয়া হত এনক্লোজারের মধ্যেই ৷ সেখানে প্রশিক্ষিত লোকজনই এনক্লোজারের বাইরে থেকে কাটা মাংস ভিতরে ঢুকিয়ে দিত ৷ ফলে খাবারে খোঁজে হিংস্র হয়ে এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ারও প্রশ্ন নেই ৷ এ নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে চাননি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের আধিকারিকরা ৷

আরও পড়ুন : মেনুতে পরিবর্তন, কুকুরের টানে ফ্ল্যাট বাড়িতে চিতাবাঘ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.