ঝাড়গ্রাম, 29 নভেম্বর: ফের মাওবাদী নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল জঙ্গলমহল এলাকায় ৷ আগামিকাল বুধবার 30 নভেম্বর ঝাড়গ্রাম-সহ আশেপাশের জঙ্গলমহল এলাকায় বনধের ডাক দেওয়া হয়েছে ওই মাওবাদী পোস্টারে (Maoist Poster for Jangalmahal Strike in Jhargram) ৷ মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার অন্তর্গত 6 নম্বর জাতীয় সড়কের পাশে গজাশিমুল হাইস্কুলের সামনে ওই মাওবাদী পোস্টারগুলি দেখা যায় ৷
মোট তিন ধরনের পোস্টার পাওয়া গিয়েছে ৷ যে পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘‘আদিবাসী সমাজকে আজও অবহেলা করা হচ্ছে । তৃণমূল নেতারা জনসাধারণের প্রাপ্য টাকা মেরে খাচ্ছে । দুর্নীতিগ্রস্ত নেতাদের মাথা চাই । 2022 সালের 30 নভেম্বর মাওবাদী বনধ ৷’’ এই পোস্টারের নিচে লাল কালিতে লেখা রয়েছে সিপিআই মাওবাদী ৷ অন্য আরেকটি পোস্টারে লেখা রয়েছে , ‘‘যেসব নেতারা দেশের টাকা মেরে খাচ্ছে, তাঁদের... রাস্তার মোড়ে পড়ে থাকবে ৷’’ অন্য আরেকটি পোস্টারে জঙ্গলমহলের বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: খেলা হবে তৃণমূল নেতাদের সঙ্গে, সারেঙ্গায় মাও পোস্টার
অভিযোগ সেই পোস্টারে লেখা রয়েছে, ‘‘আমাদের বনধ যাঁরা মানবে না, আমরা তাঁদের মাথা রাখব না ৷ গাড়ি-দোকান সব জ্বলবে ৷’’ এরকম বহু মাওবাদী পোস্টার উদ্ধার হয় গজাশিমুল এলাকা থেকে । যদিও, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা দাবি করেছেন, মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি আদৌ মাওবাদীদের লেখা নয় ৷ স্থানীয় দুষ্কৃতীদের কার্যকলাপ ।
তিনি বলেন, ‘‘এর আগেও মাওবাদী নামাঙ্কিত পোস্টারের আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় ৷ কিন্তু, তদন্ত করে দেখা গেছে বাস্তবে তা কোন মাওবাদী সংগঠন ছিল না ৷ এলাকার কিছু দুষ্কৃতী এর সঙ্গে জড়িত ছিল ৷ আর প্রতিটি লেখাতেই অজস্র বানান ভুল রয়েছে ৷ এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, এগুলি স্থানীয় দুষ্কৃতীদের কাজ ৷ তবে, কারা করেছে, তা জনতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷’’