ETV Bharat / state

Mamata on Mao Issue : মাও আতঙ্ক পরিকল্পিত, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee directs Police to keep an eye on Social Media

সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে মাওবাদী আতঙ্ক ছড়ানো হচ্ছে । তা রুখতে পুলিশকে সোশ্যাল মিডিয়ায় নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee on Mao Issue) ।

Mamata Banerjee
সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
author img

By

Published : May 18, 2022, 8:59 PM IST

Updated : May 18, 2022, 10:58 PM IST

ঝাড়গ্রাম, 18 মে : ‘‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক ছড়ানো হচ্ছে । নিজের হাতে একটা পোস্টার লিখল, আবার সেটার ছবি তুলে সেটাকে বিক্রি করল । এইভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে ।’’ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ একইসঙ্গে মাওবাদী আতঙ্ক কমাতে পুলিশকে সোশ্যাল মিডিয়ায় নজর রাখার নির্দেশও দিলেন তিনি (Mamata Banerjee directs Police to keep an eye on Social Media) ।

গত কয়েকমাস ধরেই ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হয় একের পর এক মাওবাদী নামাঙ্কিত পোস্টার । গোটা জঙ্গলমহল জুড়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । 15 দিনের হাই অ্যালার্ট জারি করা হয় । সে সময় তৃণমূল নেতাদের সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এদিনের বৈঠকে পুলিশ সুপার ও জেলাশাসক জানান, ঝাড়গ্রামে এইরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি । একই সঙ্গে এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন : মাও মোকাবিলার দায়িত্ব এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে

তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী ৷ মমতা বলেন, ‘‘কেউ চুপচাপ আতঙ্ক ছড়িয়েছে । সোশ্যাল নেটওয়ার্কটাও সবসময় নজরে রাখবেন । সোশ্যাল মিডিয়ায় অনেক ভাল মানুষ আছেন ৷ আবার কেউ কেউ রয়েছে হিংসা, মাওবাদী আতঙ্ক ছড়ায় । বলে, মাওবাদী আসছে মাওবাদী আসছে । আমি চারিদিকে খবর নিয়ে দেখেছি, এই সব কিছুই নেই । এটা কেউ কন্টিনিউয়াসলি ক্যাম্পেন করেছে । এর মধ্যে যারাই থাক, একটা ইনভেস্টিগেশন হবে ।’’

ঝাড়গ্রাম, 18 মে : ‘‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক ছড়ানো হচ্ছে । নিজের হাতে একটা পোস্টার লিখল, আবার সেটার ছবি তুলে সেটাকে বিক্রি করল । এইভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে ।’’ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ একইসঙ্গে মাওবাদী আতঙ্ক কমাতে পুলিশকে সোশ্যাল মিডিয়ায় নজর রাখার নির্দেশও দিলেন তিনি (Mamata Banerjee directs Police to keep an eye on Social Media) ।

গত কয়েকমাস ধরেই ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হয় একের পর এক মাওবাদী নামাঙ্কিত পোস্টার । গোটা জঙ্গলমহল জুড়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । 15 দিনের হাই অ্যালার্ট জারি করা হয় । সে সময় তৃণমূল নেতাদের সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এদিনের বৈঠকে পুলিশ সুপার ও জেলাশাসক জানান, ঝাড়গ্রামে এইরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি । একই সঙ্গে এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন : মাও মোকাবিলার দায়িত্ব এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে

তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী ৷ মমতা বলেন, ‘‘কেউ চুপচাপ আতঙ্ক ছড়িয়েছে । সোশ্যাল নেটওয়ার্কটাও সবসময় নজরে রাখবেন । সোশ্যাল মিডিয়ায় অনেক ভাল মানুষ আছেন ৷ আবার কেউ কেউ রয়েছে হিংসা, মাওবাদী আতঙ্ক ছড়ায় । বলে, মাওবাদী আসছে মাওবাদী আসছে । আমি চারিদিকে খবর নিয়ে দেখেছি, এই সব কিছুই নেই । এটা কেউ কন্টিনিউয়াসলি ক্যাম্পেন করেছে । এর মধ্যে যারাই থাক, একটা ইনভেস্টিগেশন হবে ।’’

Last Updated : May 18, 2022, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.