ETV Bharat / state

Mamata Banerjee : দেশের সর্বত্র আদিবাসীদের অধিকারের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর - আদিবাসী জমি হস্তান্তর আইন

বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে আগামী 1 সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন তিনি ৷ ভোটের আগে তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার ৷

mamata-banerjee-at-international-tribal-day-programme-in-jhargram
Mamata Banerjee : আদিবাসী দিবসে দেশের সর্বত্র আদিবাসীদের অধিকারের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Aug 9, 2021, 3:17 PM IST

Updated : Aug 9, 2021, 5:35 PM IST

ঝাড়গ্রাম, 9 অগস্ট : আদিবাসী জমি হস্তান্তর আইন (Tribal Land Transfer Act) এবার সারা দেশে চালু করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের তৈরি এই আইনে বলা হয়েছে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না ৷ বিশ্ব আদিবাসী দিবসে সেই আইন এবার সারা দেশে চালু করার প্রস্তাব দিলেন মমতা ৷ সেই সঙ্গে এবার থেকে বছরে দু’বার করে দুয়ারে সরকার প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি আগামী 1 সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্প শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ যেখানে তপসিলি জাতি, উপজাতির মহিলারা 1 হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা 500 টাকা করে মাসে পাবেন ৷

বিধানসভা নির্বাচনের তৃণমূলের ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটে জিতে এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা ৷ আজ বিশ্ব আদিবাসী দিবসে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি ঘোষণা করলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করছে রাজ্য সরকার ৷ যে প্রকল্পের আওতায় রাজ্যের 25 থেকে 60 বছর পর্যন্ত সকল মহিলারা সরকারের থেকে মাসিক ভাতা পাবেন ৷ যেখানে সাধারণ বর্গের মহিলাদের জন্য মাসে 500 টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক 1 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি জঙ্গলমহলের ষাটোর্ধ্ব মহিলাদের জন্য জহর প্রকল্প শুরুর করার কথা এদিন জানান মুখ্যমন্ত্রী ৷ যে প্রকল্পে আদিবাসী বৃদ্ধাদের আর্থিক সহায়তা করা হবে রাজ্য সরকারের তরফে ৷

যে জমি আন্দোলনকে হাতিয়ার করে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন ৷ এদিন আদিবাসীদের অধিকার প্রসঙ্গে সেই জমিকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী ৷ জানালেন, রাজ্য সরকারের আনা নয়া জমি আইনে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না ৷ আর আদিবাসীদের অধিকারের স্বার্থে এই আইন দেশের সব রাজ্যে চালু করা প্রয়োজন বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আদিবাসী দিবসের অনুষ্ঠানে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে পা মেলান মুখ্য়মন্ত্রী ৷ তাঁদের দেওয়া বিশেষ বস্ত্র পরে আদিবাসী নৃত্য করতে দেখা যায় তাঁকে ৷ শেষে ধামসাও বাজান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়টিও উঠে আসে ৷ তিনি জানিয়েছেন, আবহাওয়ার অনুকূল থাকলে ফের ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন ৷ সেখানে মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৷

ঝাড়গ্রাম, 9 অগস্ট : আদিবাসী জমি হস্তান্তর আইন (Tribal Land Transfer Act) এবার সারা দেশে চালু করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের তৈরি এই আইনে বলা হয়েছে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না ৷ বিশ্ব আদিবাসী দিবসে সেই আইন এবার সারা দেশে চালু করার প্রস্তাব দিলেন মমতা ৷ সেই সঙ্গে এবার থেকে বছরে দু’বার করে দুয়ারে সরকার প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি আগামী 1 সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্প শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ যেখানে তপসিলি জাতি, উপজাতির মহিলারা 1 হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা 500 টাকা করে মাসে পাবেন ৷

বিধানসভা নির্বাচনের তৃণমূলের ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটে জিতে এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা ৷ আজ বিশ্ব আদিবাসী দিবসে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি ঘোষণা করলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করছে রাজ্য সরকার ৷ যে প্রকল্পের আওতায় রাজ্যের 25 থেকে 60 বছর পর্যন্ত সকল মহিলারা সরকারের থেকে মাসিক ভাতা পাবেন ৷ যেখানে সাধারণ বর্গের মহিলাদের জন্য মাসে 500 টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক 1 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি জঙ্গলমহলের ষাটোর্ধ্ব মহিলাদের জন্য জহর প্রকল্প শুরুর করার কথা এদিন জানান মুখ্যমন্ত্রী ৷ যে প্রকল্পে আদিবাসী বৃদ্ধাদের আর্থিক সহায়তা করা হবে রাজ্য সরকারের তরফে ৷

যে জমি আন্দোলনকে হাতিয়ার করে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন ৷ এদিন আদিবাসীদের অধিকার প্রসঙ্গে সেই জমিকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী ৷ জানালেন, রাজ্য সরকারের আনা নয়া জমি আইনে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না ৷ আর আদিবাসীদের অধিকারের স্বার্থে এই আইন দেশের সব রাজ্যে চালু করা প্রয়োজন বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আদিবাসী দিবসের অনুষ্ঠানে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে পা মেলান মুখ্য়মন্ত্রী ৷ তাঁদের দেওয়া বিশেষ বস্ত্র পরে আদিবাসী নৃত্য করতে দেখা যায় তাঁকে ৷ শেষে ধামসাও বাজান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়টিও উঠে আসে ৷ তিনি জানিয়েছেন, আবহাওয়ার অনুকূল থাকলে ফের ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন ৷ সেখানে মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৷

Last Updated : Aug 9, 2021, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.