ঝাড়গ্রাম, 6 জুন: প্রতিবাদী জনসভায় কুড়মিদের ভিড়ে স্তব্ধ হয়ে গেল ঝাড়গ্রাম শহর। রাজ্য সরকারকে কোনওভাবেই সমর্থন নয়, ঝাড়গ্রামের প্রতিবাদ জনসভা থেকে সাফ জানিয়ে দিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূলমানতা অজিত প্রসাদ মাহাতো। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের অফিসার ক্লাবের ময়দানে কুড়মি নেতাদের গ্রেফতার, পুলিশি সন্ত্রাসের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিকে সামনে রেখে প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়।
এদিনের এই প্রতিবাদী জনসভায় জঙ্গলমহলের চার জেলা থেকে যাত্রীবাহী বাস, লরি এবং ছোট পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়িতে করে কুড়মি সমজের মানুষজনরা যোগ দেন। কুড়মি সমাজের জমায়েতে স্তব্ধ হয়ে যায় ঝাড়গ্রাম শহর। অফিসার্স ক্লাবের ময়দানে প্রতিবাদী সভা হলেও শহরে তিনটি প্রান্তে লাগানো হয়েছিল জয়েন্ট স্ক্রিন। পুরুলিয়া, বাঁকুড়া থেকে যে সমস্ত কুড়মি মানুষরা এসেছিলেন তাঁরা জামদা সার্কাস ময়দানে গাড়ি রেখে বিশাল মিছিল করে অফিসার্স ক্লাবের ময়দানে পৌঁছয়।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে তাঁর কনভয়ের উপর হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই সিআইডি 11 জন কুড়মি নেতা এবং আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হয়েছেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো, আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো-সহ কুড়মি সমাজের অন্যান্য নেতা এবং আন্দোলনকারীরা।
কুড়মি সমাজের দাবি, তাঁদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কুড়মিদের উপর রাজ্য সরকার পুলিশ দিয়ে সন্ত্রাস চালাচ্ছে, কুড়মি আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। অবিলম্বে গ্রেফতার হওয়া কুড়মি নেতা এবং আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয় এদিনের জনসভা থেকে। আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি সঞ্জয় মাহাতো বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে অনেক গাড়ি ছিল। তাহলে কেবলমাত্র লিস্টের আদিবাসী মন্ত্রী বীরবাহা হাসদার গাড়ি কেন ভাঙচুর করা হল। এর থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে আদিবাসী এবং কুড়মির মধ্যে লড়াই লাগানোর চক্রান্ত চলছে।"
আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলায় গ্রেফতার বিজেপি কর্মী, 6 দিনের সিআইডি হেফাজত