ETV Bharat / state

Journalist Saves Life: রক্ত দিয়ে মহিলার প্রাণ বাঁচালেন ঝাড়গ্রামের চিত্রসাংবাদিক - মহিলার প্রাণ বাঁচালেন ঝাড়গ্রামের সাংবাদিক

মহিলাকে 'বি' নেগেটিভ গ্রুপের রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন সাংবাদিক ৷ সংকট মুহূর্তে এগিয়ে এসে রেয়ার ব্লাড গ্ৰুপ বি নেগেটিভ রক্ত দিয়ে প্রসূতির প্রাণ বাঁচালেন চিত্র সাংবাদিক তথা ঝাড়গ্রাম রিপোর্টাস ক্লাবের সভাপতি সুমন্ত সিনহা ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 1, 2023, 5:59 PM IST

ঝাড়গ্রাম, 1 মে: রক্ত দিয়ে মহিলার প্রাণ বাঁচালেন সাংবাদিক । ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা স্নিগ্ধা দত্ত। বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্দি গ্রামে। প্রসূতির রক্তের গ্রুপ বি নেগেটিভ । রবিবার অপারেশনের পর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে প্রসূতির পরিবারকে জানানো হয় দ্রুত 2 ইউনিট রক্ত লাগবে। সংকট মুহূর্তে এগিয়ে এসে রেয়ার ব্লাড গ্ৰুপ বি নেগেটিভ রক্ত দিয়ে প্রসূতির প্রাণ বাঁচালেন চিত্র সাংবাদিক তথা ঝাড়গ্রাম রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন্ত সিনহা ।

ওই প্রসূতি সম্প্রতি হাসপাতালে ভরতি হন ৷ রবিবার তাঁর অস্ত্রোপচার হয় ৷ কিন্তু অস্ত্রোপচারের পর শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ ৷ অথচ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় গ্রুপের রক্ত না-থাকায় চিন্তায় পড়েন প্রসূতির পরিজনেরা। পরিচিত মাধ্যমে যোগাযোগ শুরু করলেও রক্ত জোগাড় করতে গিয়ে হিমশিম খায় তারা ৷ শেষমেশ বিষয়টি জানতে পারেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক চন্দন শতপথি। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় দু’জন বি নেগেটিভ রক্ত গ্রুপের ব্যক্তিকে ৷ কিন্তু শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা ওই দু'জনকে রক্তদানে সম্মতি দেয়নি ৷

আবারও খোঁজ শুরু হয় বি নেগেটিভ রক্তদাতার ৷ এরপর চন্দন শতপথির ফোন যায় ঝাড়গ্রাম রিপোর্টাস ক্লাবের সভাপতি সুমন্ত সিনহার কাছে। ফোন পেয়ে বাড়িতে সময় নষ্ট না-করে প্রসূতির জীবন বাঁচাতে দ্রুত ব্লাড ব্যাঙ্কের উদ্দেশে রওনা হন সুমন্ত সিনহা। চিকিৎসক শারীরিক পরীক্ষার পর সবুজ সংকেত দিলে প্রস্তুত হয়ে যান ওই চিত্র সাংবাদিক । ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর এক ইউনিট রক্ত সংগ্রহ করে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

এদিন সোমবার সুমন্ত সিনহা বলেন, "খবর সংগ্রহ করতে গিয়ে দেখেছি মৃত্যু কাকে বলে। পরিজন হারানোর বেদনা কী ? আমার কাছে এই প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আমি রক্তদান করি। আমি মনে করি এটা আমার কর্তব্য। রক্তদান সকলের করা উচিত, রক্তদানে সকলের এগিয়ে আসা উচিত ।"

ঝাড়গ্রাম, 1 মে: রক্ত দিয়ে মহিলার প্রাণ বাঁচালেন সাংবাদিক । ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা স্নিগ্ধা দত্ত। বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্দি গ্রামে। প্রসূতির রক্তের গ্রুপ বি নেগেটিভ । রবিবার অপারেশনের পর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে প্রসূতির পরিবারকে জানানো হয় দ্রুত 2 ইউনিট রক্ত লাগবে। সংকট মুহূর্তে এগিয়ে এসে রেয়ার ব্লাড গ্ৰুপ বি নেগেটিভ রক্ত দিয়ে প্রসূতির প্রাণ বাঁচালেন চিত্র সাংবাদিক তথা ঝাড়গ্রাম রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন্ত সিনহা ।

ওই প্রসূতি সম্প্রতি হাসপাতালে ভরতি হন ৷ রবিবার তাঁর অস্ত্রোপচার হয় ৷ কিন্তু অস্ত্রোপচারের পর শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ ৷ অথচ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় গ্রুপের রক্ত না-থাকায় চিন্তায় পড়েন প্রসূতির পরিজনেরা। পরিচিত মাধ্যমে যোগাযোগ শুরু করলেও রক্ত জোগাড় করতে গিয়ে হিমশিম খায় তারা ৷ শেষমেশ বিষয়টি জানতে পারেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক চন্দন শতপথি। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় দু’জন বি নেগেটিভ রক্ত গ্রুপের ব্যক্তিকে ৷ কিন্তু শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা ওই দু'জনকে রক্তদানে সম্মতি দেয়নি ৷

আবারও খোঁজ শুরু হয় বি নেগেটিভ রক্তদাতার ৷ এরপর চন্দন শতপথির ফোন যায় ঝাড়গ্রাম রিপোর্টাস ক্লাবের সভাপতি সুমন্ত সিনহার কাছে। ফোন পেয়ে বাড়িতে সময় নষ্ট না-করে প্রসূতির জীবন বাঁচাতে দ্রুত ব্লাড ব্যাঙ্কের উদ্দেশে রওনা হন সুমন্ত সিনহা। চিকিৎসক শারীরিক পরীক্ষার পর সবুজ সংকেত দিলে প্রস্তুত হয়ে যান ওই চিত্র সাংবাদিক । ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর এক ইউনিট রক্ত সংগ্রহ করে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

এদিন সোমবার সুমন্ত সিনহা বলেন, "খবর সংগ্রহ করতে গিয়ে দেখেছি মৃত্যু কাকে বলে। পরিজন হারানোর বেদনা কী ? আমার কাছে এই প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আমি রক্তদান করি। আমি মনে করি এটা আমার কর্তব্য। রক্তদান সকলের করা উচিত, রক্তদানে সকলের এগিয়ে আসা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.