ETV Bharat / state

শিক্ষারত্ন পাচ্ছেন ঝাড়গ্রামের মৃন্ময় হোতা - Government of West Bengal

দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠের শিক্ষক মৃন্ময় হোতা ৷ চলতি বছর শিক্ষারত্ন পাচ্ছেন তিনি ৷

মৃন্ময় হোতা
author img

By

Published : Sep 1, 2019, 7:05 AM IST

বিনপুর, 1 সেপ্টেম্বর : একটা সময় উপযুক্ত পরিকাঠামো ছিল না স্কুলে ৷ তাঁর হাত ধরেই স্কুলে আধুনিক পরিকাঠোমা এসেছে ৷ চালু হয়েছে স্মার্ট ক্লাস ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে সেই মৃন্ময় হোতাকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার ৷

অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1993 সালে জামবনির চিচিড়া হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন মৃন্ময়বাবু ৷ 2003 সালে ঝাড়গ্রাম ব্লকের মনটিপা মোহনপুর দেবী হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন ৷ এরপর 2010 সালে আসেন দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠে ৷ সেই সময় না থাকার তালিকাটা দীর্ঘ ছিল ৷ ছিল না পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষ, ছাত্রীনিবাস ৷ মৃন্ময়বাবুর উদ্যোগে স্কুলে নতুন শ্রেণিকক্ষ হয়েছে ৷ চালু হয়েছে গ্রন্থাগার, মাল্টি জিম ৷ জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজনেরও দায়িত্ব পেয়েছে দহিজুড়ির এই স্কুল ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আর সেই মৃন্ময়বাবুকেই রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ৷ এই খবর পাওয়ার পর স্বভাবতই খুশি মৃন্ময়বাবু ৷ বলেন, "এটা আমার একার আনন্দের বিষয় নয় ৷ এতদিনের সকল ছাত্রছাত্রী, সহকর্মীকে এই সম্মানটা উৎসর্গ করতে চাই ৷"

বিনপুর, 1 সেপ্টেম্বর : একটা সময় উপযুক্ত পরিকাঠামো ছিল না স্কুলে ৷ তাঁর হাত ধরেই স্কুলে আধুনিক পরিকাঠোমা এসেছে ৷ চালু হয়েছে স্মার্ট ক্লাস ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে সেই মৃন্ময় হোতাকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার ৷

অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1993 সালে জামবনির চিচিড়া হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন মৃন্ময়বাবু ৷ 2003 সালে ঝাড়গ্রাম ব্লকের মনটিপা মোহনপুর দেবী হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন ৷ এরপর 2010 সালে আসেন দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠে ৷ সেই সময় না থাকার তালিকাটা দীর্ঘ ছিল ৷ ছিল না পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষ, ছাত্রীনিবাস ৷ মৃন্ময়বাবুর উদ্যোগে স্কুলে নতুন শ্রেণিকক্ষ হয়েছে ৷ চালু হয়েছে গ্রন্থাগার, মাল্টি জিম ৷ জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজনেরও দায়িত্ব পেয়েছে দহিজুড়ির এই স্কুল ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আর সেই মৃন্ময়বাবুকেই রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ৷ এই খবর পাওয়ার পর স্বভাবতই খুশি মৃন্ময়বাবু ৷ বলেন, "এটা আমার একার আনন্দের বিষয় নয় ৷ এতদিনের সকল ছাত্রছাত্রী, সহকর্মীকে এই সম্মানটা উৎসর্গ করতে চাই ৷"

Intro:শিক্ষারত্ন পুরস্কার Body:শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বিনপুর-১ ব্লকের দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠের প্রধানশিক্ষক মৃন্ময় হোতা
গণিতে এমএসসি এবং গণিতের এমএসসি ডিগ্রিপ্রাপ্ত মৃন্ময়বাবুর শিক্ষকজীবনের শুরু ১৯৯৩ সালে জামবনির চিচিড়া হাইস্কুলে। সহশিক্ষক হিসেবে। দশ বছর সেখানে কাজ করার পরে ২০০৩ সালে তিনি ঝাড়গ্রাম ব্লকের মনটিপা মোহনপুর দেবী হাইস্কুলে প্রধানশিক্ষক হিসেবে যোগ দেন। ২০১০ সালে দহিজুড়ি স্কুলে প্রধানশিক্ষকের দায়িত্বভার নেন মৃন্ময়বাবু। তাঁর সুযোগ্য নেতৃত্বে দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠ এখন জেলার অন্যতম সেরা স্কুলগুলির মধ্যে একটি। মৃন্ময়বাবু যখন স্কুলে যোগ দেন তখন পর্যাপ্ত শ্রেণিকক্ষ ছিল না। ছাত্রীনিবাস ছিল না। পর্যাপ্ত শিক্ষকও ছিল না। পরিকাঠামোগত নানা সমস্যা ছিল। এখন প্রধানশিক্ষকের প্রচেষ্টায় ওই স্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষ সহ বড় ভবন হয়েছে। স্কুলেরক উদ্যোগে চালু হয়েছে স্মার্ট ক্লাস। স্কুলে হয়েছে গ্রান্থাগার। নতুন তৈরি হওয়া ছাত্রী নিবাস চালু হওয়ার অপেক্ষায়। হয়েছে মাল্টি জিম। পর্যাপ্ত শৌচাগার হয়েছে। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত স্কুলে গান্ধীজির পূর্ণাবয়ব দেওয়ালে খোদাই রিলিফ মূর্তি বসানো হয়েছে। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলার আয়োজক স্কুলের দায়িত্ব পেয়েছে দহিজুড়ির এই স্কুল। স্কুলের স্মার্ট ক্লাসে দৃশ্যশ্রাব্য মাধ্যমে বিভিন্ন বিষয়ে পড়াশোনার পাশাপাশি, পড়ুয়াদের তথ্যচিত্র দেখিয়ে লোকশিক্ষা ও সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।Conclusion:শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বিনপুর-১ ব্লকের দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠের প্রধানশিক্ষক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.