ETV Bharat / state

Jhargram : ঝাড়গ্রামের রাস্তায় পুলিশের ব্যারিকেড ঘিরে প্রশ্ন - Jhargram Municipality

ঝাড়গ্রাম পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ ব্যরিকেড দিয়েছে ৷ পৌরসভাকে না জানিয়ে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ ৷

jhargram police decision to closed a road for heavy vehicles raising many question
Jhargram : ঝাড়গ্রামের রাস্তায় পুলিশের ব্যারিকেড ঘিরে উঠছে প্রশ্ন
author img

By

Published : Nov 12, 2021, 1:52 PM IST

ঝাড়গ্রাম, 12 নভেম্বর : পৌর নির্বাচনের সলতে পাকানোর কাজ শুরু হয়েছে ৷ তার আগেই ঝাড়গ্রাম থানার কার্যকলাপে অস্বস্তিতে পড়লেন ঝাড়গ্রাম পৌরসভা পৌর প্রশাসক ও 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ।

অভিযোগ, ঝাড়গ্রাম পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা পৌরসভাকে না জানিয়ে হঠাৎ করে ঝাড়গ্রাম থানা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে । লেখা রয়েছে, বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না । ব্যারিকেডগুলি যেভাবে দেওয়া রয়েছে তার ফলে বাইক চলাচলেও সমস্যায় হচ্ছে । ফলে বড় যানবাহন দূরের কথা, ছোটখাটো গাড়িও বেরোতে পারছে না রাস্তা দিয়ে ।

আরও পড়ুন : Jhargram : ঝাড়গ্রামে পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে আতঙ্ক

ঝাড়গ্রাম থানার রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় অস্বস্তি প্রকাশ করে ঝাড়গ্রামে পৌর প্রশাসক কবিতা ঘোষ বলেন, ‘‘আমার পৌর এলাকার মধ্যে সাত নম্বর ওয়ার্ডে আমাদের কিছু না জানিয়েই ঝাড়গ্রাম থানা ঝাড়গ্রাম-মেদিনীপুর যাওয়ার যে বাস রুট ছিল, সেই রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে । এমনভাবে ব্যারিকেড করেছে ওই রাস্তার মধ্যে যে সমস্ত বাড়িগুলি রয়েছে তাদের ব্যক্তিগত গাড়িগুলিও যাতায়াত করতে পারছে না । এলাকার বাসিন্দারা বারবার আমার জানতে চাইছে, কেন রাস্তা বন্ধ করা হল ?’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশের সঙ্গে আলোচনা করে রাস্তাটির যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে ।’’

এদিকে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ সমানি বলেন, ‘‘যে রাস্তাটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, সেই রাস্তায় একটি কালীপুজা হয় । কালীপুজোর আগের দিন রাস্তায় ব্যারিকেড করা হয়েছিল । আমি প্রথমে ভেবেছিলাম পুজো উপলক্ষে ব্যারিকেডগুলি দেওয়া হয়েছে । পুজোর পরে দেখছি ব্যারিকেডগুলিতে থানার পক্ষ থেকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে । লেখা রয়েছে রাস্তা দিয়ে কোনও বড় যানবাহন যাবে না । কিন্তু ঝাড়গ্রামের ফ্লাইওভার হওয়ার পর থেকে ঝাড়গ্রাম-মেদিনীপুর রুটের সমস্ত বাস এই রাস্তা দিয়ে যাতায়াত করে ।’’

তাঁর প্রশ্ন, ‘‘বিকল্প কোনও ব্যবস্থা সঠিকভাবে না করে ঝাড়গ্রাম থানা কিভাবে এই পদক্ষেপ করতে পারে ?’’ তাঁর আরও দাবি, ‘‘এলাকার বাসিন্দারা আমাকে ফোন করে বারবার জানাচ্ছেন যেভাবে ব্যারিকেডগুলি দেওয়া হয়েছে, তাদের ব্যক্তিগত গাড়িগুলিও যাতায়াত করতে পারছে না ।’’

এদিকে এই নিয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন , "বিষয়টি আমার জানা নেই ৷ খোঁজ খবর নিয়ে দেখছি ৷"

আরও পড়ুন : Jhargram : সেতুর দাবিতে রাস্তা অবরোধ বেলপাহাড়িতে, লাঠিচার্জের অভিযোগ

ঝাড়গ্রাম, 12 নভেম্বর : পৌর নির্বাচনের সলতে পাকানোর কাজ শুরু হয়েছে ৷ তার আগেই ঝাড়গ্রাম থানার কার্যকলাপে অস্বস্তিতে পড়লেন ঝাড়গ্রাম পৌরসভা পৌর প্রশাসক ও 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ।

অভিযোগ, ঝাড়গ্রাম পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা পৌরসভাকে না জানিয়ে হঠাৎ করে ঝাড়গ্রাম থানা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে । লেখা রয়েছে, বড় যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না । ব্যারিকেডগুলি যেভাবে দেওয়া রয়েছে তার ফলে বাইক চলাচলেও সমস্যায় হচ্ছে । ফলে বড় যানবাহন দূরের কথা, ছোটখাটো গাড়িও বেরোতে পারছে না রাস্তা দিয়ে ।

আরও পড়ুন : Jhargram : ঝাড়গ্রামে পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে আতঙ্ক

ঝাড়গ্রাম থানার রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় অস্বস্তি প্রকাশ করে ঝাড়গ্রামে পৌর প্রশাসক কবিতা ঘোষ বলেন, ‘‘আমার পৌর এলাকার মধ্যে সাত নম্বর ওয়ার্ডে আমাদের কিছু না জানিয়েই ঝাড়গ্রাম থানা ঝাড়গ্রাম-মেদিনীপুর যাওয়ার যে বাস রুট ছিল, সেই রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে । এমনভাবে ব্যারিকেড করেছে ওই রাস্তার মধ্যে যে সমস্ত বাড়িগুলি রয়েছে তাদের ব্যক্তিগত গাড়িগুলিও যাতায়াত করতে পারছে না । এলাকার বাসিন্দারা বারবার আমার জানতে চাইছে, কেন রাস্তা বন্ধ করা হল ?’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশের সঙ্গে আলোচনা করে রাস্তাটির যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে ।’’

এদিকে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ সমানি বলেন, ‘‘যে রাস্তাটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, সেই রাস্তায় একটি কালীপুজা হয় । কালীপুজোর আগের দিন রাস্তায় ব্যারিকেড করা হয়েছিল । আমি প্রথমে ভেবেছিলাম পুজো উপলক্ষে ব্যারিকেডগুলি দেওয়া হয়েছে । পুজোর পরে দেখছি ব্যারিকেডগুলিতে থানার পক্ষ থেকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে । লেখা রয়েছে রাস্তা দিয়ে কোনও বড় যানবাহন যাবে না । কিন্তু ঝাড়গ্রামের ফ্লাইওভার হওয়ার পর থেকে ঝাড়গ্রাম-মেদিনীপুর রুটের সমস্ত বাস এই রাস্তা দিয়ে যাতায়াত করে ।’’

তাঁর প্রশ্ন, ‘‘বিকল্প কোনও ব্যবস্থা সঠিকভাবে না করে ঝাড়গ্রাম থানা কিভাবে এই পদক্ষেপ করতে পারে ?’’ তাঁর আরও দাবি, ‘‘এলাকার বাসিন্দারা আমাকে ফোন করে বারবার জানাচ্ছেন যেভাবে ব্যারিকেডগুলি দেওয়া হয়েছে, তাদের ব্যক্তিগত গাড়িগুলিও যাতায়াত করতে পারছে না ।’’

এদিকে এই নিয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন , "বিষয়টি আমার জানা নেই ৷ খোঁজ খবর নিয়ে দেখছি ৷"

আরও পড়ুন : Jhargram : সেতুর দাবিতে রাস্তা অবরোধ বেলপাহাড়িতে, লাঠিচার্জের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.