ETV Bharat / state

যশ মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন; কাটা হচ্ছে গাছ, চলছে মাইকিং - ঘূর্ণিঝড় যশ

যশের বিপর্যয় মোকাবিলায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 8167336699 চালু করা হয়েছে । প্রতিটি থানা এলাকায় ঘূর্ণি ঝড় যশের জন্য এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের ।

যশ মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন
যশ মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন
author img

By

Published : May 25, 2021, 10:52 AM IST

ঝাড়গ্রাম, 25 মে : ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় যশ । সে কথা জানার পরেই আরও বেশি করে তোড়জোড় শুরু করেছে ঝাড়গ্রাম জেলার পুলিশ-প্রশাসন । ঝাড়গ্রাম জেলায় কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । পাশাপাশি জেলার 8 টি ব্লকের বিডিও অফিসে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে । প্রতি ব্লকে বিডিও, থানার আইসি, ওসি এবং বিএমওএইচদের নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হচ্ছে । ব্লক স্তরে গঠন করা হচ্ছে একটি করে কুইক রেসপন্স টিম ।

ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত জানিয়েছেন, "জিওলজি দফতর থেকে ম্যাপিং করে বলেছে কাঁথি এলাকা দিয়ে ঢুকে ঝাড়গ্রামের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও এটা পরবর্তী কালে পাল্টাতে পারে । সেই মত আমরা প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায় টিম গঠন করতে বলেছি । যাতে সহজেই মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে আসা যায় । জেলার প্রতিটি হাসপাতালে 48 ঘন্টা অক্সিজেন মজুত ও বিদ্যুৎ ব্যাকআপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি বিএসএনএলের সঙ্গে কথা বলে মোবাইল টাওয়ারের পক্ষ থেকে জায়গায় জায়গায় টিম রাখা হচ্ছে । যাতে মোবাইল পরিবেষা সচল রাখা যায় । জেলা জুড়ে আড়াই হাজার ত্রাণ ও ত্রিপল প্রতি ব্লকে আগের থেকেই পাঠানো হয়েছে । অযথা আতঙ্কিত হবেন না, বাড়িতে থাকুন সতর্ক থাকুন ।"

তিনি আরও বলেন, " বিশেষ করে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লক, নয়াগ্রাম, সাঁকরাইল, ঝাড়গ্রাম, জামবনির উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। ঝড়ের জন্য এলাকার প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। যাতে ঝড়ে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত গেলে সেখানকার বাসিন্দাদের বিদ্যালয়ে নিয়ে এসে রাখা যায়। আইসিডিএস সেন্টার, শিশুশিক্ষা কেন্দ্র, প্রাথমিক ও হাইস্কুলগুলিতে ত্রাণ শিবিরের সমস্ত রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। 2019 সালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল ও গোপীবল্লভপুর ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল ।"

যশের বিপর্যয় মোকাবিলায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 8167336699 চালু করা হয়েছে । প্রতিটি থানা এলাকায় ঘূর্ণিঝড় যশের জন্য এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের । নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধ গচ্ছিত করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে । মাটির ও কাঁচা বাড়িতে ঝড়ের সময় থাকতে নিষেধ করা হচ্ছে নদী তীরবর্তী মানুষজনদের ।

যশ মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন

আরও পড়ুন : করোনা আক্রান্ত বিজেপি পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "জেলাশাসকের সঙ্গে সব সময় আলোচনা করে যশকে প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । প্রতি থানা এলাকায় মনিটারিং টিম গঠন করা হয়েছে । গত কয়েকদিন ধরে নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লক, সাঁকরাইল ব্লক গুলিতে সতর্কতার প্রচার করা হচ্ছে । এনডিআরএফ টিম আসতে পারে সে জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে । ত্রাণ ও ত্রিপলের ক্ষেত্রে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে কাজ করছি । আমাদেরকে সতর্ক থাকতে এবং প্রস্তুত থাকতে হবে ।"এছাড়াও ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে শহরের বুকের দীর্ঘদিনের মৃত গাছগুলো কেটে ফেলা হয়েছে । অভি ভারী বৃষ্টির সম্ভানা থাকার কারণে শহরের নিকাশি ব্যবস্থা পরিষ্কারের কাজ সোমবার থেকে শুরু হয়েছে ।"

ঝাড়গ্রাম, 25 মে : ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় যশ । সে কথা জানার পরেই আরও বেশি করে তোড়জোড় শুরু করেছে ঝাড়গ্রাম জেলার পুলিশ-প্রশাসন । ঝাড়গ্রাম জেলায় কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । পাশাপাশি জেলার 8 টি ব্লকের বিডিও অফিসে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে । প্রতি ব্লকে বিডিও, থানার আইসি, ওসি এবং বিএমওএইচদের নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হচ্ছে । ব্লক স্তরে গঠন করা হচ্ছে একটি করে কুইক রেসপন্স টিম ।

ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত জানিয়েছেন, "জিওলজি দফতর থেকে ম্যাপিং করে বলেছে কাঁথি এলাকা দিয়ে ঢুকে ঝাড়গ্রামের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও এটা পরবর্তী কালে পাল্টাতে পারে । সেই মত আমরা প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায় টিম গঠন করতে বলেছি । যাতে সহজেই মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে আসা যায় । জেলার প্রতিটি হাসপাতালে 48 ঘন্টা অক্সিজেন মজুত ও বিদ্যুৎ ব্যাকআপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি বিএসএনএলের সঙ্গে কথা বলে মোবাইল টাওয়ারের পক্ষ থেকে জায়গায় জায়গায় টিম রাখা হচ্ছে । যাতে মোবাইল পরিবেষা সচল রাখা যায় । জেলা জুড়ে আড়াই হাজার ত্রাণ ও ত্রিপল প্রতি ব্লকে আগের থেকেই পাঠানো হয়েছে । অযথা আতঙ্কিত হবেন না, বাড়িতে থাকুন সতর্ক থাকুন ।"

তিনি আরও বলেন, " বিশেষ করে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লক, নয়াগ্রাম, সাঁকরাইল, ঝাড়গ্রাম, জামবনির উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। ঝড়ের জন্য এলাকার প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। যাতে ঝড়ে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত গেলে সেখানকার বাসিন্দাদের বিদ্যালয়ে নিয়ে এসে রাখা যায়। আইসিডিএস সেন্টার, শিশুশিক্ষা কেন্দ্র, প্রাথমিক ও হাইস্কুলগুলিতে ত্রাণ শিবিরের সমস্ত রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। 2019 সালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল ও গোপীবল্লভপুর ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল ।"

যশের বিপর্যয় মোকাবিলায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 8167336699 চালু করা হয়েছে । প্রতিটি থানা এলাকায় ঘূর্ণিঝড় যশের জন্য এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের । নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধ গচ্ছিত করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে । মাটির ও কাঁচা বাড়িতে ঝড়ের সময় থাকতে নিষেধ করা হচ্ছে নদী তীরবর্তী মানুষজনদের ।

যশ মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন

আরও পড়ুন : করোনা আক্রান্ত বিজেপি পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "জেলাশাসকের সঙ্গে সব সময় আলোচনা করে যশকে প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । প্রতি থানা এলাকায় মনিটারিং টিম গঠন করা হয়েছে । গত কয়েকদিন ধরে নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লক, সাঁকরাইল ব্লক গুলিতে সতর্কতার প্রচার করা হচ্ছে । এনডিআরএফ টিম আসতে পারে সে জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে । ত্রাণ ও ত্রিপলের ক্ষেত্রে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে কাজ করছি । আমাদেরকে সতর্ক থাকতে এবং প্রস্তুত থাকতে হবে ।"এছাড়াও ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে শহরের বুকের দীর্ঘদিনের মৃত গাছগুলো কেটে ফেলা হয়েছে । অভি ভারী বৃষ্টির সম্ভানা থাকার কারণে শহরের নিকাশি ব্যবস্থা পরিষ্কারের কাজ সোমবার থেকে শুরু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.