ETV Bharat / state

Jhargram Accident CCTV: ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, প্রকাশ্যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ - ঝাড়গ্রাম দুর্ঘটনা সিসিটিভি

ঝাড়গ্রামের কদমকানন রেলগেট এলাকায় সাইকেল নিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিলেন বৃদ্ধ ৷ সিসিটিভি ফুটেজের সেই দৃশ্যই সোশাল মিডিয়ায় ভাইরাল হল (Jhargram Accident CCTV) ৷

Jhargram Accident CCTV
ট্রেনের ধাক্কায় মৃত্যু, সিসিটিভি ফুটেজে দৃশ্য হল ভাইরাল
author img

By

Published : Nov 7, 2022, 7:20 AM IST

ঝাড়গ্রাম, 7 নভেম্বর: ঝাড়গ্রামে সাইকেল নিয়ে রেললাইন পারাপারের সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বৃদ্ধের দেহ! মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হল সোশাল মিডিয়ায় (Jhargram Accident CCTV) ।

রেল পুলিশ জানিয়েছিল, মৃতের নাম কপিলমণি পাণ্ডে (72) । তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায় । দুর্ঘটনাটি ঘটেছিল ঝাড়গ্রামের কদমকানন রেলগেট এলাকায় । গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখায় আপ লাইনে আনন্দবিহার এক্সপ্রেস যাচ্ছিল । ওই সময় কদমকাননে রেলগেট বন্ধ ছিল । বৃদ্ধ কদমকানন থেকে ঘোড়াধরার দিকে সাইকেল নিয়ে পারাপার করছিলেন ।

ট্রেনের ধাক্কায় মৃত্যু, সিসিটিভি ফুটেজে দৃশ্য হল ভাইরাল

আরও পড়ুন: মাত্র সাড়ে চারশো টাকার জন্য যুবককে পিটিয়ে খুন কলকাতায়

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বৃদ্ধকে রেললাইন পারাপার করতে নিষেধ করলেও তাতে তিনি কর্ণপাত করেননি । তারপরেই ট্রেনের সামনে পড়ে গিয়ে সাইকেল-সহ মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধ । খবর পেয়ে ঝাড়গ্রাম জিআরপি থানার পুলিশ ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল । এবার এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ।

ঝাড়গ্রাম, 7 নভেম্বর: ঝাড়গ্রামে সাইকেল নিয়ে রেললাইন পারাপারের সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বৃদ্ধের দেহ! মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হল সোশাল মিডিয়ায় (Jhargram Accident CCTV) ।

রেল পুলিশ জানিয়েছিল, মৃতের নাম কপিলমণি পাণ্ডে (72) । তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায় । দুর্ঘটনাটি ঘটেছিল ঝাড়গ্রামের কদমকানন রেলগেট এলাকায় । গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখায় আপ লাইনে আনন্দবিহার এক্সপ্রেস যাচ্ছিল । ওই সময় কদমকাননে রেলগেট বন্ধ ছিল । বৃদ্ধ কদমকানন থেকে ঘোড়াধরার দিকে সাইকেল নিয়ে পারাপার করছিলেন ।

ট্রেনের ধাক্কায় মৃত্যু, সিসিটিভি ফুটেজে দৃশ্য হল ভাইরাল

আরও পড়ুন: মাত্র সাড়ে চারশো টাকার জন্য যুবককে পিটিয়ে খুন কলকাতায়

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বৃদ্ধকে রেললাইন পারাপার করতে নিষেধ করলেও তাতে তিনি কর্ণপাত করেননি । তারপরেই ট্রেনের সামনে পড়ে গিয়ে সাইকেল-সহ মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধ । খবর পেয়ে ঝাড়গ্রাম জিআরপি থানার পুলিশ ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল । এবার এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.