ETV Bharat / state

HS Examinee Gets Aadhaar: হাতের আঙুলের সমস্যায় হয়নি আধার! প্যারালিগাল ভলান্টিয়ারের হস্তক্ষেপে আঁধার কাটল পরীক্ষার্থীর

আধার কার্ড ছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারত না পরীক্ষার্থী ৷ কারণ তার বাঁ-হাতের আঙুলের একটা অংশ নেই ৷ কিন্তু এই সমস্যার সমাধান করলেন বিচারক ৷

অবশেষে চিন্তামুক্ত পরীক্ষার্থী
HS Examinee
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 10:51 PM IST

অবশেষে চিন্তামুক্ত পরীক্ষার্থী

ঝাড়গ্রাম, 17 অক্টোবর: আধার কার্ড ছাড়া পরীক্ষায় বসতে পারবে না কোনও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে। এই নির্দেশিকা বিদ্যালয়ে পৌঁছনোর পর পরীক্ষায় না-বসতে পারার চিন্তা গ্রাস করেছিল দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। কারণ তার বাঁ-হাতের আঙুলের একটা অংশ না-থাকার কারণে আধার কার্ড তৈরি হয়নি। আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এইটুকু সময়ের মধ্যে কীভাবে হবে আধার কার্ড? সেই চিন্তাতেই পড়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই ও তার পরিবার। কিন্তু তার সমাধান হল আজ অর্থাৎ, মঙ্গলবার ৷

গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাকনিয়া গ্রামে ঝুমার বাড়ি। ঝুমা পেটবিন্ধী ডিকেএম স্কুলের ছাত্রী। জন্ম থেকেই বাঁ-হাতের আঙুলের একটা অংশ না-থাকায় বহুবার আধার কার্ড করার পরেও তার আধার কার্ড তৈরি হয়নি। যার ফলে আধার কার্ড না-থাকায় নানা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত ঝুমাকে। আর উচ্চমাধ্যমিক শিক্ষা দফতরের নির্দেশিকায় তার মাথায় পাহাড় ভেঙে পড়েছিল। কিন্তু গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারালিগাল ভলান্টিয়ার রিতা দাস দত্তকে বিষয়টি জানায় ঝুমা।

তারপর এই প্যারালিগাল ভলান্টিয়ারের সহযোগিতায় ঝুমা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে দ্বারস্থ হন। বিচারকের নির্দেশে সমস্ত প্রশাসনিক বাধা কাটিয়ে অবশেষে মঙ্গলবার নিজের আধার কার্ড হাতে পায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই। প্যারালিগাল ভলান্টিয়ার রিতা দাস দত্ত বলেন, "ঝুমা পালই নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড ছিল না এবং সে পরীক্ষায় আধার কার্ড ছাড়া বসতে পারত না। এই সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক তথা সচিবের কাছে আবেদন জানালে ঝুমা পালই আজ তার আধার কার্ড পেয়েছে ।"

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন, "প্রশাসনিক সমস্যা সমস্যার সমাধান করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। আজ সে তার আধার কার্ড হাতে পেয়েছে । তার পরীক্ষা ভালো হোক এই কামনা করি।" উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই বলেন, "ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দরুণ আমার আধার কার্ড হল। এবার আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারব।"

আরও পড়ুন: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য জাল করে প্রতারণা ! গ্রেফতার আরও 3

অবশেষে চিন্তামুক্ত পরীক্ষার্থী

ঝাড়গ্রাম, 17 অক্টোবর: আধার কার্ড ছাড়া পরীক্ষায় বসতে পারবে না কোনও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে। এই নির্দেশিকা বিদ্যালয়ে পৌঁছনোর পর পরীক্ষায় না-বসতে পারার চিন্তা গ্রাস করেছিল দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। কারণ তার বাঁ-হাতের আঙুলের একটা অংশ না-থাকার কারণে আধার কার্ড তৈরি হয়নি। আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এইটুকু সময়ের মধ্যে কীভাবে হবে আধার কার্ড? সেই চিন্তাতেই পড়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই ও তার পরিবার। কিন্তু তার সমাধান হল আজ অর্থাৎ, মঙ্গলবার ৷

গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাকনিয়া গ্রামে ঝুমার বাড়ি। ঝুমা পেটবিন্ধী ডিকেএম স্কুলের ছাত্রী। জন্ম থেকেই বাঁ-হাতের আঙুলের একটা অংশ না-থাকায় বহুবার আধার কার্ড করার পরেও তার আধার কার্ড তৈরি হয়নি। যার ফলে আধার কার্ড না-থাকায় নানা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত ঝুমাকে। আর উচ্চমাধ্যমিক শিক্ষা দফতরের নির্দেশিকায় তার মাথায় পাহাড় ভেঙে পড়েছিল। কিন্তু গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারালিগাল ভলান্টিয়ার রিতা দাস দত্তকে বিষয়টি জানায় ঝুমা।

তারপর এই প্যারালিগাল ভলান্টিয়ারের সহযোগিতায় ঝুমা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে দ্বারস্থ হন। বিচারকের নির্দেশে সমস্ত প্রশাসনিক বাধা কাটিয়ে অবশেষে মঙ্গলবার নিজের আধার কার্ড হাতে পায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই। প্যারালিগাল ভলান্টিয়ার রিতা দাস দত্ত বলেন, "ঝুমা পালই নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড ছিল না এবং সে পরীক্ষায় আধার কার্ড ছাড়া বসতে পারত না। এই সমস্যা নিয়ে আমার কাছে আসলে আমি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক তথা সচিবের কাছে আবেদন জানালে ঝুমা পালই আজ তার আধার কার্ড পেয়েছে ।"

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন, "প্রশাসনিক সমস্যা সমস্যার সমাধান করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। আজ সে তার আধার কার্ড হাতে পেয়েছে । তার পরীক্ষা ভালো হোক এই কামনা করি।" উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ঝুমা পালই বলেন, "ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দরুণ আমার আধার কার্ড হল। এবার আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারব।"

আরও পড়ুন: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য জাল করে প্রতারণা ! গ্রেফতার আরও 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.