ETV Bharat / state

দিল্লির মহিষাসুরকে হারাতে পারবে বাংলার দুর্গা, সুযোগ দিন : চন্দ্রবাবু - suvendu adhikari

লালগড়ে তৃণমূল কংগ্রেসের সভায় মোদিকে মহিষাসুর বলে কটাক্ষ চন্দ্রবাবুর ।

চন্দ্রবাবু ও শুভেন্দু
author img

By

Published : May 8, 2019, 7:12 PM IST

Updated : May 8, 2019, 7:58 PM IST

লালগড়, 8 মে : লালগড়ে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে এই সভা হয় ।

সভা থেকে চন্দ্রবাবু বলেন, "আমি বাংলায় আসতে পেরে খুব খুশি । বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ তা আগামীকাল ভাববে ।" তিনি আরও বলেন, "বাংলা এই দেশকে মহান সব সন্তান প্রদান করেছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে অন্যতম । এঁরা সবাই বাংলাকে ভারতের অগ্রগতি ও সংস্কৃতির মুখ হিসেবে তুলে ধরেছেন । মমতা দিদি এই মহান ঐতিহ্যের প্রকৃত উত্তরাধিকারী । তিনি ও তাঁর দল এককভাবে এই রাজ্যে 35 বছর শাসন করা একটি দলকে ক্ষমতাচ্যুত করেছিল ।"

দেখুন ভিডিয়ো

BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "দেশের মানুষ মোদি সরকারকে নিয়ে বিরক্ত । এখন আপনাদের কাছে BJP-র মতো এক সাম্প্রদায়িক দলকে হারানো ও উচিত শিক্ষা দেওয়ার সুযোগ আছে । বাংলার দুর্গাকে দিল্লির মহিষাসুরকে হারানোর এবং দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার সুযোগ করে দিন ।" তৃণমূল সুপ্রিমোর ভূয়সি প্রশংসা করে চন্দ্রবাবু বলেন, "মমতা ব্যানার্জি একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব । তিনি দরিদ্রদের কল্যাণের জন্য সব সময় লড়াই করেন । 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন । তারপর থেকে দরিদ্রদের সুবিধার্থে অনেক প্রকল্প চালু করেছেন । জাতীয় রাজনীতিতেও মমতাদিদি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । BJP ধর্মের নামে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে । BJP-কে সুযোগ দেওয়ার অর্থ সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করা ।"

লালগড়, 8 মে : লালগড়ে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে এই সভা হয় ।

সভা থেকে চন্দ্রবাবু বলেন, "আমি বাংলায় আসতে পেরে খুব খুশি । বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ তা আগামীকাল ভাববে ।" তিনি আরও বলেন, "বাংলা এই দেশকে মহান সব সন্তান প্রদান করেছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে অন্যতম । এঁরা সবাই বাংলাকে ভারতের অগ্রগতি ও সংস্কৃতির মুখ হিসেবে তুলে ধরেছেন । মমতা দিদি এই মহান ঐতিহ্যের প্রকৃত উত্তরাধিকারী । তিনি ও তাঁর দল এককভাবে এই রাজ্যে 35 বছর শাসন করা একটি দলকে ক্ষমতাচ্যুত করেছিল ।"

দেখুন ভিডিয়ো

BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "দেশের মানুষ মোদি সরকারকে নিয়ে বিরক্ত । এখন আপনাদের কাছে BJP-র মতো এক সাম্প্রদায়িক দলকে হারানো ও উচিত শিক্ষা দেওয়ার সুযোগ আছে । বাংলার দুর্গাকে দিল্লির মহিষাসুরকে হারানোর এবং দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার সুযোগ করে দিন ।" তৃণমূল সুপ্রিমোর ভূয়সি প্রশংসা করে চন্দ্রবাবু বলেন, "মমতা ব্যানার্জি একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব । তিনি দরিদ্রদের কল্যাণের জন্য সব সময় লড়াই করেন । 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন । তারপর থেকে দরিদ্রদের সুবিধার্থে অনেক প্রকল্প চালু করেছেন । জাতীয় রাজনীতিতেও মমতাদিদি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । BJP ধর্মের নামে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে । BJP-কে সুযোগ দেওয়ার অর্থ সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করা ।"

তোতা পাখির তেতো বুলি চাইনা ,চাইনা ভোতা বুলি, যে প্রধানমন্ত্রী বন্যার সময় খবর নেয়নি নোট বন্দির সময় সাহায্য করেনি সেই প্রধানমন্ত্রী ভোটের সময় ভোট চাইতে এসেছে তাই তোতাপাখির তেতো বুলি চায়না l পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 42 এ 42 পাব বিজেপিকে বাংলা থেকে তাড়াবো ,আমরাই পারি একমাত্র বাংলার মানুষই পারে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে ! ঠিক এরকমই মন্তব্য করে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l বলা যায় যে ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মোদিকে নিশানা করলেন l তিনি বক্তব্য শুরু করে প্রথম থেকেই মোদিকে নিশানা করেন l তিনি বলেন এই প্রধানমন্ত্রী যিনি কখনো বন্যার সময় এখানে আসেন নি , নোট বন্দির সময় অনেক মানুষ মারা গেছে তখন একবার খোঁজ নেন নি ,অথচ লোকসভা ভোটে চলে এসেছেন ভোট চাইতে ,তাই এই তোতা পাখির তেতো বুলি আর চায়না l বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবারের লোকসভা ভোটে দেশ থেকে তাড়াতে হবে মোদিকে ,তিনি অনেক অত্যাচার করেছেন l এই মোদিকে আর না , কোন রাজ্য পারেনি বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে , বাংলা একমাত্র রাজ্য যে রাজ্য বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে ,আমি সেই ঘন্টা বাঁধবো l মোদিকে সরাতেই হবে না হলে এই দেশে কোন সংবিধান থাকবে না , কোনো জাতি থাকবে না ,কোন ধর্ম বর্ণ কিছুই থাকবে না, যদি না মোদিকে সরানো হয় l ওদের এমপিরা তো বলে এই লোকসভা জেতার পর আর কোনো ইলেকশন হবে না ,এই মোদি সরকার একটি ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে l এখন দেশে চলছে এমার্জেন্সি অবস্থা ,কার বলার ক্ষমতা নেই ,নেই অধিকার সংবিধানের l এমনকি সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে ,তাদেরকে ভয় দেখানো হয়েছে যাতে বিজেপি বিরোধী খবর না করে l পশ্চিমবাংলায় লোকসভায় বিজেপি রয়েছে মাত্র দুই টি আসন , মুখ্যমন্ত্রী বলেন এবারে এই দুটি আসন ও আর থাকবে না l থাকবে শুধু রসগোল্লা , বড় বড় রসগোল্লা যে রসগোল্লার মধ্যে আমরা মাটির গোলা পাকিয়ে রাখবো, আর স্টোন চিপস মিশিয়ে দেব ,যে রসগোল্লা কামড়ালে খট করে দাঁত ভেঙে পড়বে l
Last Updated : May 8, 2019, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.