ঝাড়গ্রাম, 7 মে: মাসির বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল কিশোরীর ৷ ঝাড়গ্রামের বিনপুর থানার সাহাড়ি গ্রামে শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ পুকুরে স্নান করার সময় ভাইকে বাঁচাতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল দিদির ৷ মৃতের নাম এলিনা সিং ৷ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এলিনার সাত বছরের ভাই প্রাসাদ সিং ৷
তাঁরা মেদিনীপুর শহরের দেশবন্ধুনগরে বাসিন্দা ৷ মায়ের সঙ্গে মাসির বাড়ি বেড়াতে এসেছিলেন ৷ কিন্তু কে জানত আর বাড়ি ফেরা হবে না 19 বছরের এই কিশোরীর ৷ শনিবার ভাই পুকুরে স্নান করেতে নেমে ডুবে যাচ্ছিল ৷ তা চোখ এড়ায়নি দিদির ৷ তাই ভাইকে ডুবে যেতে দেখে কোনও কিছু না-ভেবেই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন দিদি এলিনা ৷
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই
জানা গিয়েছে, মায়ের সঙ্গে দুই ভাই-বোন সাহাড়ি গ্রামে মাসির বাড়ি বেড়াতে এসেছিল । শনিবার দুপুরে এলিনা এবং তার ভাই দু'জনেই মা ও মাসির সঙ্গে স্থানীয় পুকুরে স্নান করতে যায় । সেই সময় হঠাৎ জলে তলিয়ে যায় এলিনার ভাই । ভাই-কে জল থেকে তোলার জন্য পুকুরে ঝাঁপ দেয় এলিনা । দু'জনেই গভীর জলে তলিয়ে যেতে থাকে ।
মা ও মাসির চিৎকার শুনে পুকুরে জড়ো হয় স্থানীয় গ্রামবাসীরা । তাদের দু'জনকে পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে । এলিনা ও তাঁর ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে তড়িঘড়ি স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এলিনার । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এলিনার ভাই প্রসাদ সিং । ঘটনার জেরে শোকের ছায়া ছড়িয়েছে সাহাড়ি এলাকায় । পুলিশ জানিয়েছেন , আত্মীয়র বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হয়েছে এলিনা সিং নামের এক যুবতীর । দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷