ETV Bharat / state

পক্ষপাতিত্ব করলে ডিএম ,এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সৌগত রায়ের - বিরবাহা হাঁসদা

বুধবার ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দান তৃণমূলকে সমর্থনের আর্জি জানিয়ে আদিবাসী ঐক্য মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয় । এদিনের জনসভায় যোগ দেন সৌগত রায় ও সমাজসেবী কৌস্তব সরকার । মঙ্গলবার লালগড়ের রামগড়ে তৃণমূলের সভার অনুমতি থাকলেও শুভেন্দুর সভার কোনও অনুমতি ছিল না । অনুমতি ছাড়াই শুভেন্দু প্রোগ্রাম করতে আসায় অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা ।

সৌগত রায়
সৌগত রায়
author img

By

Published : Mar 25, 2021, 1:15 PM IST

ঝাড়গ্রাম, 25মার্চ : তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করলে ২ই মে ডিএম ,এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সৌগত রায়। বুধবার ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে তৃণমূলের সমর্থনে আদিবাসী ঐক্য মঞ্চের জনসভায় একথা বলেন সৌগত। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী কৌস্তব সরকার ৷

উল্লেখ্য, মঙ্গলবার লালগড়ের রামগড়ে তৃণমূলের সভার অনুমতি থাকলেও শুভেন্দুর সভার কোনও অনুমতি ছিল না । তবু তিনি সভা করেন৷ অনুমতি ছাড়াই শুভেন্দু সভা করতে আসায় অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা ।

সেই প্রসঙ্গে টেনে সৌগত রায় বলেন, " গতকাল এখানে আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল ৷ শুভেন্দু অধিকারীর মিটিংয়ের কোনও পারমিশন ছিল না। তা সত্ত্বেও তিনি মঞ্চ পেতে সভা করতে গিয়েছিলেন । আমি বিরবাহাকে অভিনন্দন জানাই তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন । আমি ডিএম এবং এসপিকে নিন্দা করে বলি কেন তাঁরা আগে শুভেন্দু অধিকারীর সভার ব্যবস্থা নিলেন না । এটা আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই ? আমি এখানকার পুলিশ আধিকারিকদের বলতে চাই আপনারা নির্বাচন কমিশনের অধীনে এটা যেমন ঠিক । আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা নিচ্ছেন ২ই মের পর এটা পশ্চিমবাংলাই থাকবে । যাঁরা পক্ষপাতিত্ব করবেন তাঁদের বিরুদ্ধে আমরা ঠিক ব্যবস্থা নেব এটা মনে রাখবেন । অন্যায় করে কোনও পুলিশ আধিকারিক ছাড়া পাবেন না ।"

ডিএম ,এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সৌগত রায়ের

আরও পড়ুন : মমতার সুস্থতা কামনায় নেতাইয়ে পুজো

নির্বাচন ঘোষণার পূর্বে ঝাড়গ্রামের এই সার্কাস ময়দানে সভা করেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন । জঙ্গল মহলে প্রার্থী দেওয়ার কথাও তিনি বলেছিলেন । কিন্তু পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে তিনি সমর্থন জানান । সেই সমর্থনে এদিন আদিবাসী ঐক্য মঞ্চের পক্ষ থেকে তৃণমূলকে সমর্থন করার সভা আয়োজিত হয় । তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা হাঁসদা সাঁওতালি সিনেমার নায়িকা । তাঁকে সমর্থন জানাতে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সাঁওতালি সিনেমা জগতের তারকারা । এদিন বিরবাহা সাঁওতালি ভাষায় বলেন," জঙ্গলমহলের ঝাড়খন্ডি আন্দোলনের নেতা নরেন হাঁসদার মেয়ে আমি । সংগ্রাম করা আমাদের রক্তে রয়েছে । আমি চিরকাল আপনাদের পাশে ছিলাম ও পাশে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আপনাদের পাশে থাকার জন্য, সুযোগ করে দেয়ার জন্য "।

ঝাড়গ্রাম, 25মার্চ : তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করলে ২ই মে ডিএম ,এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সৌগত রায়। বুধবার ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে তৃণমূলের সমর্থনে আদিবাসী ঐক্য মঞ্চের জনসভায় একথা বলেন সৌগত। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী কৌস্তব সরকার ৷

উল্লেখ্য, মঙ্গলবার লালগড়ের রামগড়ে তৃণমূলের সভার অনুমতি থাকলেও শুভেন্দুর সভার কোনও অনুমতি ছিল না । তবু তিনি সভা করেন৷ অনুমতি ছাড়াই শুভেন্দু সভা করতে আসায় অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা ।

সেই প্রসঙ্গে টেনে সৌগত রায় বলেন, " গতকাল এখানে আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল ৷ শুভেন্দু অধিকারীর মিটিংয়ের কোনও পারমিশন ছিল না। তা সত্ত্বেও তিনি মঞ্চ পেতে সভা করতে গিয়েছিলেন । আমি বিরবাহাকে অভিনন্দন জানাই তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন । আমি ডিএম এবং এসপিকে নিন্দা করে বলি কেন তাঁরা আগে শুভেন্দু অধিকারীর সভার ব্যবস্থা নিলেন না । এটা আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই ? আমি এখানকার পুলিশ আধিকারিকদের বলতে চাই আপনারা নির্বাচন কমিশনের অধীনে এটা যেমন ঠিক । আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা নিচ্ছেন ২ই মের পর এটা পশ্চিমবাংলাই থাকবে । যাঁরা পক্ষপাতিত্ব করবেন তাঁদের বিরুদ্ধে আমরা ঠিক ব্যবস্থা নেব এটা মনে রাখবেন । অন্যায় করে কোনও পুলিশ আধিকারিক ছাড়া পাবেন না ।"

ডিএম ,এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সৌগত রায়ের

আরও পড়ুন : মমতার সুস্থতা কামনায় নেতাইয়ে পুজো

নির্বাচন ঘোষণার পূর্বে ঝাড়গ্রামের এই সার্কাস ময়দানে সভা করেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন । জঙ্গল মহলে প্রার্থী দেওয়ার কথাও তিনি বলেছিলেন । কিন্তু পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে তিনি সমর্থন জানান । সেই সমর্থনে এদিন আদিবাসী ঐক্য মঞ্চের পক্ষ থেকে তৃণমূলকে সমর্থন করার সভা আয়োজিত হয় । তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বিরবাহা হাঁসদা সাঁওতালি সিনেমার নায়িকা । তাঁকে সমর্থন জানাতে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সাঁওতালি সিনেমা জগতের তারকারা । এদিন বিরবাহা সাঁওতালি ভাষায় বলেন," জঙ্গলমহলের ঝাড়খন্ডি আন্দোলনের নেতা নরেন হাঁসদার মেয়ে আমি । সংগ্রাম করা আমাদের রক্তে রয়েছে । আমি চিরকাল আপনাদের পাশে ছিলাম ও পাশে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আপনাদের পাশে থাকার জন্য, সুযোগ করে দেয়ার জন্য "।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.