ঝাড়গ্রাম, 25 মার্চ : ঝাড়গ্রামে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর রোড শো-তে জনপ্লাবন । এই প্রথম ঝাড়গ্রাম শহর কোনও হাইভোল্টেজ ভোট দেখতে চলেছে । কিছুদিন আগেই তৃণমূলের অনুব্রত মণ্ডল ও ঘাটালের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ঝাড়গ্রামে রোড শো করেছেন । কিন্তু সেই দু-জনের তুলনায় এদিন ‘ফাটা কেষ্ট’র রোড শোতে চোখে পড়ার মতো ভিড় দেখা গেল ।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী সুখময় শতপতির সমর্থনে রোড শো করেন মিঠুন । পুরাতন ঝাড়গ্রাম থেকে জামদা সার্কাস ময়দান পর্যন্ত রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ মানুষ তারকাকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন । এদিনই ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের শেষ দিন ছিল । সময়সীমা ছিল বিকেল 5টা পর্যন্ত । সে কথা মাথায় রেখেই বিকেল 4টে বেজে 58 মিনিটে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রোড শো শেষ করে মিঠুন ।
আরও পড়ুন: কাশীপুর-বেলগাছিয়ার ভোটার তালিকায় মিঠুন, এ বার কি প্রার্থী ?
পাঁচমাথা মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আপনারা দেখবেন বাংলা সোনার বাংলা হয়ে যাবে । ছ‘মাসের মধ্যে অটোমেটিকলি ডেভলপ করবে বাংলা ।
ব্রিগেডের সমাবেশে যে ডায়ালগ বলে বিজেপি সমর্থকদের মন জয় করেছিলেন, এদিনও কমিশনের বিধি বাঁচিয়ে সেই ডায়ালগ ইশারায় তুলে ধরেন মিঠুন ৷