ঝাড়গ্রাম, 23 জুলাই: মোবাইলের যুগে ধর্মীয় সংস্কৃতি থেকে বিমুখ হয়ে পড়ছে ছোট ছেলেমেয়েরা ৷ তাই তাদের ধর্মীয় সংস্কৃতি সঙ্গে পরিচয় করাতে ঝাড়গ্রাম শহরে প্রথমবার অনুষ্ঠিত হল 'বালকা কাবড় যাত্রা' ৷ অর্থাৎ বালকদের বাঁকে জল নিয়ে যাত্রা । রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে ছোট ছোট ছেলেমেয়েরা সেই যাত্রায় অংশ নিয়েছিল ৷ জামদা এলাকার হনুমান মন্দির থেকে বাঁকে করে জল নিয়ে খুদেরা প্রায় দু'কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেয় ৷ তারা এরপর বলরামডিহি এলাকার লক্ষ্মীনারায়ণ মন্দিরে শিবের মাথায় জল ঢালে ।
তবে খুদেদের এই পথ যাত্রায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট্ট দুই শিব ও পার্বতী ৷ সুন্দর পোশাকে সাজানো হয়েছিল তাদের । এদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের সঙ্গে অংশ নিয়েছিল তাদের মায়েরাও । এক খুদের মা ও অনুষ্ঠানের উদ্যোক্তা সঙ্গীতা আগরওয়াল বলেন, "আমাদের ধর্মীয় সংস্কৃতি আচার-আচরণ ও রীতিনীতি ছোট্ট থেকেই এই শিশুদেরকে শেখানোর চেষ্টা করছি ৷ আর সেজন্যই আমাদের আজকের এই উদ্যোগ ।"
তাঁর কথায়, শ্রাবণ মাসে সকলে শিব-ঠাকুরের মাথায় জল ঢালে ৷ এটা আমাদের ধর্মীয় সংস্কৃতি । আর সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানোর জন্য এই প্রথমবার বালকা কাবড় যাত্রার আয়োজন করা হয়েছে । প্রায় 65 থেকে 70 জন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে । আগামিদিনে আরও ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে বলে তাঁর আশা । সঙ্গীতা বলেন, "আমরা চাইব ঝাড়গ্রামে এই প্রথম শুরু হলেও প্রতিবছর শ্রাবণ মাসে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ।"
আরও পড়ুন: সম্রাট কণিষ্কও এই শিবলিঙ্গের পুজো করতেন, জানুন রাঢ়বঙ্গের মোটাবাবার কাহিনী
প্রসঙ্গত, পড়াশোনার চাপ বা বেশি মোবাইলের ব্যবহারে দিনে দিনে ধর্মীয় সংস্কৃতির থেকে দূরত্ব বাড়ছে বর্তমান প্রজন্মের । এই পরিস্থিতিতে বালকা কাবড় যাত্রার মতো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঝাড়গ্রামের সাধারণ মানুষ ।