বেলদা, 9 অগাস্ট : বেলদা স্টেশনে উদ্ধার অর্ধনগ্ন মুণ্ডহীন মৃতদেহ ৷ আজ সাত সকালে বেলদা স্টেশনের কাছে ট্রেনলাইনের ধারে মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ তারপর খবর দেওয়া হয় GRP-কে ।
বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । রেললাইনের ধার থেকে এইভাবে মুণ্ডহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে । খুন না কি?আত্মহত্যা ? তা খতিয়ে দেখছে পুলিশ ।
কিছুদিন আগে এই বেলদা স্টেশনের কাছে রেললাইনের ধারে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ । সেই ঘটনার এখনও তদন্ত চালছে । এর মধ্যেই আজ সকালে এই দেহ উদ্ধারের ঘটনা ।