ETV Bharat / state

বেলদায় উদ্ধার অর্ধনগ্ন মুণ্ডহীন দেহ - Balda rescues

অর্ধনগ্ন মুণ্ডহীন মৃতদেহ ঘিরে চাঞ্চল্য বেলদা স্টেশনে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মুণ্ড খুঁজে না পাওয়ায় জানা যায়নি পরিচয় ৷

বেলদা
author img

By

Published : Aug 9, 2019, 2:14 PM IST

বেলদা, 9 অগাস্ট : বেলদা স্টেশনে উদ্ধার অর্ধনগ্ন মুণ্ডহীন মৃতদেহ ৷ আজ সাত সকালে বেলদা স্টেশনের কাছে ট্রেনলাইনের ধারে মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ তারপর খবর দেওয়া হয় GRP-কে ।

বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । রেললাইনের ধার থেকে এইভাবে মুণ্ডহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে । খুন না কি?আত্মহত্যা ? তা খতিয়ে দেখছে পুলিশ ।

কিছুদিন আগে এই বেলদা স্টেশনের কাছে রেললাইনের ধারে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ । সেই ঘটনার এখনও তদন্ত চালছে । এর মধ্যেই আজ সকালে এই দেহ উদ্ধারের ঘটনা ।

বেলদা, 9 অগাস্ট : বেলদা স্টেশনে উদ্ধার অর্ধনগ্ন মুণ্ডহীন মৃতদেহ ৷ আজ সাত সকালে বেলদা স্টেশনের কাছে ট্রেনলাইনের ধারে মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ তারপর খবর দেওয়া হয় GRP-কে ।

বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । রেললাইনের ধার থেকে এইভাবে মুণ্ডহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে । খুন না কি?আত্মহত্যা ? তা খতিয়ে দেখছে পুলিশ ।

কিছুদিন আগে এই বেলদা স্টেশনের কাছে রেললাইনের ধারে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ । সেই ঘটনার এখনও তদন্ত চালছে । এর মধ্যেই আজ সকালে এই দেহ উদ্ধারের ঘটনা ।

Intro:বেলদায় উদ্ধার অর্ধনগ্ন মুন্ডহীন মৃতদেহ , মুণ্ডুর খোঁজে জি আর পি l Body:বেলদায় উদ্ধার অর্ধনগ্ন মুন্ডহীন মৃতদেহ , মুণ্ডুর খোঁজে জি আর পি l

অজ্ঞাত পরিচয় মুন্ডহীন অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় l ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার সাত সকালে বেলদা স্টেশন এর কাছে ট্রেন লাইনের ধারে মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখেন ট্রেন যাত্রীরা ,তারপর খবর দেওয়া হয় জি আর পি কে l পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তে পাঠিয়েছে l রেল লাইনের ধার থেকে এইভাবে মুণ্ডহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে l খুন নাকি? এটি আত্মহত্যা ?তাই এখন প্রশ্নচিহ্নের মুখে l এই মৃতদেহের সাথে রাজনৈতিক যোগ আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ , দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে l এই কিছুদিন আগে এই বেলদা রেল লাইনের ধারে উদ্ধার হয়েছিল অজ্ঞাতপরিচয় মৃতদেহ সেই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ,তারপর আজ সকালে মুন্ডুহীন অর্ধনগ্ন দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায় l Conclusion:বেলদায় উদ্ধার অর্ধনগ্ন মুন্ডহীন মৃতদেহ , মুণ্ডুর খোঁজে জি আর পি l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.