বেলপাহাড়ি, 31 মার্চ : ভোটের আগে জঙ্গলমহল থেকে উদ্ধার অস্ত্র। আজ সকালে বেলপাহাড়ি থানার পচাপানি গ্রামে একটি পুকুর খনন করত গিয়ে একটি ওয়ান শাটার বন্দুর উদ্ধার হয়।
ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার করা হয়েছে ভোটের আগে। আজ সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি ফাঁড়ির পচাপানি গ্রামে পুকুর খনন করছিলেন স্থানীয়রা। সেইসময় মাটির নিচ থেকে একটি ওয়ান শাটার বন্দুক পাওয়া যায়। পুলিশ এসে সেটি উদ্ধার করে।
কোথা থেকে বন্দুক এল তা খতিয়ে দেখছে পুলিশ।