ETV Bharat / state

Tourist Family Missing in Skkim: সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের 5 সদস্য - Sikkim visit

সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ ঝাড়গ্রামের 5 পর্যটক ৷ নিখোঁজ পর্যটকরা সকলেই একই পরিবারের সদস্য ৷ তার মধ্যে একটি শিশুও আছে ৷ একটি পর্যটন সংস্থার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন এই 5 জন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 9:57 AM IST

Updated : Oct 6, 2023, 12:35 PM IST

বেড়াতে গিয়ে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের 5 সদস্য

ঝাড়গ্রাম, 6 অক্টোবর: সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য। ঝাড়গ্রাম শহরের 3 নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকার রথ পরিবারের দুই ছেলে শুভদীপ রথ ও অপূর্ব রথ, দুই বৌমা সুপ্রিয়া রথ ও নীলা রথ ও নাতি অর্নেষ রথ সিকিমে বেড়াতে গিয়েছিলেন ৷ বেশ কয়েকদিন ধরে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা ৷ আশঙ্কা তাঁরা সকলেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ শুভদীপ রাজ্য পুলিশের কনস্টেবল। পরিবারের 5 সদস্যের খোঁজ পেতে টিভির পর্দায় চোখ রেখে বসে আছেন রথ দম্পতি ৷ যোগাযোগ করছেন প্রশাসনের সঙ্গেও।

জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখ সিকিমের উদ্দেশ্যে রওনা দেন রথ পরিবারের 5 সদস্য। সিকমে পৌঁছে 3 অক্টোবর বাড়িতে থাকা বাবা অরুণ কুমার রথ ও মা অলকা রথের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকেই পরিবারের 5 সদস্য সঙ্গে আর কোনও ভাবে যোগাযোগ করতে পারেননি বাবা-মা। যতবার এই ফোন করেছে ছেলেবৌমাদের ফোন বন্ধ ছিল। 4 তারিখ তারা সংবাদমাধ্যমে জানতে পারে সিকিমে প্রচুর বৃষ্টির কারণে হড়পা বানে সিকিমে চারিদিকে ধস নেমেছে । তারপরই তারা আরও চিন্তিত হয়ে বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন ৷

আরও পড়ুন: ত্রাণশিবিরে থাকায় চুরি গিয়েছিল সব, তাই জেলাশাসকের আবেদনেও এবার ঘর ছাড়তে নারাজ বানভাসিরা

ঘটনা প্রসঙ্গেই অরুণ বলেন, "সিকিমের একটি ট্যুরিজম সংস্থার সঙ্গে আমার দুই ছেলে-বৌমা ও নাতি বেড়াতে গিয়েছে ৷ শেষ 3 তারিখ রাতে তাদের সঙ্গে কথা হয়েছে। তারপর থেকেই আজ পর্যন্ত কোনও যোগাযোগ নেই। ফোন করলে বন্ধ বলছে ৷ টিভিতে হেল্পলাইন নম্বর দেখে রাজ্য হেল্পলাইন এবং সিকিমের সেনাবাহিনীর হেল্পলাইনের সঙ্গে আমি যোগাযোগ করি। তাদেরকে বিষয়টি জানিয়েছি। আমার ছেলে ও বৌমার ফোন নম্বরও দিয়েছি।

প্রশাসনের কাছে তাঁর অনুরোধ পরিবারের সদস্যদের ফিরিয়ে দেওয়া হোক। অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, সিকিমে 3 দিন থাকর পর এই পাঁচজনের দার্জিলিং এসে দু'দিন থাকার কথা ছিল । তারপর আগামী রবিবার তাদের ঝাড়গ্রাম ফেরার কথা। কিন্তু তার আগেই তাদের কোন খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়েছেন অরুণবাবু ও অলকা দেবী ।

আরও পড়ুন: গুজরাতের মুখ্যমন্ত্রী-দিল্লির এলজি-র সঙ্গে কথা, বন্যার খোঁজ নিলেন শাহ

বেড়াতে গিয়ে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের 5 সদস্য

ঝাড়গ্রাম, 6 অক্টোবর: সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য। ঝাড়গ্রাম শহরের 3 নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকার রথ পরিবারের দুই ছেলে শুভদীপ রথ ও অপূর্ব রথ, দুই বৌমা সুপ্রিয়া রথ ও নীলা রথ ও নাতি অর্নেষ রথ সিকিমে বেড়াতে গিয়েছিলেন ৷ বেশ কয়েকদিন ধরে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা ৷ আশঙ্কা তাঁরা সকলেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ শুভদীপ রাজ্য পুলিশের কনস্টেবল। পরিবারের 5 সদস্যের খোঁজ পেতে টিভির পর্দায় চোখ রেখে বসে আছেন রথ দম্পতি ৷ যোগাযোগ করছেন প্রশাসনের সঙ্গেও।

জানা গিয়েছে, চলতি মাসের 1 তারিখ সিকিমের উদ্দেশ্যে রওনা দেন রথ পরিবারের 5 সদস্য। সিকমে পৌঁছে 3 অক্টোবর বাড়িতে থাকা বাবা অরুণ কুমার রথ ও মা অলকা রথের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকেই পরিবারের 5 সদস্য সঙ্গে আর কোনও ভাবে যোগাযোগ করতে পারেননি বাবা-মা। যতবার এই ফোন করেছে ছেলেবৌমাদের ফোন বন্ধ ছিল। 4 তারিখ তারা সংবাদমাধ্যমে জানতে পারে সিকিমে প্রচুর বৃষ্টির কারণে হড়পা বানে সিকিমে চারিদিকে ধস নেমেছে । তারপরই তারা আরও চিন্তিত হয়ে বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন ৷

আরও পড়ুন: ত্রাণশিবিরে থাকায় চুরি গিয়েছিল সব, তাই জেলাশাসকের আবেদনেও এবার ঘর ছাড়তে নারাজ বানভাসিরা

ঘটনা প্রসঙ্গেই অরুণ বলেন, "সিকিমের একটি ট্যুরিজম সংস্থার সঙ্গে আমার দুই ছেলে-বৌমা ও নাতি বেড়াতে গিয়েছে ৷ শেষ 3 তারিখ রাতে তাদের সঙ্গে কথা হয়েছে। তারপর থেকেই আজ পর্যন্ত কোনও যোগাযোগ নেই। ফোন করলে বন্ধ বলছে ৷ টিভিতে হেল্পলাইন নম্বর দেখে রাজ্য হেল্পলাইন এবং সিকিমের সেনাবাহিনীর হেল্পলাইনের সঙ্গে আমি যোগাযোগ করি। তাদেরকে বিষয়টি জানিয়েছি। আমার ছেলে ও বৌমার ফোন নম্বরও দিয়েছি।

প্রশাসনের কাছে তাঁর অনুরোধ পরিবারের সদস্যদের ফিরিয়ে দেওয়া হোক। অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, সিকিমে 3 দিন থাকর পর এই পাঁচজনের দার্জিলিং এসে দু'দিন থাকার কথা ছিল । তারপর আগামী রবিবার তাদের ঝাড়গ্রাম ফেরার কথা। কিন্তু তার আগেই তাদের কোন খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়েছেন অরুণবাবু ও অলকা দেবী ।

আরও পড়ুন: গুজরাতের মুখ্যমন্ত্রী-দিল্লির এলজি-র সঙ্গে কথা, বন্যার খোঁজ নিলেন শাহ

Last Updated : Oct 6, 2023, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.