ধুপগুড়ি, 8 অগাস্ট : রক্তাক্ত ছেলের বুকের উপর বসে মা । হাতে ছুরি । পরে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি নিশান রায়কে (13) । ঘটনাটি ধুপগুড়ি ব্লকের ঝাড় মাগুরমারি এলাকার ।
স্থানীয়দের তরফে জানা যায়, নিশানের মা গীতা রায় মানসিক ভারসাম্যহীন । মাঝে মাঝেই সে অদ্ভুত আচরণ করত । বাবা লঙ্কেশ্বর রায় বেঙ্গালুরুতে ঠিকা শ্রমিকের কাজ করেন । আগে, দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন লঙ্কেশ্বর । কিন্তু আর্থিক সমস্যার জন্য ছেলে ও স্ত্রীকে বাড়িতে রেখে গেছিলেন । গতরাতে নিশান এবং তার মা বাড়িতে ছিল । ছোটো ছেলে ঈশান রায় টিউশন পড়ে ফেরার পথে এক আত্মীয়ের বাড়িতে থেকে যায় । রাতে হঠাৎই নিশানের চিৎকার শোনা যায় । সঙ্গে সঙ্গে জড়ো হয় প্রতিবেশীরা । বাড়িতে গিয়ে তারা দেখতে পায়, ঘরের দরজা বন্ধ । দরজার পাশে ছিদ্র দিয়ে দেখা যায়, ছুরি হাতে গীতা তার ছেলের বুকের উপর বসে রয়েছে । সকলে চিৎকার করলে গীতা ছুরি ফেলে দেয় এবং উন্মাদের মতো আচরণ করতে থাকে । গুরুতর অবস্থায় নিশানকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মেডিকেল কলেজে স্থানান্তর করে । কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ।
স্থানীয়রা গীতাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে । খবর দেওয়া হয় পুলিশে । পরে ধুপগুড়ি থানার পুলিশ এসে মহিলাকে থানায় নিয়ে যায় ।