জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক । তিন মাসের অন্তঃসত্তা কিশোরী ৷ জলপাইগুড়ির সদর ব্লকের ঘটনা ।
অভিযোগ, স্থানীয় এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্ত ওই যুবকের । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীর সঙ্গে দিনের পর দিন সহবাস করে সে । বর্তমানে ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা । কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে ডাক্তারের কাছে নিয়ে যায় তার পরিবার । আল্ট্রাসোনোগ্রাফি করার পরেই জানা যায় ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা । এরপরই কিশোরীকে চাপ দিতেই সব কিছু জানায় সে । অভিযুক্ত ওই যুবক দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়েছে কিশোরীর সঙ্গে জানায় সে ।
গতকাল জলপাইগুড়ি মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার ৷ কাল রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । জানা গেছে, ধৃত ওই যুবক বিবাহিত ৷ তার তিন সন্তানও রয়েছে । যদিও অভিযুক্তের দাবি, তাকে ইচ্ছে করে ফাসানো হয়েছে ৷ টাকা পয়সা আছে বলেই তার নামে মিথ্যা মামলা করা হয়েছে । তিনি সম্পূর্ণ নির্দোষ । আজ অভিযুক্তকে আদালতে তোলা হলে অভিযুক্তের একদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে মহিলা থানার OC উপাসনা গুরুং।