ETV Bharat / state

Illegal Country Liquor: কাপড়-ফলের আড়ালে দেশি মদ বিক্রি, জলপাইগুড়িতে অভিযান মহিলা ব্রিগেডের - দেশি মদ

কাপড় ও ফলের ব্যবসার আড়ালে চলছে দেশি মদ বিক্রি (Illegal country liquor)৷ থানায় অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় জলপাইগুড়ির (Jalpaiguri news) ইন্দিরা গান্ধি কলোনির বাজারে নিজেরাই অভিযান চালালেন স্থানীয় মহিলারা (Women Raid Country Liquor Shop)৷

Women team raids shops and destroys illegal country liquor at Jalpaiguri
কাপড়-ফলের আড়ালে দেশি মদ বিক্রি, জলপাইগুড়িতে অভিযান মহিলা ব্রিগেডের
author img

By

Published : Oct 19, 2022, 3:15 PM IST

জলপাইগুড়ি, 19 অক্টোবর: দিনে ফল বিক্রি, রাতে মদ বিক্রি । আবার কোথাও কাপড়ের ব্যবসার আড়ালে চলছে দেশি মদের বিক্রি (Illegal country liquor)। এ ভাবেই চলছে দেদার ব্যবসা ৷ তা রুখতে এ বার রাস্তায় নামল মহিলা বাহিনী ৷ অভিযান চালিয়ে একে একে দোকানে ও স্টলে হানা দিয়ে দেশি মদের আড়ত লণ্ডভণ্ড করল স্থানীয় মহিলা সমিতি (Women Raid Country Liquor Shop)।

জলপাইগুড়ি (Jalpaiguri news) 1 নং ওয়ার্ডের ইন্দিরা গান্ধি কলোনি এলাকার বাজারে বেশ কয়েকটি দোকানে বেআইনিভাবে চলছে দেশি মদ বিক্রির কারবার । কাপড়ের দোকান, ফলের দোকান এমনকী বাড়ি বাড়ি দেশি মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ ৷ স্থানীয় মহিলাদের দাবি, এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ৷ দেশি মদ খেয়ে রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ ও বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে অশান্তি করছেন লোকজন ৷ এ বিষয়ে কিছু দিন আগে কোতোয়ালি থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছিলেন মহিলা সমিতির সদস্যরা । তাঁদের অভিযোগ ছিল, এলাকার বিভিন্ন চায়ের দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান, হোটেলে বিক্রি হচ্ছে দেশি মদ ।

Women team raids shops and destroys illegal country liquor at Jalpaiguri
অভিযান মহিলা ব্রিগেডের

আরও পড়ুন: সাগরদিঘিতে মাঝ নদী থেকে উদ্ধার 5000 লিটার দেশি মদ

তবে থানায় জানানোর পরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷ এলাকায় রমরমিয়ে চলতে থাকে মদ বিক্রি । এ বার তাই এই সমস্যা দূর করতে আসরে নামলেন স্থানীয় মহিলারা । তাঁরা নিজেরাই দল বেঁধে অবৈধ মদের দোকানে অভিযান চালান । মঙ্গলবার রাতে ইন্দিরা গান্ধি কলোনি এলাকার একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেন তাঁরা । কাপড়ের দোকানের আড়ালেই দীর্ঘদিন থেকে মদ বিক্রি করে আসছিলেন কাপড় ব্যবসায়ী নিত্য দে দাস । তাঁর দোকান থেকে বেশ কয়েকটি দেশি মদের বোতল উদ্ধার করে সেগুলি নষ্ট করেছে মহিলা সমিতি । এলাকায় প্রতিদিনই এ রকম অভিযান চলবে বলে জানিয়েছেন মহিলা সমিতির সদস্য নন্দিতা চক্রবর্তী । এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাঁরা প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন ৷

জলপাইগুড়ি, 19 অক্টোবর: দিনে ফল বিক্রি, রাতে মদ বিক্রি । আবার কোথাও কাপড়ের ব্যবসার আড়ালে চলছে দেশি মদের বিক্রি (Illegal country liquor)। এ ভাবেই চলছে দেদার ব্যবসা ৷ তা রুখতে এ বার রাস্তায় নামল মহিলা বাহিনী ৷ অভিযান চালিয়ে একে একে দোকানে ও স্টলে হানা দিয়ে দেশি মদের আড়ত লণ্ডভণ্ড করল স্থানীয় মহিলা সমিতি (Women Raid Country Liquor Shop)।

জলপাইগুড়ি (Jalpaiguri news) 1 নং ওয়ার্ডের ইন্দিরা গান্ধি কলোনি এলাকার বাজারে বেশ কয়েকটি দোকানে বেআইনিভাবে চলছে দেশি মদ বিক্রির কারবার । কাপড়ের দোকান, ফলের দোকান এমনকী বাড়ি বাড়ি দেশি মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ ৷ স্থানীয় মহিলাদের দাবি, এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ৷ দেশি মদ খেয়ে রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ ও বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে অশান্তি করছেন লোকজন ৷ এ বিষয়ে কিছু দিন আগে কোতোয়ালি থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছিলেন মহিলা সমিতির সদস্যরা । তাঁদের অভিযোগ ছিল, এলাকার বিভিন্ন চায়ের দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান, হোটেলে বিক্রি হচ্ছে দেশি মদ ।

Women team raids shops and destroys illegal country liquor at Jalpaiguri
অভিযান মহিলা ব্রিগেডের

আরও পড়ুন: সাগরদিঘিতে মাঝ নদী থেকে উদ্ধার 5000 লিটার দেশি মদ

তবে থানায় জানানোর পরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷ এলাকায় রমরমিয়ে চলতে থাকে মদ বিক্রি । এ বার তাই এই সমস্যা দূর করতে আসরে নামলেন স্থানীয় মহিলারা । তাঁরা নিজেরাই দল বেঁধে অবৈধ মদের দোকানে অভিযান চালান । মঙ্গলবার রাতে ইন্দিরা গান্ধি কলোনি এলাকার একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেন তাঁরা । কাপড়ের দোকানের আড়ালেই দীর্ঘদিন থেকে মদ বিক্রি করে আসছিলেন কাপড় ব্যবসায়ী নিত্য দে দাস । তাঁর দোকান থেকে বেশ কয়েকটি দেশি মদের বোতল উদ্ধার করে সেগুলি নষ্ট করেছে মহিলা সমিতি । এলাকায় প্রতিদিনই এ রকম অভিযান চলবে বলে জানিয়েছেন মহিলা সমিতির সদস্য নন্দিতা চক্রবর্তী । এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাঁরা প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.