ETV Bharat / state

Woman Unnatural Death : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার তৃণমূল নেতা - woman unnatural death in dhupguri at jalpaiguri

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র গ্রামীণ সভাপতি স্বপন দাসের পুত্রবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ পুত্রবধূর উপর শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ স্বপন দাস ও তাঁর ছেলে সুমিত দাসের বিরুদ্ধে ৷ গ্রেফতার দুই অভিযুক্ত (Woman Unnatural Death)৷

Woman Unnatural Death
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু,অভিযোগ স্বামী ও শ্বশুড়ের বিরুদ্ধে
author img

By

Published : May 28, 2022, 6:54 PM IST

ধূপগুড়ি, 28 মে : তৃণমূল নেতার পুত্রবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে ৷ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ ৷ মৃতের বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত স্বপন দাস ও মৃতের স্বামী সুমিত দাস ৷

বৃহস্পতিবার ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে ৷ মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালত শ্বশুর স্বপন দাস ও স্বামী সুমিত দাস ৷ বৃহস্পতিবার মৃত রীতা তালুকদারের বাড়ির লোক ফোন করে জামাইষষ্টীর নিমন্ত্রণ করতে ৷ সেই সময়েও তাদেরকে গৃহবধূর মৃত্যুর কথা জানানো হয়নি শ্বশুর বাড়ির পক্ষ থেকে ৷ তবে ওইদিন অপর কোনও এক ব্যক্তির মাধ্যমে তাঁরা মেয়ের মৃত্যুর খবর পান ৷ এরপরেই ধূপগুড়ি থানায় স্বপন দাস ও সুমিত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতেই পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে (Woman Unnatural Death) ৷

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আরও পড়ুন : Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী-সহ ধৃত চার

জনা গিয়েছে, অভিযুক্ত স্বপন দাস তৃণমূলের স্থানীয় শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির গ্রামীণ সভাপতি ৷ তাঁর ছেলে সুমিত দাসের সঙ্গে জটেশ্বর এলাকার রীতা তালুকদারের বিয়ে হয়েছিল 14 মাস আগে ৷ বৃহস্পতিবার হঠাৎই বাড়ির লোকের অনুপস্থিতিতে ওই তৃণমূল নেতার পুত্রবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৷ বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ধূপগুড়ি, 28 মে : তৃণমূল নেতার পুত্রবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে ৷ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ ৷ মৃতের বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত স্বপন দাস ও মৃতের স্বামী সুমিত দাস ৷

বৃহস্পতিবার ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে ৷ মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালত শ্বশুর স্বপন দাস ও স্বামী সুমিত দাস ৷ বৃহস্পতিবার মৃত রীতা তালুকদারের বাড়ির লোক ফোন করে জামাইষষ্টীর নিমন্ত্রণ করতে ৷ সেই সময়েও তাদেরকে গৃহবধূর মৃত্যুর কথা জানানো হয়নি শ্বশুর বাড়ির পক্ষ থেকে ৷ তবে ওইদিন অপর কোনও এক ব্যক্তির মাধ্যমে তাঁরা মেয়ের মৃত্যুর খবর পান ৷ এরপরেই ধূপগুড়ি থানায় স্বপন দাস ও সুমিত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতেই পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে (Woman Unnatural Death) ৷

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আরও পড়ুন : Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী-সহ ধৃত চার

জনা গিয়েছে, অভিযুক্ত স্বপন দাস তৃণমূলের স্থানীয় শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির গ্রামীণ সভাপতি ৷ তাঁর ছেলে সুমিত দাসের সঙ্গে জটেশ্বর এলাকার রীতা তালুকদারের বিয়ে হয়েছিল 14 মাস আগে ৷ বৃহস্পতিবার হঠাৎই বাড়ির লোকের অনুপস্থিতিতে ওই তৃণমূল নেতার পুত্রবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৷ বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.