ETV Bharat / state

নিকাহের 15 দিনের মধ্যে দেওরের সঙ্গে রেললাইনে ঝাঁপ যুবতির - unnatural death

ধুপগুড়িতে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন যুবক-যুবতি । সম্পর্কে তাঁরা বউদি ও দেওর । মৃতদের নাম মুক্তা পারভিন (22) এবং আমির হোসেন (24) । 15 দিন আগে আমিরের দাদার সঙ্গে নিকাহ হয়েছিল পারভিনের ।

দেওরের সঙ্গে রেললাইনে ঝাঁপ যুবতির
author img

By

Published : May 6, 2019, 9:21 PM IST

Updated : May 6, 2019, 9:39 PM IST

ধুপগুড়ি, 6 মে : রেললাইনে উদ্ধার যুবক-যুবতির মৃতদেহ । সম্পর্কে তাঁরা বউদি এবং দেওর। মৃতদের নাম মুক্তা পারভিন(২২) এবং আমির হোসেন (২৪) । সদ্য বিবাহিত ওই যুবতি ও তাঁর দেওর ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ।

আজ দুপুরে ওই যুবক এবং যুবতি চৌরঙ্গী এলাকায় রেললাইনের ধারে বসেছিলেন । ওই সময় ময়নাগুড়িগামী একটি মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দেন দু'জন । ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁদের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে RPF এবং GRP কর্মীরা ।

দেখুন ভিডিয়ো

১৫ দিন আগে ভেমটিয়া এলাকার বাসিন্দা মুক্তা পারভিনের নিকাহ হয় ধুপগুড়ির যমপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের দাদার সঙ্গে । বিয়ের ১৫ দিনের মধ্যে দেওরের সঙ্গে পারভিনের দেহ রেললাইনে উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে অনেক । তাদের মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মুক্তা পারভিন ও তাঁর দেওর আমির হোসেনের মধ্যে প্রেমঘটিত সর্ম্পক ছিল । এদিকে এই ঘটনার জেরে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে । পরে রেল পুলিশের উপস্থিতিতে দেহ দুটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয় ।

ধুপগুড়ি, 6 মে : রেললাইনে উদ্ধার যুবক-যুবতির মৃতদেহ । সম্পর্কে তাঁরা বউদি এবং দেওর। মৃতদের নাম মুক্তা পারভিন(২২) এবং আমির হোসেন (২৪) । সদ্য বিবাহিত ওই যুবতি ও তাঁর দেওর ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ।

আজ দুপুরে ওই যুবক এবং যুবতি চৌরঙ্গী এলাকায় রেললাইনের ধারে বসেছিলেন । ওই সময় ময়নাগুড়িগামী একটি মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দেন দু'জন । ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁদের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে RPF এবং GRP কর্মীরা ।

দেখুন ভিডিয়ো

১৫ দিন আগে ভেমটিয়া এলাকার বাসিন্দা মুক্তা পারভিনের নিকাহ হয় ধুপগুড়ির যমপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের দাদার সঙ্গে । বিয়ের ১৫ দিনের মধ্যে দেওরের সঙ্গে পারভিনের দেহ রেললাইনে উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে অনেক । তাদের মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মুক্তা পারভিন ও তাঁর দেওর আমির হোসেনের মধ্যে প্রেমঘটিত সর্ম্পক ছিল । এদিকে এই ঘটনার জেরে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে । পরে রেল পুলিশের উপস্থিতিতে দেহ দুটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয় ।

sample description
Last Updated : May 6, 2019, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.