ETV Bharat / state

রাজ্যে আন্দোলনের নামে জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে : সিদ্দিকুল্লা চৌধুরি

সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "CAA, NRC নিয়ে মানুষের ক্রোধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । মুখ্যমন্ত্রী আমায় ফোনে জানিয়েছেন, তিনি ব্যাপারটা দেখছেন ৷ আজ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শও করছেন ৷ আমি আশা করছি, সাত দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে ৷ এর আগেও অসমে বাঙালি খেদাও করতে চেয়েছিল । কিন্তু সফল হয়নি ৷  যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা সাময়িক ৷ এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করছি ।"

CAA protest
সিদ্দিকুল্লা চৌধুরি
author img

By

Published : Dec 17, 2019, 10:54 PM IST

জলপাইগুড়ি, 17 ডিসেম্বর: গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হতেই পারে ৷ কিন্তু, রাজ্যে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না । জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে । যা বরদাস্ত করা যায় না । জলপাইগুড়িতে বইমেলার উদ্বোধন করতে এসে আজ একথা বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ।

মন্ত্রী বলেন, "CAA, NRC নিয়ে মানুষের ক্রোধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । মুখ্যমন্ত্রী আমায় ফোনে জানিয়েছেন, তিনি ব্যাপারটা দেখছেন ৷ আজ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শও করছেন ৷ আমি আশা করছি, সাত দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে ৷ এর আগেও অসমে বাঙালি খেদাও করতে চেয়েছিল । কিন্তু সফল হয়নি ৷ যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা সাময়িক ৷ এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করছি ।"

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, গতকাল NRC, CAA-র বিরোধিতায় পথে নেমে মুখ্যমন্ত্রী বলেন, "গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷ " রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন , "আপনারও অধিকার আছে । প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন । রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান । "

জলপাইগুড়ি, 17 ডিসেম্বর: গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হতেই পারে ৷ কিন্তু, রাজ্যে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না । জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে । যা বরদাস্ত করা যায় না । জলপাইগুড়িতে বইমেলার উদ্বোধন করতে এসে আজ একথা বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ।

মন্ত্রী বলেন, "CAA, NRC নিয়ে মানুষের ক্রোধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । মুখ্যমন্ত্রী আমায় ফোনে জানিয়েছেন, তিনি ব্যাপারটা দেখছেন ৷ আজ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শও করছেন ৷ আমি আশা করছি, সাত দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে ৷ এর আগেও অসমে বাঙালি খেদাও করতে চেয়েছিল । কিন্তু সফল হয়নি ৷ যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা সাময়িক ৷ এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করছি ।"

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, গতকাল NRC, CAA-র বিরোধিতায় পথে নেমে মুখ্যমন্ত্রী বলেন, "গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷ " রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন , "আপনারও অধিকার আছে । প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন । রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান । "

Intro:জলপাইগুড়িঃঃ রাজ্যে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।ক্ষোভে ধ্বংস চালানো হচ্ছে,জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে। যা বরদাস্ত করা যায় না ।
আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক আন্দোলন হচ্ছে তা মেনে নেওয়া যায় না বলে জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।Body:এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন এই মানুষের ক্রোধ কেন্দ্র সরকারের বিরুদ্ধে।একটু আগেই মুখ্যমন্ত্রী তাকে টেলিফোনে জানিয়েছেন দিল্লীতে আজ এক টিমকে পাঠিয়েছেন আইনজীবীদের কাছে পরামর্শ নেবার জন্য।যাতায়াতের যে সমস্যা হচ্ছে তা সাময়িক খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আসাবাদী তিনি।
আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক আন্দোলন হচ্ছে তা মেনে নেওয়া যায় না।আসামে বাঙালি খেদাও করতে চেয়েছিল সফল হয়নি। পশ্চিম বাংলায় এন আরসির নামে সাড়াসি আক্রমন করতে চাইছে ত।যার ফলে বাণফালিরা ক্ষোভে ফুঁসছেন। গনতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হতেই পারে কিন্তু হিংসাত্মক আন্দোলন কেউ বরদাস্ত করবে না। কোনভাবেই কেউ চায় না বলে জানান মন্ত্রী সদ্দিকুল্লা চৌধুরী।Conclusion:রাজ্যে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।ক্ষোভে ধ্বংস চালানো হচ্ছে যা বরদাস্ত করা যায় না বলে মন্ত্রী জানান। ক্যাব আর এন আরসির জন্য আজ গনতান্ত্রিক আন্দোলন্র হলে মেনে নেওয়া যায়।কিন্তু জাতীয় সম্পত্তি নস্ট করা ঠিক নয়। এদিন মন্ত্রী গৌতম দেব বলেন আমি উত্তরবঙ্গে আসা পর্যটকদের জন্য বাসের ব্যবস্থা করেছি যাতে কোলকাতা পৌছে দেওয়া যায় তার চেস্টা চালাচ্ছি। শান্তিপ্রিয় মানুষ কেউ অশান্তি চায় না।যারা এমন করছে তাদের বোঝানো দরকার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.