ETV Bharat / state

লোকালয়ে হাতির মৃত্যু, তদন্তে বন দফতর - বন দফতর

লোকালয়ে হাতির মৃত্যুতে চাঞ্চল্য ৷ জলপাইগুড়ির মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ষোলোডাঙার ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয়েছে হাতিটির ৷ তদন্ত শুরু করেছে বন দফতর ৷

wild elephant death in locality in Jalpaiguri
লোকালয়ে হাতির মৃত্যু, তদন্তে বন দফতর
author img

By

Published : Jul 22, 2021, 1:22 PM IST

জলপাইগুড়ি, 22 জুলাই : লোকালয়ে হাতির মৃত্যু ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ষোলোডাঙা এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু স্বাভাবিক নয় ৷ খুব সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই প্রাণ গিয়েছে প্রাণিটির ৷

আরও পড়ুন : জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে গর্ভবতী হাতির মৃত্যু

বৃহস্পতিবার এলাকার এক বাসিন্দা জানান, এদিন সকালে ঘুম থেকে উঠেই বাড়ির পিছন দিকে আসেন তিনি ৷ সেখানেই একটি দাঁতালের দেহ পড়ে থাকতে দেখেন ৷ ওই ব্যক্তি জানিয়েছেন, গত দু’দিন ধরেই এই হাতিটি লোকালয়ে ঢুঁ মারছিল ৷ স্থানীয় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছিল সেটি ৷ এর ফলে কয়েকটি বাড়ির আংশিক ক্ষতিও হয় ৷

এরই মধ্যে মৃত্য়ু হয় হাতিটির ৷ খুব সম্ভবত বুধবার গভীর রাতেই ঘটনাটি ঘটে ৷ প্রসঙ্গত, হাতির হাত থেকে খেতের ফসল বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে জমি ঘিরে রাখেন চাষিরা ৷ অনেক সময়েই সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় বন্যপ্রাণীর ৷ এক্ষেত্রেও তেমনই কোনও ঘটনা ঘটেছে বলে অনুমান এলাকাবাসীর ৷

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝাড়গ্রামে হাতির মৃত্যু

এদিকে, হাতির মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বনবিভাগের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁরা গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷ বৈকুণ্ঠপুর বনবিভাগের বনাধিকারিক হরিকৃষ্ণন বলেন, ‘‘লোকালয় থেকে একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছে ৷ কীভাবে হাতিটির মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকাবাসী এই ঘটনায় অস্বাভাবিকত্বের অভিযোগ তুললেও আমাদের প্রাথমিক অনুমান, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে হাতিটির ৷ তবে ময়নাতদন্তের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷’’

জলপাইগুড়ি, 22 জুলাই : লোকালয়ে হাতির মৃত্যু ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ষোলোডাঙা এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু স্বাভাবিক নয় ৷ খুব সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই প্রাণ গিয়েছে প্রাণিটির ৷

আরও পড়ুন : জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে গর্ভবতী হাতির মৃত্যু

বৃহস্পতিবার এলাকার এক বাসিন্দা জানান, এদিন সকালে ঘুম থেকে উঠেই বাড়ির পিছন দিকে আসেন তিনি ৷ সেখানেই একটি দাঁতালের দেহ পড়ে থাকতে দেখেন ৷ ওই ব্যক্তি জানিয়েছেন, গত দু’দিন ধরেই এই হাতিটি লোকালয়ে ঢুঁ মারছিল ৷ স্থানীয় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছিল সেটি ৷ এর ফলে কয়েকটি বাড়ির আংশিক ক্ষতিও হয় ৷

এরই মধ্যে মৃত্য়ু হয় হাতিটির ৷ খুব সম্ভবত বুধবার গভীর রাতেই ঘটনাটি ঘটে ৷ প্রসঙ্গত, হাতির হাত থেকে খেতের ফসল বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে জমি ঘিরে রাখেন চাষিরা ৷ অনেক সময়েই সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় বন্যপ্রাণীর ৷ এক্ষেত্রেও তেমনই কোনও ঘটনা ঘটেছে বলে অনুমান এলাকাবাসীর ৷

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝাড়গ্রামে হাতির মৃত্যু

এদিকে, হাতির মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বনবিভাগের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁরা গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷ বৈকুণ্ঠপুর বনবিভাগের বনাধিকারিক হরিকৃষ্ণন বলেন, ‘‘লোকালয় থেকে একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছে ৷ কীভাবে হাতিটির মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকাবাসী এই ঘটনায় অস্বাভাবিকত্বের অভিযোগ তুললেও আমাদের প্রাথমিক অনুমান, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে হাতিটির ৷ তবে ময়নাতদন্তের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.