ETV Bharat / state

Dhupguri Suicide : ভিনরাজ্যে কাজে যাচ্ছিলেন স্বামী, আটকাতে আত্মহত্যা স্ত্রীর - Dhupguri Suicide

স্বামীকে ভিনরাজ্য়ে কাজ করতে আটকাতে আত্মঘাতী হলেন স্ত্রী (Dhupguri Suicide) ৷ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের আংড়াভাষা প্রধানপাড়া এলাকায় । মৃত মহিলার নাম রেশমা মিঞ্জ ওঁরাও ।

Dhupguri Suicide news
ধূপগুড়িতে স্বামীর ভিনদেশে কাজ করা আটকাতে আত্মহত্য়া করলেন স্ত্রী
author img

By

Published : May 27, 2022, 12:05 PM IST

Updated : May 27, 2022, 12:45 PM IST

ধূপগুড়ি, 27 মে : স্বামী ভিন রাজ্যে চলে যাচ্ছে । গড়রাজি স্ত্রী । স্বামীকে আটকাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের আংড়াভাষা প্রধানপাড়া এলাকায় । মৃতা মহিলার নাম রেশমা মিঞ্জ ওঁরাও (Dhupguri Suicide) ।

জানা গিয়েছে, এথেলবাড়ি এলাকার ওই মহিলার সঙ্গে গত পাঁচ বছর আগে মিঠুন রায়ের বিয়ে হয় । পেশায় ট্রাক চালক মিঠুন গত কয়েকদিন থেকে ভিন রাজ্যে কাজের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । বৃহস্পতিবার তাঁর কেরলে যাওয়ার কথা ছিল । কিন্তু তাঁর স্ত্রী সরাসরি যেতে বাধা না দিলেও অনিচ্ছা প্রকাশ করছিলেন । আর্থিক পরিস্থিতি সামলাতে ভিন রাজ্যে কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিঠুন বলে জানায় । কিন্তু বৃহস্পতিবার ভোরে ঘর থেকে বাথরুম যাওয়ার কথা বলে বের হন রেশমা । এরপর সকালে তাঁকে দেখা যায় বাড়ি লাগোয়া একটি জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে ।

আরও পড়ুন : Saktinagar Death : শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগারে মিলল বৃদ্ধার ঝুলন্ত দেহ

মিঠুন জানান, হয়ত ভিন রাজ্যে কাজে যেতে দিতে গড়রাজি হওয়াতেই তাঁর স্ত্রী এই ধরনের ঘটনা ঘটিয়েছে ।

ধূপগুড়িতে স্বামীর ভিনদেশে কাজ করা আটকাতে আত্মহত্য়া করলেন স্ত্রী

এদিকে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ধূপগুড়ি, 27 মে : স্বামী ভিন রাজ্যে চলে যাচ্ছে । গড়রাজি স্ত্রী । স্বামীকে আটকাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের আংড়াভাষা প্রধানপাড়া এলাকায় । মৃতা মহিলার নাম রেশমা মিঞ্জ ওঁরাও (Dhupguri Suicide) ।

জানা গিয়েছে, এথেলবাড়ি এলাকার ওই মহিলার সঙ্গে গত পাঁচ বছর আগে মিঠুন রায়ের বিয়ে হয় । পেশায় ট্রাক চালক মিঠুন গত কয়েকদিন থেকে ভিন রাজ্যে কাজের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । বৃহস্পতিবার তাঁর কেরলে যাওয়ার কথা ছিল । কিন্তু তাঁর স্ত্রী সরাসরি যেতে বাধা না দিলেও অনিচ্ছা প্রকাশ করছিলেন । আর্থিক পরিস্থিতি সামলাতে ভিন রাজ্যে কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিঠুন বলে জানায় । কিন্তু বৃহস্পতিবার ভোরে ঘর থেকে বাথরুম যাওয়ার কথা বলে বের হন রেশমা । এরপর সকালে তাঁকে দেখা যায় বাড়ি লাগোয়া একটি জায়গায় ঝুলন্ত অবস্থায় রয়েছে ।

আরও পড়ুন : Saktinagar Death : শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগারে মিলল বৃদ্ধার ঝুলন্ত দেহ

মিঠুন জানান, হয়ত ভিন রাজ্যে কাজে যেতে দিতে গড়রাজি হওয়াতেই তাঁর স্ত্রী এই ধরনের ঘটনা ঘটিয়েছে ।

ধূপগুড়িতে স্বামীর ভিনদেশে কাজ করা আটকাতে আত্মহত্য়া করলেন স্ত্রী

এদিকে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : May 27, 2022, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.